জলন্ধরের মাঠে সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই হেরে গেল বর্ধমান। বৃহস্পতিবার বিকেলে তারা আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের কাছে ১-৩ গোলে হেরে যায়। বর্ধমানের গোলদাতা ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে বিপক্ষের গোলরক্ষকের সংঘর্ষে জখম হয়েছেন তিনি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ধমানের পরের খেলা আজ, শুক্রবার সকালে পশ্চিমাঞ্চলের রানার্স মুম্বইয়ের সঙ্গে। এই ম্যাচে হারলে বর্ধমানের প্রতিযোগিতার গ্রুপ লিগ পর্ব থেকেই বিদায় আসন্ন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বর্ধমান যেমন পূর্বাঞ্চলের রানার্স, আন্নামালাই তেমনই দক্ষিণাঞ্চলের রানার্স। এই রাজ্যের একমাত্র প্রতিনিধি হিসেবে বর্ধমান মূল পর্বে গিয়েছে। বর্ধমানের গ্রুপে রয়েছে উত্তরাঞ্চলের চ্যাম্পিয়ন পঞ্জাব টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। এই গ্রুপ থেকে দু’টি দল মূল পর্বে উঠবে।
|
তারাপদ কোড়া, গৌতম চট্টোপাধ্যায় ও রবি কোড়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবার দ্বিতীয় সেমি ফাইনালে বিজয়ী হল কাল্লা আপনজন ক্লাব। তারা বীরকুলটি মাঠের খেলায় বালানপুর তরুণ সঙ্ঘকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল বড়থোল আদিবাসী কৃষক সমিতি। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা দোমহানি একাদশকে ৩-০ গোলে হারায়।
|
আসানসোল উত্তর যুব তৃণমূল আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল আসানসোল ফ্রেন্ডস। তারা কাল্লা হরিপদ হাইস্কুল মাঠে কাল্লা ক্রিকেট ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দেয়।
|
রসুই তরুণ সঙ্ঘের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জিতল হুগলির ভদ্রেশ্বর নবারুণ সঙ্ঘ। বৃহস্পতিবার তারা সাডেন ডেথে ৫-৪ গোলে মুর্শিদাবাদের কাগ্রাম ফুটবল ক্লাবকে হারায়।
|
দি চামুণ্ডা সঙ্ঘ আয়োজিত নৈশালোক ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল সাতগাছিয়া ফাইভস্টার ক্লাব। বুধবার মন্তেশ্বরের মাইচপাড়া মাঠের খেলায় তারা ইচু বটগ্রাম তুলকালাম সঙ্ঘকে হারায়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, এ বার প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।
|
রসুই তরুণ সঙ্ঘের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জিতল হুগলির ভদ্রেশ্বর নবারুণ সঙ্ঘ। বৃহস্পতিবার তারা সাডেন ডেথে ৫-৪ গোলে মুর্শিদাবাদের কাগ্রাম ফুটবল ক্লাবকে হারায়। |