|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
• কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগে হিউম্যান রিসোর্স এবং অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট-এর ওপর দু’বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর কোর্স করানো হবে। যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং/ মেডিক্যাল সায়েন্স/ পেশাদারি কোর্স/ সমতুল কোর্সে সাম্মানিক স্নাতক। বিশ্ববিদ্যালয়ের অফিস (ঠিকানা: ১, রিফরমেটরি স্ট্রিট, কলকাতা: ৭০০২০৭, সিক্সথ ফ্লোর) ফর্ম সংগ্রহ করা যাবে। এ ছাড়া অনলাইনের মাধ্যমেও এই ফর্ম পেতে পারে ছাত্রছাত্রীরা। ওয়েবসাইট: www.caluniv.ac.in
• টাটা ইনস্টিটিউট অব সোশাল সায়েন্সেস, মুম্বইতে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। যে সব বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হবে সেগুলি হল পাবলিক হেলথ্ ইন সোশাল এপিডেমিয়োলজি, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, গ্লোবালাইজেশন অ্যান্ড লেবার, পাবলিক হেলথ ইন হেলথ পলিসি, ইকনমিক্স অ্যান্ড ফিনান্স, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অ্যান্ড লেবার রিলেশনস, সোশাল অন্ত্রেপ্রেনিয়োরশিপ, ডেভেলপমেন্ট স্টাডিজ, এডুকেশন (এলিমেন্টারি), ডিসেবিলিটি স্টাডিজ অ্যান্ড অ্যাকশন, সোশাল ওয়ার্ক, মিডিয়া অ্যান্ড কালচারাল স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, হ্যাবিট্যাট পলিসি অ্যান্ড প্র্যাকটিস, উইমেনস্ স্টাডিজ, কাউন্সেলিং। যোগ্যতা: কমপক্ষে তিন বছরের মেয়াদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর। পরীক্ষা হবে ৪ ডিসেম্বর। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.tiss.edu
• জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ভুবনেশ্বর-এ ম্যানেজমেন্ট-এ বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। কোর্সগুলি: ১) দু’বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ২) দু’বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ৩) দু’বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট, ৪) পার্ট টাইমে তিন বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ৫) ফেলোশিপ প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট। প্রথম দুটি কোর্সে ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্যাট বা জ্যাট পরীক্ষায় বসতে হবে। তৃতীয় কোর্সের ক্ষেত্রে ক্যাট বা জ্যাট-এর ছাড়া ইরমা টেস্ট দিতে পারে ছেলেমেয়েরা। চতুর্থ কোর্সের ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর ফেলোশিপের ক্ষেত্রে ক্যাট, গেট, ইউ জি সি নেট, জ্যাট কিংবা এক্স আই এম বি রিসার্চ অ্যাপটিটিউড টেস্ট দেওয়া থাকলে চলবে। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: http://w3.ximb.ac.in/ |
|
|
|
• মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কনটেমপোরারি স্টাডিজ, ইন্ডিয়া অ্যান্ড চেঞ্জিং ট্রেন্ডস ইন ওয়ার্ল্ড ইকনমি, পার্সপেক্টিভ ইন ইন্ডিয়ান ডেভেলপমেন্ট-এর মতো বিষয়ে গবেষণার জন্য বৃত্তি দেবে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। প্রার্থীর সব স্তরে ভাল ফল থাকার পাশাপাশি, পিএইচ ডি ডিগ্রি এবং কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতা অথবা পোস্ট ডক্টরাল রিসার্চ-এর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: দি ডিরেক্টর, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, তিনমূর্তি হাউস, নয়াদিল্লি- ১১০০১১। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ অক্টোবর। ওয়েবসাইট: www.nehrumemeorial.com/fellowship.html
• পনেরোশো মেধাবী ছাত্রছাত্রীকে ‘বিদ্যাদীপ স্কলারশিপ’ দেবে সিকিম মণিপাল বিশ্ববিদ্যালয়। আই টি, ম্যানেজমেন্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ফ্যাশন, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, অ্যালায়েড হেলথ, বায়োটেকনলজি এবং বায়োইনফরমেটিক্স-এর মতো বিষয়ে নিয়ে পাঠরত ছাত্রছাত্রীরা এই বৃত্তি পাবে। স্কলারশিপের মধ্যে পড়ার খরচে একশো শতাংশ ফি মকুবেরও সুবিধা রয়েছে। উচ্চ মাধ্যমিক, স্নাতকস্তরে গড়ে ৬০ শতাংশ নম্বর থাকলে এই বৃত্তি পাওয়া যাবে। পনেরোশোর মধ্যে পাঁচশোটি স্কলারশিপ উত্তর পূর্বাঞ্চলের ছেলেমেয়েদের জন্য বরাদ্দ করা হয়েছে। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.smude.edu.in/Admissions/Pages/Scholarships.aspx |
|
|
|
|
|