শ্রমিকেরা বোনাসের দাবিতে আন্দোলন শুরু করায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দিল মালিক পক্ষ। শনিবার রাতে সাঁতুড়ির ওই স্পঞ্জ আয়রন কারখানার দরজায় ‘সাসপেনশন অব ওয়ার্কের’ নোটিস দেওয়া হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার শতাধিক শ্রমিকেরা পুজোর আগে বোনাসের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। তাঁদের সমর্থন জানিয়েছিল তৃণমূল ও সিপিএমের দুই শ্রমিক সংগঠনই। পুলিশের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক পক্ষ আলোচনায় বসে সিদ্ধান্ত নেয়, দু’দফায় বোনাসের টাকা দেওয়া হবে।
শ্রমিকদের মধ্যে গৌতম মাঝি, শিবশঙ্কর মাণ্ডিদের অভিযোগ, “বোনাসের প্রথম কিস্তির টাকা দিলেও কর্তৃপক্ষ দ্বিতীয় কিস্তির টাকা দেয় নি। তাই শনিবার সকাল থেকে কারখানার মূল দরজার বাইরে ও কারখানার ভিতরে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।” সন্ধ্যায় কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নোটিস দেয়। রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি বলেন, “শ্রমিকদের বোনাস না দিয়ে কারখানা বন্ধ করে কর্তৃপক্ষ ঠিক কাজ করেনি। প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছি।” রঘুনাথপুরের সহকারী শ্রম কমিশনার অশোককৃষ্ণ সাহা বলেন, “নিয়ম অনুযায়ী কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের বোনাস দিতেই হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” রঘুনাথপুরের এসডিও আবিদ হোসেন বলেন, “এ দিন কারখানা কর্তৃপক্ষ সমস্যার সমাধান চেয়ে অনুরোধ জানিয়েছেন। উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসব।” চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। |