বন্দি-মৃত্যুর তদন্ত দাবি করলেন মৃতের পরিজনেরা। উপযুক্ত চিকিৎসার অভাবেই বন্দি রঞ্জিত মুর্মুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তদন্ত চেয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্তের দ্বারস্থ হলেন রঞ্জিতবাবুর স্ত্রী সোহাগী ও মেয়ে রুপালি মুর্মু। অভিযোগ, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীনই বিচারাধীন ইউএপিএ-বন্দি রঞ্জিতবাবুর জন্ডিস হয়েছিল। চিকিৎসার জন্য আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। কিন্তু সেখানে চিকিৎসার পরিবর্তে তাঁকে পাগল বলে চিহ্নিত করা হয়। চেন দিয়ে বিছানার সঙ্গে বেঁধে রাখা পর্যন্ত হত বলেও অভিযোগ। একমাত্র শেষ অবস্থায় অন্য হাসপাতালে পাঠানো হয় বলে তাঁর পরিবারের দাবি। সোহাগীদেবী বলেন, “চিকিৎসার সময় আমাদের জানানো হয়নি। আমরা জানতে পারি, স্বামীর দু’টি কিডনি-ই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু কোনও চিকিৎসা হয়নি। এমনকী ২৫ সেপ্টেম্বর স্বামীর মৃত্যু হলেও আমাদের জানানো হয়েছে ২৯ সেপ্টেম্বর। গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছি জেলাশাসকের কাছে।”
|
খেজুরিতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমে প্রকট হয়ে উঠছে। অন্তর্দ্বন্দ্বের জেরে খেজুরি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের কাযর্করী সভাপতি অশ্বিনী মাইতি ইস্তফা দিয়েছেন। দলের জেলা সভাপতি শিশির অধিকারীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। প্রবীণ নেতা অশ্বিনীবাবুর অভিযোগ, “দলে এখন আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না।” কাযর্করী সভাপতি হওয়া সত্ত্বেও অশ্বিনীবাবুকে ব্লক কমিটি বা নির্বাচন কমিটিতে স্থান দেওয়া হয়নি। তাই তিনি পদত্যাগ করেছেন বলে খবর। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মামুদ হোসেন অবশ্য বলেন, “অশ্বিনীবাবুর পদত্যাগের খবর জানা নেই।”
|
লাগাতার লোডশেডিংয়ে পযর্টনকেন্দ্র দিঘার হোটেল-লজ মালিকদের অবস্থা শোচনীয়। দিনভর জেনারেটর চালাতে হচ্ছে তাঁদের। পরিস্থিতির উন্নতি হবে বলে কোনও আশ্বাস দিতে পারছে না বিদ্যুৎ দফতর। |