টুকরো খবর
ইডেনে আসন্ন ভারত-ইংল্যান্ড ম্যাচের সময় ধোনিদের বিশ্বজয়ের সংবর্ধনা দিতে চায় সিএবি। ২৫ ও ২৯ অক্টোবর ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ান ডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে ভারত। সিএবি চাইছে মাঝের সময়ে ধোনিদের সংবর্ধনা অনুষ্ঠান সেরে ফেলতে। মোটামুটি ঠিক হয়েছে, আগামী ২৮ অক্টোবর সংবর্ধনা দেওয়া হবে। অর্থাৎ, টি টোয়েন্টি ম্যাচের আগের দিন। যে দিন কি না ভারতীয় বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকও বসছে। বোর্ডের শীর্ষ কর্তারা ২৮ অক্টোবর সকালে শহরে ঢুকে পড়ছেন। “আমরা চেষ্টা করছি ওই দিন বিকেলে ধোনিদের সংবর্ধনা দিতে। বোর্ড কর্তারাও তখন থাকবেন। একটা জমকালো অনুষ্ঠানের কথাই ভাবছি আমরা,” বললেন সিএবি-র যুগ্ম-সচিব বিশ্বরূপ দে। এ দিকে, সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি খেলতে মঙ্গলবার ঝাড়খণ্ড রওনা হচ্ছে বাংলা। সোমবার শেষ প্র্যাক্টিসের পাশাপাশি মনোবিদের ক্লাসও হল। কী ভাবে মনোসংযোগ বাড়াতে হবে, কঠিন পরিস্থিতিতে পড়লে মাথা ঠাণ্ডা রাখতে হবে তা লক্ষ্মীদের বুঝিয়ে দেন বাংলা টিমের মনোবিদ। আগামী ২০ অক্টোবর বাংলার প্রথম ম্যাচ।

পিএসএ কাপের সেমিফাইনাল
সেমিফাইনালের প্রথম খেলা হল এগরার পানিপারুল স্পোর্টস অ্যাকাডেমি আয়োজিত পিএসএ কাপের। টাইব্রেকারে ৪-২ গোলে মেদিনীপুর বঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দেয় বর্ধমান আল আমিন একাদশ। বর্ধমানের ভোলা হাঁসদা দিনের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মেদিনীপুর ওল্ড প্রদীপ সঙ্ঘের মুখোমুখি হবে তমলুক খেলাঘর। এগরা ২ ব্লক ক্রীড়া সংস্থা আয়োজিত অশ্বিনী কুমার শী ও অরুনা রানি শী স্মৃতি কাপে এ দিন টাইব্রেকারে ৪-২ গোলে বালিঘাই হাইস্কুলকে হারিয়ে দেয় দাউদপুর উর্ধ্ববপুর তরুণ সঙ্ঘ। ম্যান অফ দ্য ম্যাচ হন সঞ্জীব পয়ড়্যা। আজ, মঙ্গলবার পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সঙ্গে খেলবে খেজুরদা নেতাজি তরুণ সঙ্ঘ। পটাশপুরের বিশ্বনাথপুর কিশোর ক্লাব আয়োজিত গোবিন্দ, সাবিত্রি ও রাজলক্ষ্মী স্মৃতি ট্রফির সোমবারের খেলায় দেউলা আদিবাসী সাগেন গাঁওতা ক্লাবকে হারিয়ে দিয়েছে সুটছাড়া স্বামীজী যুব সঙ্ঘ। দু’টি গোল করে ম্যাচের সেরা হন কৌশিক মুর্মু। মঙ্গলবার পোক্তাপুল ইয়ং স্টারের সঙ্গে খেলবে কুলটিকরি ফ্রেন্ডস ক্লাব। আলোচনাসভা। অল ইন্ডিয়া অ্যান্টি-ইম্পিরিয়ালিস্ট ফোরামের মেদিনীপুর শহর কমিটির উদ্যোগে এক আলোচনাসভা হল। ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন ও বিশ্ব অর্থনীতি’ শীর্ষক এই আলোচনা সভা হয় শহরের মোহনানন্দ বিদ্যামন্দিরে।

মহমেডানকে হারাল পুলিশ এসি

মহমেডান-১ মেহরাজ
পুলিশ এসি-২ ইসাইয়া, ইমানুয়েল

পুলিশ এসি হারিয়ে দিল মহমেডানকে। যুবভারতীতে সোমবার শিশির ঘোষের কোচিংয়ে খেলা পুলিশ দল পিছিয়ে পড়েও ২-১ হারাল অলোক মুখোপাধ্যায়ের দলকে। পুলিশ ফুটবলাররা জয় উৎসর্গ করেছেন পুজোর সময় দুর্ঘটনায় মৃত তাঁদের প্রথম দলের গোলকিপার পঞ্চানন মিত্রকে। পুলিশের গোল দুটি করেন দুই বিদেশিআকিনসেলি ইসাইয়া এবং ইমানুয়েল ইনি। মহমেডানের গোল মেহরাজ হুসেনের। কাজ থেকে অনেক কষ্টে ছুটি আদায় করে অনুশীলন করতে হয় পুলিশ ফুটবলারদের। শিশিরের কথায়, “যুবভারতীর কৃত্রিম ঘাসের মাঠ আমার ফুটবলারদের কাছে অচেনা। শনিবার মাত্র ৪৫ মিনিট প্র্যাক্টিস করি। মরসুমের প্রথম বড় ম্যাচ জিতে ছেলেরা খুশি।” তাদের বিশ্বজিৎ, রাহুলরা খেললেনও বেশ ভাল। ৩৯ মিনিটে মেহরাজের গোলের পাঁচ মিনিট পরই ১-১ করেন ইসাইয়া। ম্যাচ শেষের মিনিট আটেক আগে গোল করেন ইমানুয়েল। পুলিশ এসির নিরাপদ মণ্ডল সহকারী রেফারিকে গালাগাল করে লাল কার্ড দেখেন।

‘হোয়্যারঅ্যাবাউটস ক্লজ’ থেকে রেহাই পাচ্ছেন সচিনরা
সরকার বনাম ভারতীয় বোর্ড যুদ্ধে শেষ পর্যন্ত ঝুঁকতে হল সরকারকেই। ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন সোমবার জানিয়ে দিলেন, ‘ওয়াডা’-র বেশ কিছু নিয়মকানুনের হাত থেকে রেহাই পাচ্ছেন ক্রিকেটাররা। বিতর্কিত ‘হোয়্যারআ্যাবাউটস ক্লজ’-ও থাকছে না। ক্রীড়ামন্ত্রকের এই সংশ্লিষ্ট বিল নিয়ে আপত্তি তুলেছিল বোর্ড। বিশেষ করে ‘হোয়্যারঅ্যাবাউটস ক্লজ’ নিয়ে। কারণ সেখানে আগামী তিন মাসে ক্রিকেটাররা কখন কোথায় থাকবেন, সে সব জানাতে হত ওয়াডাকে। যা মানতে চায়নি বোর্ড। মাকেন এ দিন বলেছেন, “বোর্ডের আপত্তিতে ডোপিং বিরোধী কিছু নিয়মকানুন থেকে সচিনদের রেহাই দেওয়া হচ্ছে। আইসিসি ওয়াডার কিছু নিয়ম মানে না। সে ক্ষেত্রে আইসিসি-র নিয়মই বহাল থাকবে।” তবে ক্রিকেটাররা পুরোপুরি ওয়াডার আওতার বাইরে যাচ্ছেন না। যে ক্ষেত্রে আইসিসি-র সঙ্গে ওয়াডার নীতিগত বিরোধ হবে, সেখানেই ক্রিকেটাররা ছাড় পাবেন।

অসুস্থ কান্নন
প্রাক্তন তারকা ফুটবলার পুঙ্গব কান্নন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কান্ননের আর্থিক অবস্থা ভাল নয়। তাঁর হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ধরা পড়েছে। পেসমেকার বসিয়েও খুলে ফেলতে হয়েছে। রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হলেও পাঁচ হাজার টাকার বেশি পাওয়া যায়নি।

ডলির ব্রোঞ্জ
ভোপালে জাতীয় সিনিয়র বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন বাংলার ডলি সিংহ। মেরি কমের কাছে সেমিফাইনালে তিনি হেরে যান। ডলির বাবা ভবানীপুর থানায় পুলিশ অফিসার। তিনি এখন ট্রেনিং নেন বিশাখাপত্তনমে।

রাজ্য টিটি-র উদ্বোধনে চন্দ্রশেখর
বিটিটিএ আয়োজিত রাজ্য মিট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ১৯ অক্টোবর শুরু। চলবে পাঁচ দিন। ১৫টি বিভাগে ৫৭টি দলের ১০০৪ প্রতিযোগী অংশ নেবেন। পুরুষ ও মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই যথাক্রমে রোহন বিশ্বাস ও ঋতিকা কুণ্ডু। সাব জুনিয়র ও ক্যাডেটেও ঋতিকা-ই শীর্ষ বাছাই। টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রাক্তন তারকা ভি চন্দ্রশেখর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.