টুকরো খবর
নকশালকর্মী খুনে ফের তদন্তের দাবি বন্দিমুক্তি কমিটির
নকশালকর্মী তথা কলেজ পড়ুয়া সিদ্ধার্থ মিত্রকে রাজনগরের তাঁতিপাড়া গ্রামে প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনার নতুন করে তদন্তের দাবি জানাল বীরভূম জেলা বন্দিমুক্তি কমিটি। রবিবার সিউড়িতে অনুষ্ঠিত কমিটির কর্মিসভায় এই দাবি তোলেন জেলার প্রবীণ নকশাল নেতা শৈলেন মিশ্র। কর্মিসভায় উপস্থিত মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের সামনে তিনি বলেন, “১৯৭১ সালে জেল থেকে নিয়ে গিয়ে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়েছিল সিদ্ধার্থ মিত্রকে। সেই সময় জেলাশাসক ছিলেন মণীশ গুপ্ত, জেলা পুলিশ সুপার ছিলেন অমিয় সামন্ত, জেলর কমল বন্দ্যোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে নতুন করে তদন্ত করা হোক।” তাঁর দাবি, গত ৭০-৭১ সালে জেলায় মোট ৬২ জন নকশাল কর্মী খুন হয়েছেন। কিন্তু সিদ্ধার্থ মিত্রকে জেল থেকে নিয়ে গিয়ে খুন করা হয়। তাই এ ব্যাপারে তদন্ত হওয়া দরকার। কারণ নতুন সরকার বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে। এই দাবি রাজ্য সরকারের কাছে পাঠাবে বন্দিমুক্তি কমিটিই। এ দিন মাওবাদীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সাত দিন সময় প্রসঙ্গে সুজাত ভদ্র বলেন, “এটি সাত দিনের বিষয় নয়। আরও সময় দরকার। আলোচনা চলুক। আশা করি শান্তি প্রতিষ্টা সম্ভব হবে।” এ দিনের সভায় শনিবার ঝাড়গ্রামে জনসভায় মাওবাদীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর শব্দ ব্যবহার নিয়ে সমালোচনা হয়। পাশাপাশি আরও দাবি ওঠে, ২০০৭ সালে বীরভূমে রেশন বিদ্রোহ কাণ্ডে ১০০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল, তেমনি রাজনগরে ১৮ জন নকশালকর্মীকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা ৯০ দিন করে জেলও খেটেছেন। ওই দু’টি মামলা নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। এই দাবি তুলে দেওয়া হয় সুজাত ভদ্রের হাতে। ওই অনুষ্ঠানে অন্যতম বক্তা ছিলেন রাজ্য বন্দিমুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস।

পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার
মোটরবাইকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর সঙ্গী এক মহিলা। রবিবার দুপুরে বোলপুর শহরের বাঁধগোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুনি হেমব্রম (৫৫)। ওই এলাকায় তিনি থাকেন। রাস্তার পাশে সুনিদেবীরা দাঁড়িয়েছিলেন। দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক তাঁদের ধাক্কা মারে। দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। বোলপুর প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অবশ্য আঘাত গুরুতর না হওয়ায় তাঁর সঙ্গীকে প্রাথমিক চিকিৎসা করার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনার পরে ক্ষুব্ধ বাসিন্দারা কিছু ক্ষণ পথ অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানিয়েছে, বাইকটি আটক করা হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চলছে।

দু’টি দেহ উদ্ধার
পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে মাড়গ্রামে অবস্থিত রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবনের কাছ থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে ওই ব্যক্তিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। অন্য দিকে, শনিবার দুপুরে দুবরাজপুর থানা এলাকায় বক্রেশ্বর নদ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ওই দিন সকালে নদে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গয়না চুরির নালিশ
বাস থেকে নামার সময় এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে সোনার গয়না বের করে নেওয়ার অভিযোগ উঠল আর এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটে দুবরাজপুর থানার সামনে। সান্ত্বনা দাস নামে ওই যাত্রী থানায় লিখিত অভিযোগ অভিযোগ জানানোর পাশাপাশি ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ চলছে। খোওয়া যাওয়ার গয়নার হদিশ মেলেনি।

কলেজে তালা

ফি বৃদ্ধির প্রতিবাদে সিউড়ির একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা কলেজের মূল গেটে তালা দিয়ে দেন। এর ফলে শনিবার ওই কলেজের কোনও বিভাগে ক্লাস হয়নি। দুপুরের দিকে অবশ্য অফিসের কাজকর্ম করার জন্য পড়ুয়ারা তালা খুলে দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.