পরশু কলকাতায় সভা আডবাণীর |
তাঁর ‘দুর্নীতি-বিরোধী’ রথযাত্রার অংশ হিসাবে আগামী পরশু, বৃহস্পতিবার লালকৃষ্ণ আডবাণী কলকাতায় আসছেন। তবে রথ ছেড়ে বিমানে!
বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রাহুল সিংহ সোমবার জানান, আডবাণী বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে বিমানে অসম, মণিপুর এবং গুয়াহাটি হয়ে বিকেল সাড়ে ৫টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সন্ধ্যা ৬টায় বড়বাজারের সত্যনারায়ণ পার্কে সভায় তাঁর বক্তৃতা করার কথা। পর দিন, শুক্রবার সকাল ৯টায় লাউডন স্ট্রিটৈর একটি
হোটেলে সাংবাদিক সম্মেলন করে সাড়ে ১০টায় বিমানবন্দর থেকে রাঁচি রওনা হবেন তিনি। আডবাণীর কলকাতা সফরে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তাঁর সঙ্গী রবিশঙ্কর প্রসাদ, অনন্ত কুমার, কিরণ মাহেশ্বরী, চন্দন মিত্র এবং সিদ্ধার্থনাথ সিংহ। রাহুল বলেন, “আমরা ওই সভায় সাংগঠনিক ভাবে লোক জড়ো করব না। আমরা চাই, দলীয় কর্মীরা নন, আম জনতা ওই সভায় যোগ দিক। তারা দুর্নীতির বিরুদ্ধে সচেতন হোক।” দীপাবলীর ছ’দিন আগে বড়বাজারের মতো ব্যবসায়ী অধ্যুষিত অঞ্চলে আডবাণীর সভা হলে সেই সময় বিক্রিবাটা ব্যাহত হতে পারে। সে জন্য ব্যবসায়ী এবং জনতার কাছে আগাম ‘ক্ষমা’ চেয়ে নিয়েছেন রাহুল।
|
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের ঘরে সোমবার বিকেল পাঁচটা নাগাদ সুইচ বোর্ডে আগুন লেগে যায়। ওই সময় মহাকরণে মন্ত্রী, দফতরের সচিব এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠকে করছিলেন। হঠাৎই ঘরের বাইরে সুইচ বোর্ড থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে পুরমন্ত্রী তাঁর আধিকারিকদের নিয়ে পুরসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠক করেন। মিনিট চল্লিশ মিনিট পরে মন্ত্রীর ঘরে ফের বিদ্যুৎ আসে। পরে সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের একটি বৈঠক সবে শুরু হয়েছিল। সেই সময় ঘরে ধোঁয়া দেখতে পাই। এরপরেই মন্ত্রীর ঘরের সব আলো নিভে যায়।”
|
রবিবারের পর ফের সোমবার। চলন্ত কামরার পাখায় আগুন লাগায় আতঙ্ক ছড়াল মেট্রোয়। এর জেরে ৬ মিনিট মেট্রো বন্ধ থাকে। পরে সেন্ট্রাল স্টেশনে আগুন নিভিয়ে ফের মেট্রো চলাচল শুরু হয়। এ দিন পৌনে চারটে নাগাদ দমদম থেকে কবি নজরুলগামী একটি মেট্রোয় ঘটনাটি ঘটে। সেন্ট্রাল স্টেশনে ঢোকার মুখে একটি পাখা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের ফুলকি বেরোতে থাকে। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ইতিমধ্যে পাশের পাখায় আগুন ছড়ায়। সেন্ট্রাল স্টেশনে ট্রেন থামলে যাত্রীরা নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই মেট্রোকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। রবিবারও একটি পাখায় আগুন লাগায় কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। পরপর দু’দিন এই বিভ্রাট প্রসঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পেরি ভাস্কর মূর্তি বলেন, “আগুন লাগেনি। বিদ্যুতের স্ফুলিঙ্গ বেরিয়েছিল। কেন পরপর এমন ঘটছে, খতিয়ে দেখছি।”
|
হাসপাতালের রেজিস্টারে লেখা ঠিকানায় পরিজনদের খোঁজ নেই। তাই দিন দুই ধরে মর্গে পড়ে রোগিণীর মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে বাণী চক্রবর্তী (৬০) নামে ওই প্রৌঢ়াকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর আত্মীয় পরিচয়ে কয়েক জন যুবক জোকার ঠিকানা লেখান। বাণীদেবীর মৃত্যুর পরে হাসপাতাল কর্তৃপক্ষ পর্ণশ্রী থানায় অনুরোধ জানান তাঁর বাড়িতে খবর দিতে। পুলিশ জানতে পারে, ওই ঠিকানায় বাণীদেবীর কোনও আত্মীয় থাকেন না।
|
মিনিডরের আঘাতে আহত এক রিকশাচালককে নার্সিংহোমে ভর্তি করলেন দুই ট্রাফিক সার্জেন্ট। সোমবার সকালে, জেমস লং সরণি ও বনমালী ঘোষ রোডের মোড়ে। আহতের নাম অচিন্ত্য নস্কর। পুলিশ জানায়, মিনিডরটি অচিন্ত্যবাবুর রিকশায় ধাক্কা মারলে তিনি পড়ে যান। তাঁকে হেঁচড়ে কিছু দূর নিয়ে যায় গাড়িটি। খবর পেয়ে আসেন জেমস লং সরণি ট্রাফিক গার্ডের দুই সার্জেন্ট দীপ্তিময় ঘোষ ও সিরাজ আহমেদ। তাঁরাই অচিন্ত্যবাবুকে নার্সিংহোমে ভর্তি করান। তাঁর পা ও পিঠের আঘাত গুরুতর বলে পুলিশ জানায়। গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। আটক হয়েছে গাড়িটি।
|
চালকের তৎপরতায় ট্যাক্সিতে ফেলে আসা টাকা ও মোবাইল-সহ ব্যাগ ফেরত পেলেন এক ব্যাঙ্ককর্মী। গড়িয়ার বাসিন্দা সজল গঙ্গোপাধ্যায় জানান, রবিবার রাতে হাওড়া স্টেশন থেকে সস্ত্রীক একটি ট্যাক্সিতে ওঠেন তিনি। নামার পরে খেয়াল হয়, ব্যাগ ফেলে এসেছেন। সোমবার সজলবাবুকে ওই ট্যাক্সির চালক শ্যামসুন্দর সাউ ফোনে জানান, ব্যাগটি তাঁর কাছে আছে। মৌলালিতে তাঁর বাড়ি গিয়ে ব্যাগটি সংগ্রহ করেন গঙ্গোপাধ্যায় দম্পতি। পুরস্কার দিতে চাইলেও নিতে চাননি শ্যামসুন্দরবাবু। আদতে গিরিডির বাসিন্দা ওই যুবকের কথায়, “যাত্রীদের ফেলে যাওয়া জিনিস আগেও ফেরত দিয়েছি।”
|
এ বছরের প্রথম হজ-বিমান উড়ল সোমবার সকালে। সৌদি আরবের এই বিশেষ বিমান এ দিন সকাল সাড়ে ছ’টায় তিনশো যাত্রীকে নিয়ে জেড্ডা উড়ে যায়। এয়ারবাস-৩৩০ বিমানটি রবিবার রাতে কলকাতায় পৌঁছয়। ওই একই ধরণের আর একটি বিমান সোমবার সকালে কলকাতা পৌঁছে প্রায় দশটা নাগাদ আরও ৩০০ হজ-যাত্রী নিয়ে উড়ে যায় জেড্ডায়। এ বার থেকে প্রতি দিনই কলকাতা থেকে দু’টি বিমান হজযাত্রীদের নিয়ে জেড্ডায় উড়ে যাবে। |