তৃণমূলের জেলা সম্মেলন হুগলিতে |
রাজ্যের সব জেলায় দলকে ঢেলে সাজার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই উদ্যোগেরই অঙ্গ হিসাবে রবিবার হুগলিতে দলের জেলা সম্মেলন হল। এ জন্য হুগলি-চুঁচুড়া পুরসভার সভাগৃহে সাংগঠনিক আলোচনাসভার আয়োজন করা হয়।
এ দিনের সম্মেলনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় এবং দলীয় নেতা সুব্রত বক্সি। জেলার সব দলীয় সাংসদ, মন্ত্রী, বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ব্লক স্তরের নেতা-কর্মীরা সভায় হাজির ছিলেন। গণ্ডগোল এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
মুকুলবাবু পরে সাংবাদিকদের বলেন, “রাজ্যে সব জেলায় দলকে ঢেলে সাজার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২ নভেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বভারতীয় সম্মেলন হবে। সেখানেই ঠিক হবে, দলের রাজ্য কমিটিতে কারা কারা থাকবেন।” তৃণমূলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন, “ব্লক স্তর পর্যন্ত দলের নেতা-কর্মীদের সঙ্গে মুকুলবাবু এবং সুব্রতবাবু আলোচনা করেছেন। ব্লক থেকে রাজ্য কমিটির সদস্য পদের জন্য যে সব নাম প্রস্তাব করা হয়েছে, তা নিয়েও আলোচনা হয়।” পাশাপাশি, দলের সব কর্মী ও নেতাদের মধ্যে যাতে কোনও রকম বিভেদ সৃষ্টি না হয়, সে জন্য ওই সভায় সংযত ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও এ দিন জানিয়েছেন তপনবাবু।
|
সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন দুই মৎস্যজীবী। শনিবার সন্ধ্যায় নয়াচরের কাছে ওই ঘটনার খবর পেয়ে উপকূলরক্ষীরা শান্তি রং ও মঙ্গল মাখাল নামে হাওড়ার দুই মৎস্যজীবীকে উদ্ধার করে আনে এবং হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য রবিবার দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। দু’জনেরই বাড়ি হাওড়ার বাগনানের দেগ্রামে। নিজেদের ট্রলারে করেই রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন ওই দুই মৎস্যজীবী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ডহারবার থেকে নয়াচর হয়ে প্রতিদিনই হলদিয়ার পাতিখালিতে মাছ বিক্রি করতে আসেন ওই দুই মৎস্যজীবী। এ দিন আচমকাই মাঝসমুদ্রে তাঁদের ট্রলারে হামলা চালায় দুষ্কৃতীরা। ইতিমধ্যে আশপাশের মৎস্যজীবীদের ট্রলারগুলি সাহায্য করতে এগিয়ে এলে বেগতিক বুঝে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। সে সময়ই ওই দুই মৎস্যজীবীর গুলি লাগে। মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি বলেন, “উপকূলবর্তী থানাগুলিকে ঘটনার কথা জানানো হয়েছে। তদন্ত চলছে। তবে, এখনও পর্যন্ত দুষ্কৃতীদের শনাক্ত করা যায়নি।”
|
দুই দুষ্কৃতী ধৃত উত্তরপাড়ায় |
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপাড়ার আইসি অসিত সাউয়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উত্তরপাড়ার রেল লাইন-সংলগ্ন মনমোহন উদ্যান থেকে মহম্মদ উজির শেখ এবং মহম্মদ জালাল শেখ নামে ওই দু’জনকে ধরে। তাদের বাড়ি বহরমপুরের গোরাবাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, একটি ছুরি ও কার্তুজ মিলেছে। তাদের বিরুদ্ধে রেলে ডাকাতি, ছিনতাই-সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এরা বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ করে নানা ধরনের অপরাধ সংগঠিত করত।
|
বাগনানের রবিভাগ গুলবাগ হাইমাদ্রাসার পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জিতল কংগ্রেস। নির্বাচন হয় রবিবার। ৬টি আসনেই জিতে যান কংগ্রেস প্রার্থীরা। এর আগে পরিচালন সমিতি ছিল সিপিএমের দখলে। এ বারে তারা প্রার্থীই দেয়নি। |