ফি বৃদ্ধির প্রতিবাদে সিউড়ির একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা কলেজের মূল গেটে তালা দিয়ে দেন। এর ফলে শনিবার ওই কলেজের কোনও বিভাগে ক্লাস হয়নি। দুপুরের দিকে অবশ্য অফিসের কাজকর্ম করার জন্য তাঁরা তালা খুলে দেন।
|
জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত চার মহিলা-সহ ১০ জন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে পুলিশ তাঁদের ধরে। রবিবার পুরুলিয়া আদালতে ধৃতদের তোলা হলে বিচারক ১০ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। তবে, নিহত বধূর স্বামী খুনের ঘটনায় অভিযুক্ত বনমালি সিং সর্দারকে অবশ্য পুলিশ ধরতে পারেনি। পুলিশ জানিয়েছে, ধৃত বারু সিং সর্দার, শ্রীমতী সিং সর্দার, শকুন্তলা সিং সর্দার, আশা সিং সর্দার, সুবল সিং সর্দার, নাড়ু সিং সর্দার, সুধাংশু সিং সর্দার, অনিল সিং সর্দার, বৈদ্যনাথ সিং সর্দার ও রঞ্জিত সিং সর্দার বনমালির পড়শি। মানবাজার থানার আনন্দপুর গ্রামে তাঁদের বাড়ি। শুক্রবার রাতে মানবাজার থানার আনন্দপুর গ্রামের বাউরি পাড়ায় ঘর থেকে তুলে জয়দেব বাউরি ও তাঁর প্রণয়ী পিয়া সিং সর্দারকে খুন করা হয়। পিয়ার স্বামী বনমালি দলবল নিয়ে এসে টাঙ্গি, কুড়ুল দিয়ে ওই দু’জনকে খুন করেছিল বলে অভিযোগ। কয়েক মাস আগে জয়দেব ও পিয়া নিজেদের সংসার ছেড়ে পালিয়ে গিয়ে মানবাজারে আলাদা সংসার পেতেছিলেন।
|
মুখ ঝলসে যাওয়া অজ্ঞাতপরিচয় এক তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে বেলিয়াতোড় থানার বহড়াখুল্যা গ্রাম সংলগ্ন একটি জঙ্গলে ওই তরুণীর দেহ দেখতে পান। পুলিশ জানায়, মৃতদেহের পাশে একটি ভাঙা একনলা বন্দুক পড়েছিল। পুলিশের অনুমান, প্রথমে বন্দুক দিয়ে ওই তরুণীর মাথায় আঘাত করা হয়। পরে গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পরিচয় গোপন রাখতে কেরোসিন দিয়ে মুখটি পুড়িয়ে দেওয়া হয়। বাঁকুড়া পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনার তদন্ত চলছে।
|
বধূকে পুড়িয়ে মারার অভিযোগে ১৪ দিন জেলহাজত হল যুবকের। মৃতার নাম সীমা দে (৩২)। বাড়ি বাঁকুড়া সদর থানার কদমাঘাটিতে। গত বুধবার অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করেছিলেন শ্বশুরবাড়ির লোকজন। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। এর পরেই স্বামী সুবর্ণ দে, শ্বশুর অনন্ত দে ও শাশুড়ি যনুনাদেবীর বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ করেন মৃতার বাবা লোচন ধবল। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে সুবর্ণকে গ্রেফতার করে। রবিবার তাঁকে আদালতে তোলা হয়।
|
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম ভজকৃষ্ণ মণ্ডল। ইঁদপুর থানার গড়দুয়ারা গ্রামে তাঁর বাড়ি। তিনি স্থানীয় ব্রাম্ভ্রণডিহা হাইস্কুলের শিক্ষক। রবিবার তাকে খাতড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক কলেজ ছাত্রী ভজকৃষ্ণের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ শনিবার সকালে থানায় দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ভজকৃষ্ণকে তাঁর স্কুল থেকে পুলিশ গ্রেফতার করে। তরুণীর অভিযোগ, গত পাঁচ বছর ধরে ভজকৃষ্ণের সঙ্গে তাঁর ভালবাসার সর্ম্পক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেন। কিন্তু মাস দু’য়েক আগে শিক্ষকতার চাকরি পাওয়ার পরে ভজকৃষ্ণ তাঁকে বিয়ে করতে অস্বীকার করে। অভিযুক্ত শিক্ষকের বাবা সুনীলবরণ মণ্ডল দাবি করেন, “আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা হতে পারে।”
|
পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে বীরভূমের মাড়গ্রামে অবস্থিত রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবনের কাছ থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে ওই ব্যক্তিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। অন্য দিকে, শনিবার দুপুরে দুবরাজপুর থানা এলাকায় বক্রেশ্বর নদ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ওই দিন সকালে নদে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
মোটরবাইকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর সঙ্গী এক মহিলা। রবিবার দুপুরে বোলপুর শহরের বাঁধগোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতার নাম সুনি হেমব্রম (৫৫)। এই দুর্ঘটনার পরে ক্ষুব্ধ বাসিন্দারা কিছু ক্ষণ পথ অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। |