টুকরো খবর
সভায় ভাঙল কংগ্রেস কমিটি
নেতৃত্বের একাংশের কাজকর্ম নিয়ে অভিযোগ ওঠায় জরুরি সভা ডেকে ভেঙে দেওয়া হল নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার বিকেলে বাগডোগরায় ব্লক কংগ্রেসের সভা ডেকে এ কথা ঘোষণা করেন কংগ্রেসের দার্জিলিং জেলা (সমতল) সভাপতি তথা বিধায়ক শঙ্কর মালাকার। সেখানে ভেঙে দেওয়া ব্লক কমিটির সভাপতি অমর সিংহ অবশ্য উপস্থিত ছিলেন না। জেলা কংগ্রেসের একটি সূত্রে জানা গিয়েছে, নকশালবাড়ি ব্লক নেতৃত্বের একাংশের কাজকর্ম নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল। এ দিন অমরবাবুকে ডাকা হয়েও তিনি উপস্থিত ছিলেন না। শঙ্করবাবু অবশ্য বলেন, “পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেকে ব্লকে সংগঠন মজবুত করতে পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়। ১৫ দিনের মধ্যেই কনভেনশন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বুথ ভিত্তিতে সংগঠন করে তোলা হবে।” পুরনো কমিটি ভেঙে দেওয়ার পর নকশালবাড়ি ব্লক কংগ্রেসের আহ্বায়ক হিসাবে পৃত্থীশ রায়কে মনোনিত করা হয়েছে। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। অমরবাবু অবশ্য জেলা কংগ্রেস নেতৃত্বের তথা সভাপতি শঙ্করবাবুর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “উনি নিজের ঘনিষ্ট লোকদের নিয়েই দল চালান। ব্লকের নেতৃত্বের কোনও কথা শোনেন না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছিলাম। তবে কাজ হয়নি। আমার সঙ্গে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।”

গ্রেফতারের দাবি
বধু নিযার্তনে অভিযুক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের গ্রেফতার দাবি করে আন্দোলনে নামল আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। গত ৩০ সেপ্টেম্বর পুস্পকবাবুর স্ত্রী প্রিয়াঙ্কা দেবী স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানান আলিপুরদুয়ার আদালতে। সম্পাদক ল্যারি বসু বলেন, “ডেপুটি ম্যাজিস্ট্রেট পুস্পক রায়ের বিরুদ্ধে তাঁর স্ত্রী কিছু দিন আগে নিযার্তনের অভিযোগ জানিয়ে আলিপুরদুয়ার আদালতে মামলা করেন। অজ্ঞাত কারণে পুলিশ তাঁকে গ্রেফতার করছে না। পুষ্পকবাবুর স্ত্রী আমাদের সংগঠনকে জানিয়েছেন, তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “পুষ্পক রায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে। আলিপুরদুয়ারে না থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।” তার সঙ্গে প্রিয়াঙ্কা দেবীর ৮ বছর আগে বিয়ে হয়। প্রিয়াঙ্কা দেবীর অভিযোগ, “বেশ কয়েক বছর ধরে পুষ্পকবাবু অত্যাচার করছেন।” পুষ্পকবাবুর দাবি, “সম অভিযোগই ভুয়ো। ছুটি নিয়ে বাইরে আছি।”

আগ্নেয়াস্ত্র উদ্ধার
নিকাশি নালা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থানার কলেজপাড়া এলাকার বিএসএনএলের অফিসের সামনে নালা থেকে সেগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুটি পাইপগান এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে। সেগুলি একটি প্লাস্টিকের ব্যাগে মুড়ে সেখানে ফেলে রাখা হয়েছিল। সকালে নালা পরিস্কার করার সময় পুরসভার কর্মীরা সেগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। শিলিগুলির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

নদীচরে চাঞ্চল্য
মহানন্দা নদীর চর অবৈধ ভাবে দখল করা নিয়ে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার রামনারায়ণ মাঠ লাগোয়া চরে। শিলিগুড়ি পুলিশের ডিএসপি প্রদীপ পাল, প্রধাননগর থানার আইসি দীপঙ্কর সোম পুলিশ বাহিনী নিয়ে গিয়ে দখলদার উচ্ছেদ করতে গেলে উত্তেজনা তৈরি হয়। দখলকারীরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে অবশ্য তারা পিছু হঠে যায়। পুলিশ চর এলাকা দখলদার মুক্ত করে। ডিএসপি বলেন, “কিছু লোক অবৈধ ভাবে চর দখল করেছিল। তাদের সরিয়ে দেওয়া হয়। দখলদারদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।”

দখল ঘিরে উত্তেজনা
চা বাগিচা দখলের চেষ্টার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার সকালে ফাঁসিদেওয়া থানার সুদামগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র্যাফ নামে। পুলিশ ঘটনাস্থল থেকে এক মহিলা-সহ দশজনকে গ্রেফতার করেছে। বাগডোগরার সার্কেল ইন্সপেক্টর বিমল মণ্ডল বলেন, “একটি মামলা রুজু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত চলছে।” বাগানের মালিক নারায়ণ পোদ্দার বলেন, “নানা সমস্যার কারণে বছর পাঁচেক ধরে চা বাগান বন্ধ ছিল। বাগান খোলার চেষ্টাও হচ্ছিল। তারই মধ্যে এ দিন সকালে বাসিন্দাদের একাংশ তা দখলের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশে বিষয়টি জানাই।”

গ্রেফতার চার
ডাকাতির জিনিসপত্র কেনার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাসিমারা থেকে তাদের গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশের বিশেষ দল। ধৃতদের কাছ থেকে ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। শিলিগুড়ির এনটিএস মোড়ে রক্ষীকে খুন করে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মঙ্গলবার রাতে সুশান্ত এক্কা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আমিনুল মিয়াঁ ওরফে জুল্লত সহ আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। সুশান্তকে জিজ্ঞাসাবাদ করেই এদিন ওই ৪ জনকে গ্রেফতার করা হয়। আজ, শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।”

দুষ্কৃতী গ্রেফতার
এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয় ফাটামারি এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম সাধন দাস। বাড়ি ওই এলাকাতেই। ছিনতাই, চুরি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহুদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ধৃত ব্যক্তি বেশ কিছু অপরাধমূলক কাজে জড়িত বলে আমরা খবর পেয়েছি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।”

আন্দোলনে কংগ্রেস
বিদ্যুতের দাবিতে আন্দোলনে নামল রাজগঞ্জের বিন্নাগুড়ি অঞ্চল কংগ্রেস কমিটি। এই দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিদ্যুৎ বন্টন দফতরে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সভাপতি সমিজুদ্দিন আহমেদ বলেন, “আমাদের অঞ্চলের ভান্ডারিগছ, সুরুবাড়ি, শঙ্করভিটা জমিদারগছ প্রভৃতি গ্রামে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে ওঠেনি। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনে বহুবার জানানো হলেও ফল না মেলায় এ দিন সরাসরি বিদ্যুৎ বন্টন দফতরে স্মারকলিপি দেওয়া হয়।”

কুপিয়ে খুন, নালিশ
নদীর চরে জায়গা দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে এক দিন মজুরকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ৩টা নাগাদ ডুয়ার্সের শামুকতলা থানার টটপাড়া গ্রামের বসপাড়া এলাকায় মুলসাং নদীর চরে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম প্রীতিশ বিশ্বাস(৫০)। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। নদীর চর থেকে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহটি উদ্ধার করে এ দিনই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুজোর মেলা
মালবাজার মহকুমার মৌলানিতে জমে উঠেছে ডুয়ার্সের অন্যতম প্রাচীন লক্ষ্মীপুজোর মেলা। বুধবার মৌলানি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই মেলার এবার উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ মহেন্দ্রকুমার রায়। আগামী ১৬ অক্টোবর থেকে মালবাজার ব্লকের ক্রান্তিতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী চেকেন্দা ভান্ডারি মেলা। এ বার মেলার ৭৩ বছরে পড়ল। মালবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই মেলা বসে। রাত যত বাড়ে, ততই জনসমাগম বাড়ে।

লক্ষ্মী দশমীর মেলা ধূপগুড়িতে
লক্ষ্মী দশমীর মেলায় মেতেছে ধূপগুড়ির দুরামারির বাসিন্দারা। ৫২ বছরে পা দিল এই মেলা। শহর থেকে ২০ কিমি দূরে শালবাড়ি-১ পঞ্চায়েতের দুরামারি গ্রামের বাসিন্দারা বছরভর লক্ষ্মী পুজো কবে আসবে সে দিকে অপেক্ষা করে থাকেন। গ্রামে প্রতিটি বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো করা হলেও পাড়ায় মণ্ডপ সাজানো হয়। পুজোর ৩ দিনের মাথায় সমস্ত প্রতিমা চলে আসে মাঠে। বৃহস্পতিবার বিকাল থেকে ওই বিসর্জনের মেলাকে ঘিরে নানান পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মাঠের একপাশে বসেছে নাগরদোলা ও নানান খেলার সামগ্রী, চিত্রহার, ম্যাজিক শো। দু’দিন মেলা চলার পর যে হেতু লক্ষ্মী প্রতিমা জলে ভাসানোর নিয়ম নেই তাই সমস্ত প্রতিমা চলে যাবে পাড়ার বাড়ি ও স্থায়ী মণ্ডপে। মেলা কমিটির সদস্য সুধীর সরকারের কথায়, “আমাদের এই কৃষি প্রধান এলাকায় লক্ষ্মীর কদর সবচেয়ে বেশী। জমিতে যাতে ভাল ফসল হয় সে প্রার্থনা সকলে মায়ের কাছে করি। তাছাড়া এই মিলন মেলায় গ্রামের ও বাইরের বহু মানুষ আনন্দে মেতে উঠি।” এক সঙ্গে এক জায়গায় যাতে সমস্ত প্রতিমা দেখা যায় সে জন্য দশমী মেলার আয়োজন করা হয়। গ্রামের রতন সরকারের কথায়, “এই পুজো আর মেলা দেখতে এখন প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজন এসেছেন। সকলে আনন্দ করি।”
তথ্য: নিলয় দাস, ছবি: রাজকুমার মোদক।
দু’টি দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় দুই যুবকের মৃতদেহ উদ্ধার হল হাসিমারা ও গরম বিটের কাছে। বৃহস্পতিবার ওই দুটি দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একজনকে গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। অন্য দেহটি হাত পা বাধা, পচাগলা উদ্ধার হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.