|
|
|
|
রাহুলের নাগা বিশ্ববিদ্যালয় সফর, তৈরি বিরোধীরাও |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাহুল গাঁধীকে ‘ছেলেধরা সেনাপতি’ আখ্যা দিয়ে তাঁর নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয় সফরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে নর্থ ইস্ট স্টুডেন্ট্স ইউনিয়ন (নেসো)।
অসম, মেঘালয়ের পরে এ বার নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ে, রাহুলের সভা করা নিয়ে প্রতিবাদ জানিয়েছে নর্থ ইস্ট স্টুডেন্ট্স ইউনিয়ন (নেসো)। কার্যত ‘আম আদমি কা সিপাহি’ বাহিনীর সেনাপতি, রাহুলের নাগাল্যান্ড অভিযান নিয়ে নেসো বনাম ন্যাশনাল স্টুডেন্ট্স ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)-এর কাজিয়া চরমে উঠেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, শিলং-এর নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে (নেহু) আসেন রাহুল। তখনও স্থানীয় খাসি, গারো, জয়ন্তি জনজাতির ছাত্র সংগঠনগুলি তাঁর সফরের প্রতিবাদ করে। বলা হয়, যুব কংগ্রেস ও এনএসইউআইতে সদস্য বাড়াবার লক্ষ্য নিয়েই রাহুল ছাত্রদের প্রভাবিত করতে আসছেন। গত বছর সেপ্টেম্বরে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়েও রাহুলকে কালো পতাকা দেখায় আসু। এ বার, ১৭ অক্টোবর নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ে রাহুল আসছেন। যদিও অসম-মেঘালয়ের মতোই এ ক্ষেত্রেও তিনি জানান, কোনও রাজনৈতিক উদ্দেশে নয়, যুব সমাজের মনোভাব বুঝতে, ‘নিছক আলাপচারিতা’র জন্যই তিনি আসছেন। ‘নেসো’-র চেয়ারম্যান তথা আসু নেতা সমুজ্জ্বল ভট্টাচার্য ও বিশেষ সংযোজক এনএসএন লোথা রাহুলের বিশ্ববিদ্যালয় সফরের কড়া বিরোধিতা করে বলেন, “কোনও রাজনৈতিক সংগঠন বা নেতারই বিশ্ববিদ্যালয়ে সভা করার প্রয়োজনীয়তা নেই। কারণ তাঁদের সফর ‘রাজনৈতিক’ হতে বাধ্য।” নেসোর আশঙ্কা, ছেলে ধরার কাজেই, সেনাপতি রাহুলের ভাবমূর্তিকে কাজে লাগাচ্ছে এনএসইউআই। তবে ব্যক্তিগতভাবে বা রাজনৈতিক নেতা হিসেবে রাহুলকে শ্রদ্ধাই জানায় নেসো। তাদের মতে, দেশের যুব নেতা হিসেবে রাহুল শ্রদ্ধার পাত্র। কিন্তু তিনি ছাত্রছাত্রীদের রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করলে, ছাত্রস্বার্থেই যে কোনও উপায়ে তা রোখা হবে। রাহুলের সফর রুখতে, নাগা স্টুডেন্ট্স ফেডারেশনকেও সক্রিয় হতে আবেদন জানিয়েছে নেসো। |
|
|
|
|
|