এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আন্ডিরন গ্রামে। রবিবার পুলিশ মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত মণ্ডল নামে বছর তিরিশের ওই যুবককে গ্রেফতার করেছে। মেয়েটির বাবার অভিযোগ, কাল বিকেলে তাঁদের পড়শি যুবক সিদ্ধান্ত খেলনা দেখিয়ে তাঁর বছর ছ’য়েকের মেয়েকে বাড়িতে নিয়ে যায়। সেই সময়ে বাড়িতে কেউ ছিল না। পরে মেয়েটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। ওই দিন সকালে মেয়েটির বাবা বেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। প্রথমে বেলডাঙা গ্রামীণ হাসপাতাল ও পরে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষার পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
|
জামিনের আবেদন গ্রহণ করছেন না কৃষ্ণনগর জেলা সিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও নবদ্বীপের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অরিজিৎ মুখোপাধ্যায়। এই অভিযোগে মঙ্গলবার সিজেএম আদালত বয়কট করলে আইনজীবীরা। জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস রায় বলেন, “ফৌজদারির কার্যবিধির ১৬৭ (২) ধারা অনুসারে যাঁরা ৬০ দিন বা ৯০ দিন জেলে কাটিয়েছেন অথচ চার্জশিট দেওয়া হয়নি, তাঁদের আইনত জামিন পাওয়ার অধিকার আছে। কিন্তু বিচারক জামিনের আবেদন গ্রহণ করছেন না।” তিনি জানান, আইনজীবীরা আবেদন করার পরেও বিচারক জামিনের আবেদন গ্রহণ না করায় তাঁরা বাধ্য হয়েই সিজেএম এজলাস বয়কট করেছেন। কেবল মাত্র স্পেশাল কোর্ট হিসাবে সিজেএম আদালত খোলা রয়েছে।
|
অবশেষে মঙ্গলবার সকালে ভাগীরথীর জল থেকে উদ্ধার করা হয় নবকুমার চট্টোপাধ্যায়ের দেহ। বহরমপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং আর এস পি-র জেলা নেতা ৮২ বছরের নবকুমারবাবু সোমবার বহরমপুর শহরের ভাগীরথীতে স্নান করার সময় তলিয়ে যান। মঙ্গলবার তাঁর মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান পূর্ত দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা-সহ অনেকেই। এ দিন সন্ধায় খাগড়া শ্মশানঘাটে অকৃতদার নবকুমারবাবুর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
|
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতার নাম দীপালি দলুই (৫০)। তিনি মারগ্রামের গুরুলিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতেই তাঁর মৃত্যু হয়। |