মিল বন্ধের নোটিস তুলে নেওয়া হল কয়েক ঘণ্টার মধ্যেই |
শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে সকালে কর্তৃপক্ষ মিল বন্ধের নোটিস ঝোলালেও নেতাদের হস্তক্ষেপে বিকেলেই তা ফের খুলে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে, হুগলির চাঁপদানির জিআইএস কটনমিলে। প্রায় ১ হাজার ৪০০ শ্রমিক এখানে কাজ করেন। শ্রমিক অসন্তোষের কথা জানিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওই নোটিস ঝোলান কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হতেই শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা অভিযোগ তোলেন, কর্তৃপক্ষ ‘বেআইনি’ ভাবে মিল বন্ধের নোটিস দিয়েছেন। মিল বন্ধের খবর ছড়িয়ে পড়ায় তাঁদের অনেকেই গেটের সামনে জড়ো হন। দীর্ঘদিন ধরেই এখানে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি তা চরমে ওঠে। শ্রমিকদের অভিযোগ, তাঁদের দিয়ে ৮ ঘণ্টার পরিবর্তে জোর করে ১২ ঘণ্টা কাজ করানো হচ্ছে। অথচ, ওভারটাইমের টাকাও দেওয়া হচ্ছে না। প্যাকিং বিভাগের কর্মী সুরেন্দ্র মৌর্য বলেন, “কর্তৃপক্ষ বেআইনি ভাবে অতিরিক্ত কাজ করাচ্ছে। ওভারটাইম দেওয়া দূরে থাক, ঠিক মতো মজুরিও দিচ্ছে না।” কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, মিলের ভিতরে কয়েক জন নেতৃ-স্থানীয় ব্যক্তির উস্কানিতে শ্রমিকেরা উত্তেজিত হন। তাঁদের বক্তব্য, মিলে এমনিতে সমস্যাই নেই। মিলের জেনারেল ম্যানেজার দিলীপকুমার সিংহ শ্রমিকদের তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি বিভাগে সামান্য কিছু সমস্যা ছিল। একটি সংগঠনের নেতাদের হস্তক্ষেপে তা আপাতত মিটে গিয়েছে।”
|
ব্যান্ডেলে বোমাতঙ্ক, ব্যাগে মিলল ল্যাপটপ |
ট্রেনের বাঙ্কে পরিত্যক্ত একটি ব্যাগরে ঘিরে বোমাতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে ব্যান্ডেল স্টেশনে দাঁড়ানো রাধিকাপুর এক্সপ্রেসে। ট্রেনটি আটটা নাগাদ শিয়ালদহ থেকে ছাড়ে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে মিনিট পনেরো দাঁড়িয়েছিল। সে সময়ে একটি সংরক্ষিত কামরার যাত্রীর দেখেন বাঙ্কে একটি কালো রঙের ব্যাগ পড়ে রয়েছে। কোনও দাবিদার না থাকায় তাতে বোমা আছে ভেবে সকলে কামরা থেকে নেমে পড়ে। খবর যায় রেল পুলিশের কাছে। রেল পুলিশ মেটাল ডিটেক্টর নিয়ে এসে ব্যাগটি পরীক্ষা করে। বোমা নেই দেখে ব্যাগটি খোলা হলে দেখা যায় তাতে একটি ল্যাপটপ রয়েছে। একটু পরেই অবশ্য ব্যাগটির দাবিদারের খোঁজ পাওয়া যায়। শিবদাস চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তি জানান, ব্যাগটি এখানে রেখে তিনি জেনারেল কামরায় গিয়েছিলেন।
|
প্রাক্তন সিপিএম বিধায়ক বিনয় দত্তকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে আরামবাগ শহরে বিক্ষোভ মিছিল করল সিপিএম। নেতৃত্বে ছিলেন সাংসদ শক্তিমোহন মালিক। |