|
|
|
|
লালগড়ে আত্মঘাতী জওয়ান |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই অপমৃত্যু হল এক সিআরপি জওয়ানের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে লালগড়ের কাকচরাডাঙায় সিআরপি ক্যাম্পে জওয়ানদের ব্যারাকে। পুলিশ জানায়, সিআরপি-র ৫০ নম্বর ব্যাটালিয়নের হেড-কনস্টেবল ওই জওয়ানের নাম রামপ্রবেশ প্রসাদ (৩৯)। বাড়ি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার মদনপুর থানার কুশমাহা গ্রামে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদেই ওই জওয়ান আত্মহত্যা করেছেন।”
সিআরপি সূত্রের খবর, বছর তিনেক হল রোগে ভুগছিলেন রামপ্রবেশ। চিকিৎসাও চলছিল। তবে এ জন্য তাঁর কর্মস্থলে সমস্যা হয়নি। গত মাসে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন রামপ্রবেশ। সম্প্রতি লালগড়ের ক্যাম্পে ফিরেছিলেন। বাড়ি থেকে ফেরার পরে রামপ্রবেশ কিছুটা মনমরা ছিলেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন।
ব্যারাকে যে ঘরে রামপ্রবেশ থাকতেন, সে ঘরেই থাকতেন আরও সাত জওয়ান। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ গুলির শব্দে ধড়মড়িয়ে উঠে তাঁরা দেখেন, বিছানায় শুয়ে রয়েছেন রামপ্রবেশ। দু’হাতে ধরা রয়েছে নিজের সার্ভিস রাইফেলটি (ইনসাস)। গুলিতে তাঁর মাথার খুলির একাংশ উড়ে গিয়েছে। লালগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রামপ্রবেশকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে মৃতদেহের ময়না-তদন্ত হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বিছানায় শুয়ে বন্দুকের নল চিবুকে ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ওই জওয়ান। আজ, সোমবার বিমানে তাঁর দেহ উত্তরপ্রদেশের বাড়িতে পাঠানো হবে বলে সিআরপি সূত্রে জানা গিয়েছে। |
|
|
|
|
|