টুকরো খবর
পুলিশের কাজে ‘বাধা’, ধৃত ৫
পুলিশের কাজে বাধা দেওয়া এবং অপরাধীকে আড়াল করার অভিযোগে দুই মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পাড়া থানার পুলিশ। ধৃতদের বাড়ি পাড়া থানারই লিপানিয়া গ্রামে। রবিবার রাতে বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করে সোমবার হাজির করানো হয় রঘুনাথপুর আদালতে। বিচারক ধৃতদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে রবিবার রাতে পুলিশ লিপানিয়া গ্রামে যায় বারুদ আনসারি নামে এক দুষ্কৃতীকে ধরতে। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য জানান, ওই দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক থানায় ছিনতাই, ডাকাতি-সহ বহু অপারধূমলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, রাতে বারুদের বাড়িতে গেলে তার স্ত্রী সহিরন আরও লোকজন জুটিয়ে পুলিশকর্মীদের উপরে চড়াও হয়ে তাঁদের ঘেরাও করে রাখেন। পরে অতিরিক্ত বাহিনী গিয়ে ওই পুলিশকর্মীদের উদ্ধার করা হয়। সেই সময় সহিরন-সহ ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। বারুদ আনসারিকে অবশ্য পাওয়া যায়নি।

সচেতনতা প্রচার প্রতিবন্ধী যুবকের
দুলাল সরকার। নিজস্ব চিত্র।
শিশুদের স্কুলে পাঠানোর ব্যাপারে অভিভাবকদের সচেতন করতে সাইকেলে করে ঘুরছেন প্রতিবন্ধী যুবক দুলাল সরকার। তিনি মালদহর বাসিন্দা। ৬ জুলাই সিকিম থেকে যাত্রা শুরু করে সম্প্রতি তিনি পুরুলিয়ার আদ্রায় পৌঁছেছেন। তাঁর শেষ গন্তব্য কলকাতা। সোমবার তিনি আদ্রা থেকে ফের যাত্রা শুরু করেছেন। দুলালবাবুর কথায়, “পাঁচ বছর বয়সে বাস দুর্ঘটনায় ডানপায়ে আঘাত লাগে। পায়ের বেশিরভাগ অংশ কেটে বাদ দিতে হয়েছিল। কিন্তু চেষ্টা করেছি সাধারণ মানুষের মতো বাঁচতে। অর্থের কারণে অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের স্কুলে না পাঠিয়ে কাজ করান। অথচ সরকারি বহু প্রকল্প রয়েছে, যেখানে শিশুরা নিখরচায় পড়তে পারে। সেই প্রচারের লক্ষ্যেই সাইকেলে যাত্রা।” শুক্রবার অসুস্থ অবস্থায় তিনি আদ্রায় পৌঁছেছিলেন। মুক্তদল ক্লাবের সদস্যরা তাঁর দেখাশোনা করেন। সোমবার রেলকর্মী সংগঠন মেনস কংগ্রেসের তরফ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।

শিল্পীদের দাবি
সরকারি সাহায্যের দাবিতে বিষ্ণুপুরের মহকুমাশাসকের কাছে সোমবার স্মারকলিপি দিলেন এলাকার লণ্ঠনশিল্পীরা। এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের দাবি, হস্তশিল্পের উন্নয়নের জন্য কিছু সরকারি প্রকল্প রয়েছে। আমরা সে সব সুবিধা থেকে বঞ্চিত। শিল্পের প্রসারে মিলছে না ব্যাঙ্ক লোনও। বিষয়টি দেখার জন্য তাঁরা মহকুমাশাসকের কাছে আবেদন জানিয়েছেন। স্মারকলিপি দিতে আসা আনন্দ দাস, শিশির গরাইরা বলেন, “স্থানীয় ক্রেতা কম। শিল্পকর্ম বাইরে গেলে নিজেদের পেশায় টিকে থাকব।” মহকুমাশাসক সুশান্ত চক্রবর্তী বলেন, “হস্তশিল্পের জন্য সরকারি কিছু প্রকল্প রয়েছে। তাঁরা যাতে সুবিধা পান সে জন্য ব্লক শিল্প উন্নয়ন আধিকারিককে বিষয়টি দেখতে বলা হয়েছে।”

পথ অবরোধ
দু’টাকা কেজি চালের কার্ডের দাবিতে সোমবার পথ অবরোধ হয়েছে ঝালদা ২ ব্লকের বামনিয়া-বেলডি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিস্থিতি সামাল দিতে অবরোধ স্থলে ছুটে যান বিডিও অনুপ দত্ত। তিনি বলেন, “কার্ডের সমস্যা থাকায় কার্ড দেওয়া যায়নি। জেলা থেকে কার্ড পাওয়া গিয়েছে। শীঘ্রই বিলির ব্যবস্থা করা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.