বত্রিশ বছর আগে, ১৯৭৯ সালে, আজকের দিনটিতে নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করেছিল, সে বছরের শান্তি পুরস্কার দেওয়া হবে মাদার টেরিজাকে। এ বছরের নোবেল শান্তি পুরস্কারও পাচ্ছেন, এক জন নয়, তিন জন নারী: লাইবেরিয়ার এলেন জনসন সারলিফ ও লেমা জিবোউই এবং ইয়েমেনের তাওয়াকেল কারমান। প্রসঙ্গত, ১৯০৫ সালে যে নারী প্রথম নোবেল শান্তি পুরস্কার পান, তিনি অস্ট্রিয়ার বার্থা ভন সাটনার। এবং স্মরণীয়, ২০০৪ সালের শান্তি পুরস্কার বিজয়িনী, কেনিয়ার ওয়াঙ্গারি মাথাই সম্প্রতি প্রয়াত হয়েছেন। |
• ফ্লোরেন্স নাইটিঙ্গেল (১৮২০ - ১৯১০) ছিলেন এক প্রসিদ্ধ ইংরেজ নার্স, লেখক এবং রাশিবিজ্ঞানী। তিনি রাত্রিবেলায় ঘুরে ঘুরে রোগীদের দেখভাল করতেন, সেই সূত্রে তাঁর নাম হয়েছিল ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’। ১৮৬০ সালে লন্ডনের সেন্ট টমাস হসপিটাল-এ তিনি নার্সিং স্কুল তৈরি করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে সেটিই ছিল দুনিয়ার প্রথম নার্সিং স্কুল। বস্তুত, এই প্রতিষ্ঠানের হাত ধরেই নার্সিং একটি পেশা হিসেবে স্বীকৃত হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেই নার্সিং স্কুলটি এখন লন্ডনের কিংস কলেজের অংশ। প্রশিক্ষণ শেষ করে কাজে যোগ দেওয়ার আগে নার্সরা যে শপথবাক্যগুলি উচ্চারণ করেন, সেগুলিকে ‘নাইটিঙ্গেল প্লেজ’ বলা হয়। তাঁর জন্মদিন, ১২ মে, প্রতি বছর ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে উদ্যাপিত হয়।
• রানিখেত জায়গাটির নাম এসেছে স্থানীয় এক লোককথা থেকে। কথিত আছে, এখানেই রাজা সুধারদেব পদ্মিনীর মন জয় করেছিলেন। রানি পদ্মিনী পরে এই জায়গাটিকে তাঁর বাসস্থান হিসেবে বেছে নেন। সেই সূত্রেই রানিখেত নামটি।
• ১২৩৬ সালে দিল্লির গদিতে বসেন প্রয়াত সুলতান শামস-উদ-দিন ইলতুতমিশের মেয়ে রাজিয়া। ইলতুতমিশই দিল্লির প্রথম সুলতান, যিনি মৃত্যুর আগে নিজের মেয়েকে উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত করেছিলেন।
• শাহজাহানের স্বনামধন্য পত্নী মুমতাজ মহল নাকি এক বার সৈনিকদের ব্যারাক পরিদর্শনে গিয়ে দেখেছিলেন, তারা পুষ্টিকর খাবার পায় না। তখন ভাত, মাংস আর মশলা দিয়ে এমন একটি খাবার তৈরি করলেন, যেটি সুস্বাদু এবং পুষ্টিকর। সেটিই বিরিয়ানি।
• লন্ডনের রয়াল অ্যালবার্ট হলের কর্তারা কম্পিউটারের সাহায্যে লতা মঙ্গেশকরের কণ্ঠস্বরের একটি গ্রাফ তৈরি করেন এবং ঘোষণা করেন, সেটিই দুনিয়ার ‘সবচেয়ে ত্রুটিহীন’ কণ্ঠস্বর। |
১ তিনিই একমাত্র মহিলা, যিনি দু’বার নোবেল পুরস্কার পেয়েছেন, এক বার (১৯০৩) পদার্থবিদ্যায়, এক বার (১৯১১) রসায়নে। কে তিনি? ২ ইন্দিরা গাঁধীকে ‘প্রিয়দর্শিনী’ নামটি কে দিয়েছিলেন? ৩ গ্র্যান্ড স্ল্যাম টেনিস-এ কোন ভারতীয় মেয়ে প্রথম ক্রম-সংখ্যা (সিড) অর্জন করেছেন? ৪ কোন প্রসিদ্ধ নারী ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল ছিলেন? ৫ অর্থনীতিতে একমাত্র নোবেলজয়ী মহিলা কে? |
১) মারি কুরি ২) রবীন্দ্রনাথ ঠাকুর
৩) সানিয়া মির্জা ৪) প্রতিভা পাটিল ৫) এলিনর অস্ট্রম |