হাসপাতালে মৃত্যু হল এক রায়নার তৃণমূল সমর্থকের। নাম আনসার মণ্ডল (৫৪)। বাড়ি মাছখান্ডা গ্রামে। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “শনিবার বিপিএল তালিকার চাল বিলি নিয়ে মাছখান্ডায় সংঘর্ষ হয়েছিল। তাতে তৃণমূলের তিন সমর্থক আহত হন। দু’জনকে কলকাতার এসএসকেএম হাসপাতাল এবং এক জনকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। তবে আনসার মণ্ডল সংঘর্ষে আহত হয়েছিলেন বলে কেউ পুলিশে অভিযোগ দায়ের করেনি। মৃতদেহের ময়না-তদন্ত করানো হয়েছে।”
|
হিজলগড়া গ্রামে একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। আসানসোল কমিশনারেটের এসিপি সুনীলকুমার যাদব এবং ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত কমিশনার চন্দ্রশেখরের নেতৃত্বে পুলিশ বাহিনী শেখ টিকুর বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে তিনটি সাডেল ব্যারেল, ৫০ রাউন্ড কার্তুজ, দু’টি ম্যাগাজিন ও তিনটি মাস্কেট উদ্ধার করে পুলিশ। সুনীলবাবু জানান, শেখ টিকুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ভোরে কালনার নান্দাই পঞ্চায়েতের নতুনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সিরাজুল। তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে বেশ কিছু ডাকাতির অভিযোগ রয়েছে। অন্য দিকে, কালনা থানার পুলিশ সুলতানপুর এলাকার দু’টি আতসবাজি কারখানায় অভিযান চালায়। নষ্ট করে দেওয়া হয় বেশ কিছু বাজি ও উপকরণ। একরামূল শেখ ও আলিন শেখ নামে ওই দুই বাজি প্রস্তুতকারকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ওই দুই ব্যক্তি অনুমোদনের থেকে বেশি সংখ্যক বাজি তৈরি করেছিলেন। |