বসিরহাটের টাকিতে দশমীর দিন বিসর্জেনে দুই বাংলার মিলনের উৎসবে বাংলাদেশি অনুপ্রবেশ এবং গোলমালের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের কাছে ফ্যাক্স বার্তা পাঠাল টাকি নাগরিক কমিটি। স্থানীয় মানুষের অভিযোগ, দুই বাংলার মিলন উৎসবের সুযোগ নিয়ে ওই দিন প্রচুর বাংলাদেশি এ দেশে ঢুকে পড়েন। ইছামতীতে বিএসএফ এবং পুলিশের টহলদারি চললেও তাঁদের সামনেই এই ঘটনা ঘটে। যদিও বিএসএফের তরফে কোনও অনুপ্রবেশ হয়নি বলে দাবি করা হয়। কিন্তু স্থানীয় মানুষের চাপে ইতিমধ্যেই বসিরহাট থানার পুলিশ তল্লাশি অভিযানে নেমেছে। টাকি নাগরিক কমিটির সম্পাদক অজয় মুখোপাধ্যায় বলেন, “বিএসএফ এবং পুলিশ-প্রশাসনের চোখের সামনেই যে ভাবে ওপার থেকে লোকজন এদেশে ঢুকে পড়লেন তাতে রীতিমতো চিন্তার ব্যাপার। বিষয়টি আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি।’’
|
জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। মঙ্গলবার দুপুরে, বারাসতের ন’পাড়ায়। মৃত আকাশ দাসের (১৪) বাড়ি হরিতলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অষ্টম শ্রেণির ছাত্র আকাশ এক বন্ধুর সঙ্গে পুকুরের সিঁড়িতে বসে খেলছিল। আচমকা পা পিছলে জলে পড়ে যায় সে। স্থানীয় কয়েক জন সঙ্গে সঙ্গেই জলে নামেন। জালও ফেলা হয়। আসে দমকল। মিনিট চল্লিশ পরে জল থেকে তোলা হয় মৃত আকাশকে। মা-বাবার একমাত্র সন্তান আকাশ সাঁতার জানত না।
|
ছাত্রী-খুনে জড়িত থাকার অভিযোগে এক যুবক গ্রেফতার হল। ধৃতের নাম রাজ মুরাজ। সোমবার রাতে বেলঘরিয়ার নীলগঞ্জ রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, শুক্রবার রাতে বারাসতের বিড়ার জয়পুলের রোজ মেহেরুন খাতুন ওরফে রূপাকে খুন করে মুরাজ। তার পরেই সে গা-ঢাকা দেয়। পুলিশের দাবি, জেরায় অপরাধ স্বীকার করেছে মুরাজ। মঙ্গলবার ধৃতকে বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজত দেন। পুলিশের অভিযোগ, রূপার গ্রামের বাসিন্দা মুরাজ অনেক দিন ধরেই ওই কিশোরীকে বিরক্ত করছিল। |