|
|
|
|
উত্তরপাড়া স্টেট জেনারেল |
হাসপাতাল চত্বরে মাদক খাইয়ে টাকা ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
চলন্ত ট্রেনে-বাসে এই ঘটনা নতুন নয়। কিন্তু এ বার হাসপাতালের ওয়েটিং রুমেও ঘটল সেই ঘটনা। রোগীর আত্মীয়কে মাদক-মেশানো খাবার খাইয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে পালাল প্রতারক। অচৈতন্য তিন প্রতারিতকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।
হাসপাতালের সুপার মুজিবর রহমান বলেন, “হাসপাতাল চত্বর বড়সড়। পাহারাদারেরা গেটে থাকেন। ওয়েটিংরুম অনেকটা দূরে। রীতিমতো বন্ধুত্ব পাতিয়ে তিন রোগীর কাছ থেকে এক দুষ্কৃতী সর্বস্ব নিয়ে গিয়েছে। পুলিশকে বিষয়টি জানিয়েছি।”
হাসপাতাল ও প্রশাসন সূত্রের খবর, বেগমপুরের জয়কৃষ্ণপুরের বাসিন্দা ভাস্কর ঘোড়ুইয়ের স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছিল। স্ত্রীকে ভাস্করবাবু ভর্তি করিয়েছিলেন ওই হাসপাতালে। শেখ আসফার এবং শেখ ফরিদের রোগীও ভর্তি হাসপাতালে। কোন্নগরের বাসিন্দা পরিচয় দিয়ে এক যুবক ওই তিনজনের সঙ্গে বন্ধুত্ব পাতান বুধবার দুপুর থেকে। কিন্তু রোগী দেখার জন্য হাসপাতালের নির্ধারিত সময়ে ওই যুবক ওয়ার্ডে ঢোকেননি। অন্যেরা প্রশ্ন করতে ওই ব্যক্তি অম্লান বদনে বলেন, “বাড়ির অন্যেরা ভিতরে রয়েছে। তাই আমি আর গেলাম না।”
কারও বিশেষ সন্দেহ হয়নি। উল্টে, ওই তিন জনের সঙ্গে যুবকের বন্ধুত্ব জমে ওঠে। রাতের খাবারও তাঁরা এক সঙ্গে খান। এর পরে হাসপাতালে ওয়েটিংরুমে শুয়ে পড়েন সকলে। বৃহস্পতিবার বেলা গড়িয়ে গেলেও ওই তিন জনের ঘুম ভাঙেনি। তত ক্ষণে অন্য রোগীর বাড়ির লোকেরা ওয়েটিংরুমে এসেছেন। তাঁদের সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতালে হইচই শুরু হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত অচৈতন্য তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। ভাস্করবাবুর ভাই মলয় ঘোড়ুই উত্তরপাড়া থানায় অভিযোগ করেন। পাশাপাশি, হাসপাতাল কর্তৃপক্ষও থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমেছে।
তিন জনের কাছ থেকে ৪টি মোবাইল ফোন এবং কয়েক হাজার টাকা খোওয়া গিয়েছে। হাসপাতাল সুপার জানান, মাদক মেশানো খাবার খেয়ে হাসপাতালে ভর্তি তিন জনের অবস্থা স্থিতিশীল। পুলিশ জানায়, বিশাল এলাকা জুড়ে উত্তরপাড়া হাসপাতাল। পুকুর, জঙ্গল সবই রয়েছে। এর সুযোগ নিয়ে বাইরের লোকজনের আনাগোনা লেগে থাকে। রোগীর আত্মীয়স্বজনের ভিড়ে সব সময়ে তাঁদের চিহ্নিত করা সম্ভব হয় না।
এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু রোগীর আত্মীয়। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। |
|
|
|
|
|