নতুন নিয়মে রিভার্স সুইংয়ের বিলুপ্তি দেখছে দু’দলই |
সব্যসাচী সরকার • হায়দরাবাদ |
ভারতের মাঠে ওয়ান ডে ইতিহাসে বৈপ্লবিক কিছু পরিবর্তন কালই শুরু। এই প্রথম দু’দিক থেকে নতুন বল, রানার না থাকা, তিনটে পাওয়ার প্লে-র দুই আর তিন নম্বর (পাঁচ ওভার করে) ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে বেঁধে দেওয়া। নতুন নিয়ম নিয়ে সামান্য বিভ্রান্ত দুই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও অ্যালিস্টার কুক। মূলত তিনটে প্রশ্ন ছিল দু’জনের কাছেই।
১) কতটা বদলে যাবে ওয়ান ডে ক্রিকেট?
২) পাওয়ার প্লে-র নিয়ম বদলে ক্যাপ্টেনের ভূমিকা কী হবে?
৩) অসুবিধে কী কী হতে পারে?
ধোনির উত্তর:
১) দুটো নতুন বল, ৩৪ ওভারের পরে বলে বদল নেই। মানে উইকেট ভাল হলে প্রচুর ভাল শট দেখা যাবে। রানার নেই মানে ব্যাটসম্যান বাড়তি সুবিধে পাবে না।
২) ক্যাপ্টেনের কাজ বাড়ল। আগে সাধারণত ব্যাটিং পাওয়ার প্লে নেওয়া হত ৪৫ থেকে ৪৯ বা ৪৬ থেকে ৫০। এখন সেটা ৪০ ওভারের মধ্যে নিতে হবে। পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজির অনেক বদল করতে হবে।
৩) মাঝের ওভারে রিভার্স সুইং হওয়া কঠিন। বল পুরনো হতে যে সময় লাগে, ঘাসের ঘষা বা আইন মেনে প্যান্টে মোছা, সেসব করলেও কোনও বলই ২৫ ওভারের বেশি পুরনো হবে না।
কুকের উত্তর:
১) পাওয়ার প্লে-তে স্পিনার অনেক আগে আসবে। হয়তো ১০ বা ১১ ওভারে। শেষের দিকে স্পিনারের ভূমিকা বাড়বে। যত ম্যাচ হবে, তত বদলটা পরিষ্কার হবে।
২) ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্টকে বেশি সতর্ক থাকতে হবে।
৩) বল পুরনো হবে না, সেটা ব্যাটসম্যানদের সুবিধে। রিভার্স সুইং হওয়া কঠিন। রিভার্স হলে সেটা বোনাস। |