টুকরো খবর
আফ্রিদিদের নিয়ে আজ সিদ্ধান্ত
আগামী বছর আইপিএল-এর পঞ্চম সংস্করণে বহিষ্কৃত কোচি টাস্কার্সের ক্রিকেটাররা (মুরলী, পার্থিব, জয়বর্ধনে, শ্রীসন্থ) পাচ্ছেন নতুন লাইফলাইন। তাঁদের জন্য নতুন করে আগামী বছরের গোড়ায় হবে নিলাম, অন্য ফ্রাঞ্চাইজিগুলি এই ক্রিকেটারদের কিনতে পারবে। একই সঙ্গে আইপিএল ফিরে যাবে তার পুরনো ফর্ম্যাটে, অর্থাৎ বহিষ্কৃত কোচিকে বাদ দিয়ে নয়টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে প্রথায় একে অপরের বিরুদ্ধে খেলবে। চতুর্থ সংস্করণে ম্যাচের সংখ্যা ছিল ৭৪, আগামী বছরে ম্যাচের সংখ্যা দাঁড়াবে ৭৬। পাকিস্তানি ক্রিকেটারদের আগামী বছরের আইপিএলে খেলার অনুমতি দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হবে। কাউন্সিলের বেশির ভাগ সদস্য পাক ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার পক্ষে। আগামিকাল, এখানে নবনিযুক্ত আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হতে চলেছে। আইপিএঅলের নতুন চেয়ারম্যান রাজীব শুক্লের জমানায় এটিই প্রথম বৈঠক। বিতর্কের কেন্দ্রে থাকা ক্রিস গেইলও আগামী বছরের নিলামে উঠবেন। তবে তাঁকে কিনে নেওয়ার প্রথম সুযোগ পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

টাই ম্যাচে নায়ক চাওলা
অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিতে নিতেও আটকে গেলেন পীযূষ চাওলা। রূদ্ধশ্বাস টাই হয়ে গেল চ্যালেঞ্জারে ইন্ডিয়া গ্রিন বনাম ইন্ডিয়া রেড-এর ম্যাচ। ৮৫ বলে ৯২ করে ম্যাচের নায়ক চাওলাই। ইন্ডিয়া গ্রিন-এর তোলা ২৩৮-৮ তাড়া করতে নেমে ইন্ডিয়া রেড যখন ৫-১০২, সবাই ধরে নিয়েছিল তারা হেরে যাবে। কিন্তু চাওলা একা লড়াই চালিয়ে যান। শেষ ওভারে দরকার ছিল ১৭। শেষ উইকেট ব্যাট করছে। একটি চার ও একটি ছয় মেরে দেন চাওলা। শেষ বলে দরকার ছিল ২। শেষ বলটি সামাদ ফাল্লাহ ওয়াইড করেন। চাওলা রান নিতে দৌড়লেও জয়দেব উনাদকাট ক্রিজ ছাড়েননি। রান আউট হয়ে যান চাওলা। ওয়াইডের ১ রান পাওয়ায় ম্যাচ টাই হয়ে যায়।

ইডেন-জট কাটল
ইডেনের ম্যাচ নিয়ে পূর্ত দফতরের সঙ্গে যে জটিলতা তৈরি হয়েছিল, তা মিটে গেল শেষ পর্যন্ত। বৃহস্পতিবার পূর্তমন্ত্রী সুব্রত বক্সী বলে দিলেন, “ম্যাচের ছাড়পত্র নিয়ে আর সমস্যা নেই। সিএবি আমাদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে, আমাদের দু’জন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।” এ দিন স্টেডিয়ামের কাজকর্ম দেখতে এসেছিলেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। পরিদর্শন শেষে পূর্ত দফতরের কলকাতা ডিভিশনের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার কনকেন্দু সিংহ বলে দিলেন, “ম্যাচ হচ্ছে। আমরা দু’একটা ব্যাপারে পরামর্শ দিয়েছি। দিন চারেক পর আবার পরিদর্শন করে ফিট সার্টিফিকেট দিয়ে দেব।”

ডুরান্ড কাপ ফাইনালে প্রয়াগ বনাম চার্চিল
প্রয়াগ ইউনাইটেডের সামনে ডুরান্ড কাপ ফাইনালে চার্চিল ব্রাদার্স। লাজংকে ৪-১ হারিয়ে দিল যারা। দুরন্ত বেটো দুটো গোল করালেন। নিজে একটা গোল করলেন। দারুণ ফর্মে তিনিই হতে পারেন ফাইনালে প্রয়াগের প্রধান মাথাব্যথা। তবে তিনি চোট পেয়ে মাঠের বাইরে চলে যান শেষ দিকে। এর মধ্যে আর এক গোলদাতা হেনরিও লাল কার্ড দেখায় চার্চিলের চিন্তা বাড়ল।

আরপিএফ হকি
আন্তঃরেল আরপিএফ হকি প্রতিযোগিতা শুরু হল খড়্গপুরে। সাউথসাইড এলাকার বেটন ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৮তম বর্ষের এই প্রতিযোগিতা। প্রথম খেলায় মুখোমুখি হয় সাউথইস্ট-সেন্ট্রাল আরপিএফ ও ইস্টার্ন রেল। ২-১ গোলে জেতে ইস্টার্ন রেল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.