মনোজদের জন্য তিন দফা নির্দেশ সি এ বি-র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রঞ্জি অভিযানের ঠিক কুড়ি দিন আগে বাংলার ক্রিকেটারদের হাতে তিন দফা নির্দেশনামা ধরিয়ে দিল সিএবি। মনোজ তিওয়ারিদের লিখিত ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, বাংলার হয়ে খেলতে নামার সময় তাঁদের ঠিক কোন কোন বিধি মেনে চলতে হবে।
নির্দেশনামায় কী থাকছে?
এক) টিমের অনুশীলনের সময় ক্রিকেটার ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ, প্র্যাক্টিস করতে করতে আইপডে গান শোনা বা মোবাইল ফোন চালু রাখা এখন থেকে বন্ধ।
দুই) কোচ, অধিনায়ক, নির্বাচক প্রধান এবং টিমের ম্যানেজার ছাড়া প্রচারমাধ্যমের সঙ্গে কেউ কথা বলতে পারবেন না। কথা বলতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে।
তিন) অতীতে অনেক সময় দেখা গিয়েছে ভিন রাজ্যে খেলতে গিয়ে মাঠে বিতর্ক তৈরি করেছেন বাংলার ক্রিকেটাররা। কিন্তু এ বার ক্রিকেটারদের মাঠে নামার সময় বাংলার সম্মানের কথা ভাবতে হবে। আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকেই নির্দেশনামা চালু হয়ে যাচ্ছে। হালফিলে বাংলার ক্রিকেটকে ঘিরে বিতর্কই কি এর কারণ? সিএবি-র যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় বলছিলেন, “বিতর্কের জন্য নয়। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম কোড অব কন্ডাক্ট চালু করব।” পাশাপাশি এ দিন টি টোয়েন্টির জন্য ১৬ জনের দলও বেছে নেওয়া হল।
সৌরভ গঙ্গোপাধ্যায় এই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেখে বাংলা ক্রিকেটের কোনও কোনও অংশ থেকে প্রশ্ন উঠছে যে, যিনি আইপিএলের প্রস্তুতির জন্যই বাংলার হয়ে খেলছেন, তিনি কেন টি-টোয়েন্টির টুর্নামেন্ট খেলবেন না? নির্বাচক প্রধান দীপ দাশগুপ্ত জানালেন, সৌরভ তাঁকে বলেছেন এক্ষুনি খেলার মতো তিনি তৈরি নন। তবে বাংলা টি-টোয়েন্টি নক আউট পর্যায়ে উঠলে অবশ্যই খেলবেন। কিন্তু বাংলা যদি নক আউটে না উঠতে পারে? দীপ বললেন, “তা হলে কিছু করার নেই। তবে রঞ্জি ম্যাচগুলোতে ও খেলবে বলেছে।” আগামী ২০ অক্টোবর থেকে ঝাড়খণ্ডে শুরু হচ্ছে টুর্নামেন্ট। মনোজই অধিনায়ক। রঞ্জি ট্রফিতে দরকার হবে বলে টিমে রাখা হয়নি অফস্পিনার সৌরাশিস লাহিড়ীকে। অরিন্দম দাস অবশ্য নিজেই সরে দাঁড়িয়েছেন।
|
বাংলা দল: মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ, অরিন্দম, শুভময়, দেবব্রত, লক্ষ্মীরতন, সায়নশেখর, সঞ্জীব, অর্ণব, অভিষেক, সামি, দিন্দা, ইরেশ, শ্রীবৎস, অণির্বান। |