ধারালো অস্ত্রে খুন মহিলা, অভিযুক্ত দেওর |
পারিবারিক বিবাদের জেরে বউদিকে খুন করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। বুধবার বিকালে ঘটনাটি ঘটে ফরিদপুর (লাউদোহা) থানার কাঁটাবেরিয়া গ্রামে। ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বউদি মায়া রুইদাস (৪২) বাড়িতে ছিলেন। দেওর পাগলু রুইদাস খেজুর গাছের পাতা সংগ্রহের কাজ করতে বাইরে গিয়েছিল। বাড়ি ফিরে তিনি হঠাৎ বউদিকে হাতের কাটারি দিয়ে কুপিয়ে দেন বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন তার দাদা, মায়াদেবীর স্বামী স্বপন রুইদাস। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কোনও অশান্তির জেরেই এই ঘটনা। রাতে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়।
|
অন্যত্র স্থানান্তরের বিজ্ঞপ্তি দিয়েছেন কর্তৃপক্ষ। তা প্রত্যাহারের দাবিতে জামুড়িয়ার মিঠাপুর কোলিয়ারিতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ম্যানেজার-সহ দুই আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি, সিটু এবং আইএনটিইউসি। তাদের অভিযোগ, তিন মাস আগে নাগেশ্বর কোলিয়ারিতে জল ঢুকে যাওয়ায় কর্মীদের মিঠাপুরে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার কর্তৃপক্ষ কর্মীদের অন্যত্র স্থানান্তরের বিজ্ঞপ্তি দেন। কর্মীদের দাবি, কোলিয়ারির জল না তোলা পর্যন্ত স্থানান্তরিত করা যাবে না। ম্যানেজার অমল বন্দ্যোপাধ্যায় জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই বিজ্ঞপ্তি।
|
জাতীয় সড়কের ডিভিসি মোড়ের কাছে বৃহস্পতিবার সকালে একটি লরি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ভেঙে যায় মোড়ের সিগন্যাল পোস্টটি। ক্ষতি হয় ডিভাইডারেরও। এর জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যহত হয়। ওই আপেল বোঝাই লরিটি উত্তরপ্রদেশ থেকে কলকাতায় যাচ্ছিল। উল্টে যাওয়া লরি থেকে ছড়িয়ে পড়া আপেল কুড়োতে ভিড় জমান অনেকেই। তবে টহলদারি পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে যাওয়ায় আপেল নিয়ে কেউ পালাতে পারেননি। পরে বিকল্প লরি নিয়ে গিয়ে আপেলগুলি বোঝাই করে গন্তব্যে রওনা দেন লরির চালক।
|
বাজি তৈরি করার সময়ে জখম হন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে অন্ডালের সিঁদুলি বানজারা এলাকায়। পুলিশ জানিয়েছে, এ দিন ঘরে বসে বাজি তৈরি করতে গিয়ে সেটি ফেটে যায়। তাতেই জখম হন মদন পার্সি। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
তিন মাস বিকল বিএসএনএল ল্যান্ডলাইন |
জুলাই মাস থেকে জামুড়িয়ার নন্ডীগ্রামের বিএসএনএল-র ল্যান্ডলাইন পরিষেবা বিকল। বিপাকে পড়েছেন স্থানীয় ডাকঘর কর্তৃপক্ষ। গ্রামের বাসিন্দা মৃদুল চক্রবর্তী জানান, গ্রামে ডাকঘর-সহ ১২ জনের ল্যান্ডলাইন সংযোগ আছে। প্রত্যেকেরই ব্রডব্যান্ড সংযোগ রয়েছে। বিএসএনলে-র জিএম-সহ অন্য আধিকারিকদের বার বার জানিয়েও কোনও প্রতিকার হয়নি। অথচ তিন মাস ধরে বিল পাঠানো হয়েছে। তাঁরা বাধ্য হয়ে বিল মেটাচ্ছেন। ডাকঘরের পোস্টমাস্টার স্বপনকুমার সাধু জানান, এই ডাকঘর থেকে মাসে গড়ে ৩০ হাজার বাসিন্দা পরিষেবা পান। টেলিফোন না থাকায় সদর দফতরের সঙ্গে যোগাযোগের অসুবিধা হচ্ছে। বিএসএনএল-র আসানসোল বিভাগের জিএম বলেন, “অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।”
|
শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশে বৃহস্পতিবার আসানসোলে একটি পদযাত্রার আয়োজন করে সিপিএমের আসানসোল জোনাল কমিটি। নেতৃত্ব দেন প্রবীণ শ্রমিক নেতা আসানসোলের প্রাক্তন মেয়র বামাপদ মুখোপাধ্যায়। ছিলেন সাংসদ বংশগোপাল চৌধুরী। |