সম্প্রতি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কনেকনগর সৃষ্টিধর ইনস্টিটিউটের উদ্যোগে স্কুলমাঠে এক ফুটবল প্রতিযোগিতার আসর বসেছিল। চারট দলে ভাগ করে খেলানো হয় ছাত্রছাত্রীদের। ফাইনালে ওঠে ইয়োলো ও গ্রিন দলের খেলোয়াড়রা। ফাইনালে নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল করায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ইয়োলো দল ৩-২ গোলে হারিয়ে দেয় গ্রিন দলকে। জয়ী দলের হয়ে গোল করেন কৃষ্ণেন্দু মণ্ডল, দেবপ্রসাদ মণ্ডল ও তপন সর্দার। ইয়োলো-র হয়ে গোল করেন বাপন সর্দার ও আবু সহিদ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাপন সর্দার। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন বাপি মণ্ডল। খেলা পরিচালনা করেন ইউনুস আলি।
|
সম্প্রতি বসিরহাটের সোলাদানা নারায়ণপুর অনুশীলনী সঙ্ঘের পরিচালনায় দু’দিনের এক ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। বসিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও দেগঙ্গা, বনগাঁ থেকেও কয়েকটি ক্লাব প্রতিযোগিতায় অংশ নেয়। স্থানীয় ফুলবাড়ি হাইমাদ্রাসা ময়দানে ১৬ দলের ওই প্রতিযোগিতার ফাইনালে ওঠে গাবতলা মিলন সঙ্ঘ ও বলদেপোতা সবুজ সঙ্ঘ। ফাইনালে মিলন সঙ্ঘ ২-০ গোলে সবুজ সঙ্ঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
|
তৃণমূলের হাবরার পায়রাগাছি বেড়গুম শাখার পরিচালনায় রবিবার হয়ে গেল আট দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতা। পায়রাগাছি মিলন সঙ্ঘের মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বেড়গুম ওরাং পাড়া আদিবাসী কল্যাণ সঙ্ঘ। ফাইনালে টাইব্রেকারে ২-১ গোলে তারা হারিয়ে দেয় পায়রাগাছি মিলন সঙ্ঘকে। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন পায়রাগাছির ওই দলটির গোলকিপার সোমেন সিকদার। খেলা চলাকালীন এক জনের সঙ্গে বচসার সময়ে ইটের ঘায়ে মাথা ফাটে অন্যতম উদ্যোক্তা জয়দেব শূরের। |