নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি |
শনিবার আই লিগের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বী ডুরান্ড চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স। দীর্ঘ লিগ অভিযান শুরুর আগে আর হারতে চান না ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান। মঙ্গলবার নয়াদিল্লির অম্বেডকর স্টেডিয়ামে করিম বেঞ্চারিফার সালগাওকরের বিরুদ্ধে সুপার কাপ ফাইনাল তাই ভীষণ গুরুত্বপূর্ণ ওপারা-রবিনদের জন্য।
সোমবার যুবভারতীতে অনুশীলনের পরই উনিশ জনের দল নিয়ে মর্গ্যান রওনা হলেন দিল্লি। তার আগে বললেন, “সুপার কাপ ফাইনালে পরীক্ষা-নিরীক্ষা নয়। পরীক্ষা করতে গিয়ে হারতে চাই না।” আই লিগের আগে শেষ সুযোগ দলের ফুটবলারদের দেখে নেওয়ার। “আই লিগের আগে একটা প্রতিযোগিতামূলক ম্যাচ তাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ,” বলেন মর্গ্যান। চিডিদের বিরুদ্ধে প্রথম দলে থাকার সম্ভাবনা কম টোলগের। এগারো জনের দল হতে পারে এ রকম। চার ডিফেন্ডার সৈকত সাহা রায়, নির্মল ছেত্রী, ওপারা, রবার্ট। মাঝমাঠে সুশান্ত ম্যাথু, ভাসুম, পেন, পাইতে। অ্যাটাকিং মিডিও অ্যালান গাও। একেবারে সামনে রবিন সিংহ। আর সন্দীপ-অভ্রের অনুপস্থিতিতে গোলে সম্ভবত খেলবেন গুরপ্রীত সিংহ। |
অন্যতম ভরসা রবিন সিংহের সঙ্গে লাল-হলুদ কোচ। |
ফেড কাপ চ্যাম্পিয়ন সালগাওকর ফাইনালে ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল চার ডিফেন্ডারের সামনে ডিফেন্সিভ স্ক্রিন রেখে। এ দিন নিজেদের মধ্যে ম্যাচ খেলানোর সময় সে রকম ছকেই মর্গ্যান খেলালেন দলকে। যাতে ডিফেন্সিভ স্ক্রিনের সামনে রবিন-গাওদের অসুবিধা না হয়। মর্গ্যানের কথায়, “সালগাওকরের বিরুদ্ধে সুপার কাপে ডিফেন্সিভ স্ক্রিন রেখে খেলাব এ রকম নয়। কিন্তু ছেলেদের এই সিস্টেমের বিরুদ্ধে খেলার জন্য তৈরি রাখলাম।”
এ দিকে মোটামুটি ফেড কাপের দলটিকেই করিম মাঠে নামাতে চান। তবে তাঁদের স্টপার লুসিয়ানো সোব্রোসা পিঠে চোট পান ফেড কাপে। তাঁর খেলার সম্ভাবনা কম। ডুরান্ড কাপে প্রয়াগ ইউনাইটেডের কাছে হেরে ছিটকে যাওয়ায় সতর্ক করিম। বললেন, “ফেড কাপ এখন অতীত। ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল। ওদের হাল্কা ভাবে দেখছি না।”
সামনের রবিবার আই লিগে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচ পৈলান অ্যারোজের। কৃত্রিম ঘাসে দলকে সড়গড় করার জন্য সোমবার সকালে সুখবিন্দর সিংহের পৈলান-ও অনুশীলন করে। আই লিগের সম্ভাব্য ফেভারিট হিসাবে মর্গ্যানের মুখে শোনা গেল ছ’টি দলের নাম। বলছিলেন, “শুধু সালগাওকর আমাদের আই লিগ জয়ের প্রধান বাধা মানতে চাই না। সালগাওকর ছাড়া ডেম্পো, চার্চিল, আমরা, মোহনবাগান আর প্রয়াগও এ বার আই লিগ জেতার দাবিদার।” |