গের সংখ্যায় আমরা খাবার সংক্রান্ত বিভিন্ন শব্দ, শব্দগুচ্ছ ও সেগুলির ব্যবহার নিয়ে আলোচনা করেছি। এ বারে আমরা কথা বলব একটু অন্য রকম বিষয় নিয়ে। ভ্রমণ। বন্ধুবান্ধব বা বাড়ির লোকজনদের নিয়ে বাইরে বেড়াতে আমরা সকলেই যাই। এবং অজানা জায়গায় গিয়ে অনেক রকমের অসুবিধার সম্মুখীনও আমাদের হতে হয়। যেমন নতুন জায়াগায় লোকে অনেক সময়েই রাস্তা হারিয়ে ফেলে এ দিক ও দিকে ঘুরে মরে। তেমন কোনও সমস্যায় পড়লে তুমি ইংরেজিতে কী ভাবে খোঁজখবর করবে, জানা থাকা ভাল।
ভ্রমণ নিয়ে আলোচনা করার মধ্যে আমরা প্রথমেই কয়েকটি অনুশীলন করে নেব। এখানে তোমাদের কয়েকটি কথোপকথনের অনুশীলন দিলাম। সঙ্গে রইল কয়েকটি শব্দগুচ্ছ
a) We’d like a map of the city,
b) Where does the bus leave from,
c) Where do we buy the tickets,
d) Can we leave our bags there,
e) Can you give us some information about,
f) How do we get there,
g) We’ll come and get them around 2 this afternoon,
h) We’d like a bed and breakfast for two or three nights.

তোমাদের কাজ হল অসমাপ্ত কথোপকথনের শূন্যস্থানে ঠিক শব্দগুচ্ছ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করা।
ছবি: সুমন চৌধুরী
ভ্রমণসঙ্গী ব্যাগ-সুটকেস নিয়ে কথা বলার ক্ষেত্রে—
A - Excuse me,1)
থাকবার জায়গার তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে
A- Hello, we’ve just arrived and 3)
পর্যটকদের তথ্য জানানোর বিষয়ে
A- Hello, can you help us? 5)
সংশ্লিষ্ট জায়গায় পৌঁছনোর ক্ষেত্রে
A- Excuse me, we want to get to Santa Cruz.7).
অনুশীলনের প্রথম কথোপকথনে A - Excuse me,1) ক্ষেত্রে Where do we buy the tickets শব্দগুচ্ছটি ব্যবহার করা যায়। বাকি অসম্পূর্ণ বাক্যগুলি এ ভাবেই করে ফেল।
উৎসবের কথা শুনলে প্রথমে তোমার কোন শহরের কথা মনে পড়ে? তুমি কি কখনও কোনও উৎসবে যোগ দিয়েছ? আচ্ছা, তা হলে তোমাকে একটা প্রশ্ন করি। এডিনবরা উৎসবের নাম শুনেছ? না? তা হলে বলি শোনো। এডিনবরা আন্তর্জাতিক উৎসব হল ইয়োরোপের শ্রেষ্ঠ কলা উৎসব। নিউ ইয়র্ক সিটি ব্যালে, দ্য বার্লিন ফিলহার্মনিক, দ্য ভিয়েনা ফিলহার্মনিক, ফ্রান্স, অস্ট্রিয়া থেকে থিয়েটার কোম্পানি, জাপান থেকে নাচের ট্রুপ গোটা বিশ্ব থেকে অনেক নামী দলই যোগ দেয় এই উৎসবে। প্রায় তিন সপ্তাহ ধরে একশো সত্তরটির কাছাকাছি নানা ধরনের অনুষ্ঠান হয় সেখানে। আর এই সব অনুষ্ঠান দেখতে এখানে জমায়েত হয় হাজার হাজার মানুষ। এখন এডিনবরাকে বিশ্বের উৎসব শহর নামে অভিহিত করা হয়। কারণ, এই আন্তর্জাতিক সংগীত উৎসবকে কেন্দ্র করে আরও নানা প্রকারের উৎসব চলে সেই সময়ে। যেমন ধরো, কৌতুক অনুষ্ঠান, বইমেলা, চলচ্চিত্র উৎসব, জ্যাজ সংগীতানুষ্ঠান ইত্যাদি। শহরের সিংহভাগ আয় আসে এই উৎসব থেকেই। লক্ষ্য করে দেখ, এখানে একই সঙ্গে দুটো উদ্দেশ্য কাজ করে,
এক) সাংস্কৃতিক- বিভিন্ন দেশের হরেক রকমের সংগীতের মেলা।
দুই) অর্থনৈতিক- এই ধরনের উৎসবে প্রচুর টাকা আয়ও হয়।
সংগীতের কথা যখন উঠল তখন চলো জেনে নেব সংগীত, নাটক, নাচ ও গীতিনাট্যের ক্ষেত্রে কী ধরনের শব্দ ব্যবহার করা যায়। যেমন পারফরমিং আর্টস। সংগীত, নাচ, গীতিনাট্য, নাটক মতো যে কোনও কলাই যেগুলি কোনও কনসার্ট হল বা থিয়েটারে জনসমক্ষে পরিবেশন করা হয় সেগুলিই হল পারফরমিং আর্টস। এ বার তোমাদের কয়েকটি অদ্ভুত শব্দ দেব। এগুলিকে ঠিক শব্দ বলা চলে না। আসলে এগুলি কোনও শব্দের শেষ অংশ।
১) -ECTOR
২) -ET
৩) -ORARY
৪) -ION
৫) -ESTRA
৬) -ING
৭) -OGRAPHER
৮) -WRIGHT
৯) -UME
১০) -CERT
১১) -ANCE
১২) -ERINA
১৩) -RESS
১৪) - IGN
১৫) -ITION
১৬) -OR
নীচে কয়েকটি বিভাগ দেওয়া আছে। সেখান কতকগুলি অসম্পূর্ণ বাক্য রয়েছে। তোমাদের কাজ হল সেই বাক্যগুলিতে ঠিক শব্দাংশ বসিয়ে সেগুলি সম্পূর্ণ করা।
Music
1) Sir Simon Rattle is the first conduct………………to become music director of the Berlin Philharmoniker in its history.
2) The Berlin philharminiker is thought by many to be the best orch…....in the world today.
3) We went to a marvelous con………………last weekend – Mitzuko Uchida at her best, playing Schubert.

Theatre
1) People who have seen the theatre work of dir………………Peter Brook can often remember it years afterwards.
2) Shakespeare is rightly thought to be the greatest play………………in the English Language but we should not forget that there were many other interesting dramatists living at the same time as him.
3) The play was very well done but I don’t think it was a good idea to do this eighteenth century piece in modern cost………………..
4) She wants to be an act………………when she grows up.

Dance
1) The Bolshoi ball………is still one of the leading companies in the world,with a history going back to the eighteenth century.
2) She’s the leading ball…...at the Bolshoi.
3) The chore…….....is the person who designs the dances which dance companies
put on.
4) I prefer contemp…….....dance to classical dance.

একটু সাহায্য লাগবে? ‘Sir Simon Rattle is the first conduct………to become music director of the Berlin Philharmoniker in its history’ বাক্যে ঠিক শব্দাংশটি হবে –OR। বাক্যটা হবে, ‘Sir Simon Rattle is the first conductor to become music director of the Berlin Philharmoniker in its history।’
বাকিগুলো পারবে তো?

শ্রীলাহিড়ী ইউনাইটেডওয়ার্ল্ড স্কুল অব বিজনেস-এ কমিউনিকেশন স্কিল-এর শিক্ষক



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.