|
|
|
|
কলকাতার ধাঁচে বাড়ির মূল্যায়ন নিউটাউনে |
নিজস্ব সংবাদদাতা |
রাজারহাটের নিউটাউনেও কলকাতা পুর এলাকার ধাঁচে বাড়ির মূল্যায়ন চালু করতে চায় রাজ্য। বিধানসভার আগামী অধিবেশনে এই মর্মে বিল আনার কথা ভাবছে সরকার। সোমবার নগরোন্নয়ন দফতরের এক মুখপাত্র বলেন, “সম্মতির জন্য শীঘ্রই রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে এই বিলের খসড়া পাঠানো হবে।”
কলকাতা পুরসভা ঠিক করেছে, শহরের বাড়ির মূল্যায়ন করা হবে ‘ইউনিট-এরিয়া’ ভিত্তিতে। বিষয়টি ব্যাখ্যা করে পুরসভার এক মুখপাত্র জানান, এর অর্থ হল নাগরিক সুযোগ-সুবিধার ভিত্তিতে কলকাতাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার পুরবাসীরা এই সযোগ-সুবিধা কতটা পাচ্ছেন, তার ভিত্তিতে নির্ধারিত হবে জমি ও বাড়ির বার্ষিক মূল্যায়ন। পুরসভা এই সিদ্ধান্ত নিলেও এখনও সরকারি বিজ্ঞপ্তি
জারি হয়নি।
এই প্রেক্ষিতে রাজ্য সরকার ঠিক করেছে, শহরের উপকণ্ঠে নির্মীয়মান নিউটাউন উপনগরির জন্যও ‘ইউনিট এরিয়া’ ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা হবে। কলকাতা পুরসভার পরামর্শ নিয়ে এই প্রস্তাব তৈরি করছেন নিউটাউনের চেয়ারম্যান। তার পর তা অনুমোদনের জন্য পাঠানো হবে রাজ্যপালের কাছে।
এ দিকে, প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে নিউটাউনের নামকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জ্যোতি বসুর মৃত্যুর পরে নিউটাউনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল আগের বাম সরকার। এই নিয়ে একটি বিল সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্যপাল তা ফেরত পাঠিয়ে দেন। সরকারের এক মুখপাত্র জানান, আইন অনুযায়ী, কোনও ব্যক্তির মৃত্যুর দু’বছরের
মধ্যে তাঁর নামে কিছুর নামকরণ করা যায় না।
তাই জমি-বাড়ির কর নির্ধারণ করা নিয়ে নতুন বিল আনার সিদ্ধান্ত নিলেও নিউটাউনের নাম পরিবর্তনের কোনও প্রস্তাব আর নতুন করে
রাজ্যপালের কাছে পাঠাবে না রাজ্য সরকার। ফলে নতুন উপনগরীর নাম থাকছে নিউটাউনই। |
|
|
 |
|
|