কাঠগড়ায় শ্রীরাম সেনে
অণ্ণা সমর্থকদের উপর ফের হামলা, আহত ৫
ফের হামলার নিশানা সেই অণ্ণা সমর্থকরা। এবং হামলার দায়ে অভিযুক্ত সেই উগ্রবাদী হিন্দু সংগঠন শ্রীরাম সেনে। গত কালই কাশ্মীরে গণভোট চাওয়ার ‘অপরাধে’ নিজের চেম্বারে আক্রান্ত হয়েছিলেন অণ্ণা হজারে শিবিরের অন্যতম সদস্য প্রশান্ত ভূষণ। আজ দিল্লির পাটিয়ালা কোর্টের ২ নম্বর গেটের কাছে আক্রান্ত হলেন অণ্ণা হজারের কয়েক জন সমর্থক। আহত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
যে তিন যুবক গত কাল বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণের উপর হামলা চালিয়েছিল, তাদের এক জন কালই গ্রেফতার হয়েছিল। বাকিদের আজ পুলিশ গ্রেফতার করে। আজ তিনজনকেই দিল্লির পাটিয়ালা হাউসে নিম্ন আদালতে তোলার কথা ছিল। সে জন্য শ্রীরাম সেনে এবং অণ্ণা শিবিরের বেশ কিছু সমর্থক আদালত চত্বরে জড়ো হন। সে সময় শ্রীরাম সেনের তরফে ক্রমাগত অণ্ণা-বিরোধী শ্লোগান দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। অণ্ণা শিবিরের তরফে এর বিরোধিতা করা হলে তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়। ক্রমেই তা মারামারির চেহারা নেয়। অণ্ণা শিবিরের বেশ কিছু সমর্থককে যথেচ্ছ মারধর করা হয়।
আজ আদালত চত্বরে কী বলছিলেন শ্রীরাম সেনের সমর্থকরা? আহত এক ব্যক্তি জানান, হামলাকারীরা ক্রমাগত বলছিল, কাশ্মীর নিয়ে অবস্থান স্পষ্ট করুন অণ্ণা। তবে, আজই বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ একটি টিভি চ্যানেলকে জানান, কাশ্মীরে গণভোট করানোর প্রস্তাব থেকে বিন্দুমাত্র পিছু হঠছেন না তিনি। তাঁর উপর হামলা চালানোর অভিযোগে কালই গ্রেফতার করা হয়েছিল ইন্দ্র বর্মা নামে এক ব্যক্তিকে। সে নিজেকে শ্রীরাম সেনের সদস্য বলে দাবি করেছিল। যে দুই যুবককে আজ গ্রেফতার করা হয়, তাদের নাম তেজেন্দ্র পাল সিংহ বগ্গা এবং বিষ্ণু গুপ্ত। ধৃতেরা নিজেদের ‘ভগত সিংহ ক্রান্তি সেনা’ নামে একটি সংগঠনের সদস্য বলেই দাবি করেছে। ধৃত তেজিন্দর পাল সিংহ বগ্গা এক সময় বিজেপির সক্রিয় সদস্য ছিল। এবং সে লালকৃষ্ণ আডবাণীর ‘ঘনিষ্ঠ’ ছিল বলেই একটি সূত্রে দাবি করা হয়েছে। বগ্গা নিজে একটি টিভি চ্যানেলকে বলেছে, “আমি বিজেপির সদস্য ছিলাম। কিন্তু ওই দলে থেকে নিজের কথা ঠিক মতো বলতে পারছিলাম না। সে জন্য নতুন সংগঠন তৈরি করি।”
স্বাভাবিক ভাবেই এই ঘটনা থেকে দূরত্ব রাখতে তৎপর বিজেপি এবং আডবাণী। আডবাণীর কথায়, “ধৃত ব্যক্তিদের সঙ্গে বিজেপি বা সঙ্ঘ পরিবারের কোনও যোগাযোগ নেই।” প্রশান্তভূষণের উপর হামলার তীব্র সমালোচনা করে আজ এক বিবৃতি প্রকাশ করেছেন বিজেপির মুখপাত্র প্রকাশ জাভড়েকর।
প্রশান্ত ভূষণের উপর হামলার প্রতিবাদে সরব কলকাতায় আলিপুর সেন্ট্রাল জেলে মাওবাদী নেতা তেলুগু দীপক এবং কাশ্মীরি জঙ্গি ফারাদ মামুদ-সহ বেশ কিছু বন্দি। তারা এই হামলার প্রতিবাদে কাল ২৪ ঘণ্টার অনশন করবে বলে পশ্চিমবঙ্গের আইজি (কারা) রণবীর কুমার জানিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.