টুকরো খবর
রাস্তার নামে আপত্তি
ওল্ড হাসিমারার রাস্তার নাম নিয়ে প্রশাসনের কাছে আপত্তি জানাবে কালচিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দল আরএসপি। কিছুদিন আগে আদিবাসী বিকাশ পরিষদের তরফে ওল্ড হাসিমারা চৌপথির নাম কার্তিক ওরাঁও চক রাখা হয়। তাতে আপত্তি তুলেছেন, আরএসপি নেতা জন ফিলিপ খালকো। পূর্ত দফতরের নিবার্হী বাস্তুকার তাপস কুমার সাহা বলেন, “রাস্তার নামকরণে সরকারি অনুমোদনের প্রয়োজন। তবে ওল্ড হাসিমারার চৌপথির নামকরণ নিয়ে তথ্য নেই। লিখিত অভিযোগ পেলে খোঁজ নিয়ে দেখব।” আদিবাসী বিকাশ পরিষদের জয়গাঁ হাসিমারার আঞ্চলিক কমিটির সভাপতি রাজু বরা বলেন, “কার্তিক ওরাঁও আদিবাসী বিকাশ পরিষদের সবর্ভারতীয় নেতা এবং তিনি বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা তাঁর নামে ওল্ড হাসিমারা চৌপথির নাম রেখেছি। এলাকার সাধারণ মানুষের আবেগের কথা চিন্তা করে রাস্তার নাম রাখা হয়েছে। অহেতুক বিতর্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে।”

পথে বিদ্বজ্জনেরা
উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে বিধায়ককে অসম্মানের অভিযোগে এ বার রাস্তায় নামলেন বিদ্বজ্জনদের একাংশ। রবিবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের আবাসনে গিয়ে পুলিশ সুপাররের শাস্তির দাবিতে স্মারকলিপি দেয় রায়গঞ্জ কালচারাল ফোরামের সদস্যরা। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া জানিয়েছেন, পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার তাঁর নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ সুপারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। বাসিন্দাদের একাংশও পুলিশ সুপারের সমর্থনে সাক্ষর সংগ্রহে নেমেছেন। ফোরামের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “বিধায়ক মোহিত সেনগুপ্ত একটি অনুষ্ঠানে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তুললে পুলিশ সুপার প্রকাশ্যে বিবৃতি দিয়ে তাঁকে অসম্মান করেছেন।” কংগ্রেসের তরফে পুলিশ সুপারের বিরুদ্ধে মুখ্য সচিব, রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি এবং জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। আজ, সোমবার বিধানসভার স্পিকার এবং রাজ্য পুলিশের ডিজি’র সঙ্গে দেখা করবেন পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, “আমাকে রাজনৈতিক চক্রান্তের শিকার করা হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। ডিজি এবং স্পিকারকে যা জানাবার বলব।” তৃণমূলের দাবি, মোহিতবাবু প্রকাশ্যে পুলিশ সুপারের সামনে অভিযোগ তুলে ঠিক করেননি। মোহিতবাবু বলেন, “বিধায়ক হিসাবে আমাকে অসম্মান করে পুলিশ সুপার গণতন্ত্রের প্রতি অমর্যাদা করেছেন।”

মন্ত্রীকে অভিযোগ
আলিপুরদুয়ার মহকুমা হাসপাতলের প্রতি গুরুত্ব দিচ্ছেন না জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কাছে এই অভিযোগ জানাল আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। গৌতমবাবু বলেন, “অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু ফোন করে জলপাইগুড়ির জেলা স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ জানিয়েছেন। জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার বলেন, “শনিবার আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে গিয়ে জানতে পারি সাপে কাটার প্রতিষেধক নেই। সপ্তাহ খানেক আগে মহকুমা হাসপাতালের তরফে প্রতিষেধক চাওয়া হলে জেলা থেকে তা নিয়ে যেতে বলা হয়। কেউ আসেননি। শনিবার আলিপুরদুয়ার হাসপাতালের আধিকারিকদের তিরস্কার করেছি। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের তরফে জেলা হাসপাতালের সাথে সঠিক ভাবে যোগাযোগ করা হচ্ছে না। তাতে সমস্যা হচ্ছে।”

পুলিশ হেফাজতে তৃণমূল নেতা
বেআইনি অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগে তৃণমূলের কিসান অঞ্চল কমিটির সভাপতিকে ১০ দিনের জন্য নিজেদের হেপাজতে নিল পুলিশ। গত বুধবার রাতে মাদারিহাটের দলদলি গ্রামের কাছে ৬ ঘরা রিভালবার ও ৩ রাউন্ড বুলেট সহ পুলিশের হাতে ধরা পড়েন মাদারিহাটের রাঙ্গালিবাজনা অঞ্চলের কিসান তৃণমূলের অঞ্চল সভাপতি সুভাষ কার্জি ও তার সঙ্গী রঞ্জিত কার্জি। তারা অস্ত্র কারবারের সঙ্গে অনেকদিন ধরে জড়িত বলে পুলিশের সন্দেহ। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “ধৃতকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। তার থেকে বেআইনি অস্ত্র কারবারের সূত্র মিলবে বলে আমাদের আশা।” তৃণমূলের মাদারিহাট ব্লক সভাপতি পঙ্কজ দাস বলেন, “সুভাষবাবু কিসান তৃণমূলের সভাপতি। অন্যায় করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রমিকদের সম্মেলন
রাজ্যে পরিবর্তনের পর চা বাগান মালিকরা এই প্রথম এক ধাপে ২৫ টাকার বেশি মজুরি বাড়াতে প্রস্তাব দিয়েছেন। বাম আমলে যেখানে ২-৩ টাকার বেশি মজুরি বাড়েনি সেখানে শ্রমিকদের কাছে নয়া সরকারের সদিচ্ছার কথা জানাতে প্রচারের মাধ্যমে সংগঠন বাড়ানোর পরামর্শ দিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি দোলা সেন। রবিবার দুপুরে ডুয়ার্সের বীরপাড়া ধর্মশালায় তৃণমূলের চা শ্রমিক সংগঠনের সম্মেলনে ডুয়ার্সের কয়েকশো চা শ্রমিকের উপস্থিতিতে দোলা দেবী অভিযোগ করেন, অতীতে শ্রমিক ও মালিক আঁতাতে চা শ্রমিকরা কম হারে মজুরি নিতে বাধ্য হয়েছেন। মালিকদের পাশাপাশি বাম সরকার ও শ্রমিক ইউনিয়ন গুলির ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মালিকেরা যেমন অনেকটা বেশি হারে শ্রমিকদের দিতে রাজি হচ্ছেন পাশাপাশি মজুরি বৃদ্ধি নিয়ে বাগান অচল হচ্ছে না। আলোচনায় সমাধান সূত্র বের হচ্ছে।” এই প্রথম মালিকদের থেকে আদিবাসীরা সবেতন করম পুজোর ছুটি আদায় করতে পেরেছে বলে দাবি করে তিনি জানান, বাগানের শ্রমিকদের স্বাস্থ্য বিমা নেই। বাসস্থান ভাল নয়। চিকিৎসা তলানিতে। নয়া সরকার মজুরি চুক্তি ফয়সালা হওয়ার পর একে একে শ্রমিকদের নানান অসুবিধা দূরীকরণ নিয়ে মালিকদের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাবে। শ্রমিকরা যাতে ১০০ দিনের মত দিনে ১৩০ টাকা মজুরি পান তা তাঁদের সংগঠন দেখবে বলে জানান। তাঁর কথায়, “সমস্যা নিয়ে মালিক ও ইউনিয়ন নেতাদের দ্বিপাক্ষিক চলবে না। সেখানে শ্রমিক নেতাদের পকেট ভরে, আখেরে সাধারণ শ্রমিকদের লাভ হয় না। সেই জন্য আমরা সরকারকে সমস্ত সমস্যা ত্রিপাক্ষিক ভাবে মেটানোর জন্য বলব।” এদিনের সভায় জোয়াকিম বাক্সলা, পবন লাকড়া, মানিক দে প্রমুখ ভাষণ দেন।

পুলিশি অভিযান
কালীপুজোয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রেখে শিলিগুড়িতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গত তিন দিনে বেআইনি ভাবে শব্দবাজি বাজি বিক্রি, মদ, জুয়ার ঠেকে হানা দিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি, “কালীপুজোর দিকে লক্ষ্য রেখে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিশকে। জোর করে চাঁদা আদায় বা নিষিদ্ধ শব্দবাজি ব্যবহারেও কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।”গত তিনদিনে দার্জিলিং জেলা পুলিশ শিলিগুড়ি, প্রধাননগর, বাগডোগরা, খড়িবাড়ি, নকশালবড়ি ও ফাঁসিদেওয়া থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে। শনিবার শিলিগুড়ি থানার টিকিয়াপাড়ায় একটি পিকআপ ভ্যান ভর্তি করে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় পুলিশ গিয়ে গাড়িটি আটক করে। ২১ হাজার শব্দবাজি আটক করা হয়। ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন রাতেই মাটিগাড়ার আঠারখাই এলাকায় একটি মেলায় চলা জুয়ার আসরে হানা দেয় পুলিশ। ৩ জনকে গ্রেফতারের পাশাপাশি বেশ কিছু টাকা আটক করা হয়ছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত তিনদিনে ১ হাজার কেজি শব্দবাজি, ৪০০ লিটার মদ আটক করা হয়েছে।

মারধরের অভিযোগ
রাতে বহিরাগত যুবককে হস্টেলে ডাকার জেরে ডিএসও’র এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে এসএফআই’এর ছাত্রদের একাংশের বিরুদ্ধে। রবিবার রাতে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ হস্টেলে ঘটনাটি ঘটেছে। হস্টেলের আবাসিক ডিএসও’র ওই ছাত্র দীপক কুমার গিরি পুলিশে অভিযোগ জানিয়েছেন। পাল্টা অভিযোগ জানানো হয়েছে, হস্টেল মনিটর তথা এসএফআই-এর ছাত্র নেতার তরফে। প্রহৃত ছাত্র দীপকের অভিযোগ, মেডিক্যাল কলেজের জুনিয়র বয়েজ হস্টেলের এক ছাত্র এ দিন রাতে তাঁর কাছে এসেছিল। তা নিয়ে হইচই শুরু করে এসএফআই-এর ছাত্ররা। তিনি বলেন, “ওই ছাত্রকে সঙ্গে নিয়ে হস্টেলের বাইরে যেতে গেলে এসএফআই ছাত্র নেতা অভিষেক দাস গেট আটকে আমাকে মারধর করেন।” এসএফআই-এর ডেন্টাল কলেজ ইউনিটের সভাপতি অভিষেক দাস বলেন, “রাত সাড়ে ১১ টা নাগাদ দীপক কুমার গিরি বহিরাগত এক যুবককে হস্টেলে ডেকে আনে। আগামী ২০ অক্টোবর কলেজের ছাত্র সংসদের নির্বাচন। সে কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে হস্টেলের মনিটরের তরফে বহিরাগত যুবককে বাইরে যেতে বলা হয়। তা নিয়ে দীপক এবং ডিএসও’র অন্যান্য ছাত্ররা চড়াও হয়। আমাদের তরফে কাউকে মারধর করা হয়নি।”

সংঘর্ষ, জখম ২
অমুমতি না নিয়ে চা বাগানে ঢোকার অভিযোগকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে চা শ্রমিকদের সংঘর্ষে ২ জন জখম হয়েছেন। শনিবার রাতে ঘটনাটি ঘটে নকশালবাড়ি থানার মৌরিজোত লাগায়ো মেরিভিউ চা বাগানে। জখম ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনায় দুই পক্ষের তরফে তিনটি মামলা দায়ের করা হয়েছে প্রধাননগর থানায়। ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করা হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মেরিভিউ চা বাগানে মৌরিজোত গ্রামের বাসিন্দা যান। চা বাগানের রক্ষী তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় রক্ষীকে কয়েকজন যুবক লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ। ওই খবর বাগানে পৌঁছতেই শ্রমিকরা মৌরিজোত গ্রামে গিয়ে ২টি বাড়িতে ভাঙচুর চালান। কয়েকজন গ্রামবাসীকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ও র্যাফ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরে গ্রামের বাসিন্দারা পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান।

বেহাল রাস্তা
মেডিক্যাল কলেজ মোড় থেকে দুর্গামন্দির মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রায় ৬ মাস ধরে রাস্তার ওই অবস্থা হলেও সংস্কারে কারও কোনও হেলদোল নেই বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় মাটিগাড়া-১ পঞ্চায়েতের তরফে অবশ্য দাবি করা হয়েছে, রাস্তা সংস্কারের ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের তরফে প্রশাসনকে বলা হয়েছে। বাসিন্দারা জানান, সংস্কারের অভাবে মেডিক্যাল কলেজ মোড় থেকে দুর্গামন্দির পর্যন্ত রাস্তাটি ভেঙেচুরে বেহাল। সবাইকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ। যে সব রোগীরা চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাচ্ছেন, তাদেরও দুর্গতির শেষ নেই বলেও বাসিন্দাদের অভিযোগ।

দুর্ঘটনায় মৃত্যু
সার্কাস দেখে ফেরার পথে চাকা খুলে গাড়ি উল্টে যাওয়ায় ১ বালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০ টা নাগাদ বীরপাড়া থানার রহিমপুর চা বাগানে কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ৫ জন শিশু-সহ ১০ জন। তাঁরা সকলেই ভুটানের বাসিন্দা। বীরপাড়ায় সার্কাস দেখে ছোট গাড়িতে করে ফিরছিলেন। আচমকা গাড়ির চাকা খুলে গেলে বিপত্তি ঘটে। জখমদের বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দূরদর্শনের প্রতিষ্ঠা সম্প্রচার
দূরদর্শন কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুষ্ঠান বাসিন্দাদের দেখার সুযোগ করে দিতে সম্প্রচার করা হচ্ছে। আগামী সোমবার এবং মঙ্গলবার তা দেখানো হবে। গত ১৩ সেপ্টেম্বর জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতি কলাকেন্দ্রে দিনটি আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়। জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্রের উদ্যোগে কবি বেণুদত্ত রায়, নাট্য ব্যক্তিত্ব সমর চৌধুরী, শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য-সহ অনেকে গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। দূরদর্শন কেন্দ্রের অনুষ্ঠান বিভাগের প্রধান এসএন সিংহ জানান, প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজনদের সংবর্ধনা জানানো হবে।

শিলিগুড়িতে উত্তরবঙ্গ বইমেলা
আগামী ১২ নভেম্বর থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে উত্তরবঙ্গ বইমেলা শুরু হচ্ছে। গ্রেটার শিলিগুড়ি পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই মেলা ২৯ বছরে পা রাখল। তারা জানান, কলকাতা, দিল্লি, মুম্বাই, প্রতিবেশী নেপাল এবং বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকাশনী সংস্থা মেলায় আসবে। বইমেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠান হবে। দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ২১ নভেম্বর পর্যন্ত বইমেলা চলবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.