জমি নিয়ে দুই ভাইয়ের গণ্ডগোলের জেরে রাস্তা অবরোধ হল হাসনাবাদে। দুর্ভোগ পোহাতে হল সাধারণ যাত্রীদের।
বৃহস্পতিবার সকালে এক ভাইয়ের আত্মীয় ও গ্রামবাসীদের একাংশ প্রায় চার ঘণ্টা হাসনাবাদের বকুলতলায় অবরোধ করেন। এর ফলে, পার হাসনাবাদ ও লেবুখালির মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। গণ্ডগোলের ঘটনায় একই পরিবারের দু’জনকে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। গ্রামবাসীদের দাবি, ধৃতেরা নির্দোষ। তাঁদের অবিলম্বে মুক্তি দাবি করেন বিক্ষোভকারীরা। অবরোধ চলার সময়ে একটি অ্যাম্বুল্যান্স বেরনোর চেষ্টা করলে চালক ষষ্ঠী রায়কে মারধর করা হয় বলে অভিযোগ। প্রহৃত চালককে হিঙ্গলগঞ্জের ৯ নম্বর সান্ডেলের বিল হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর কালুতলা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ দাস ও তাঁর ভাই দুলাল দাসের মধ্যে জমিজমা নিয়ে বিবাদ চরমে ওঠে। উভয় পক্ষের মারামারি হয়। দুলালবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশ্বনাথবাবু ও তাঁর ছেলে বিদ্যুৎ দাসকে গ্রেফতার করে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ মিথ্যা অভিযোগে ওই দু’জনকে ধরেছে।
ষষ্ঠীবাবু ৯ নম্বর সান্ডেলের বিল হাসপাতালের অ্যাম্বুল্যান্স-চালক। তাঁকে মারধরের ঘটনায় হাসনাবাদ থানায় অভিযোগ জানান বিএমওএইচ বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়। মারধরের অভিযোগ অস্বীকার করে বিক্ষোভকারীরা জানান, ওই অ্যাম্বুল্যান্সে রোগী ছিল না। সেই কারণে চালককে অপেক্ষা করতে বলা হয়। তিনি সে কথা না শোনায় তাঁকে সামান্য বাধা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ওই দুই ভাইয়ের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। অনেক চেষ্টা করেও মীমাংসা হয়নি। তাই অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অ্যাম্বুল্যান্স-চালককে মারধরের ঘটনার তদন্ত শুরু হয়েছে। |