সংস্কৃতি যেখানে যেমন |
‘বাসভূমি’র সংবর্ধনা |
‘বাসভূমি’ নামে বহরমপুরের একটি ক্ষুদ্র পত্রিকা গোষ্ঠী সম্মানিত করল কৃষ্ণনগরের ছোটগল্পকার শচীন বিশ্বাস, বিশিষ্ট নাট্যকার বহরমপুরের অনিল দত্ত, বহরমপুরের চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত, কবি সন্দীপ বিশ্বাস ও কবি শ্যামল সরকারকে। এ ছাড়াও মেদিনীপুরের ‘অমৃতলোক’ নামের ক্ষুদ্র পত্রিকাকে ‘বর্ষসেরা লিটিল ম্যাগাজিন- ১৪১৭ পুরস্কার’-এ ভূষিত করা হয়। বহরমপুর রবীন্দ্রসদনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রাপকদের হাতে ওই সব পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনৃত্য ও শ্রুতি নাটক ‘পিণ্ডদান’ পরিবেশন করা হয়। গত ২৭ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠান থেকে ‘বাসভূমি’র এ বারের শারদ সংখ্যা প্রকাশ করা হয়। ওই দিনের অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ক্ষেত্রের গুণিজনদের সমাবেশ ছিল লক্ষনীয়।
|
‘খেয়া’র অনুষ্ঠান |
কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ‘রূপে ও অরূপে লোকসংগীত’ নামে একটি মনোজ্ঞ অনুষ্ঠান করা হয় স্থানীয় ‘খেয়া’ নামের সংস্থার পক্ষ থেকে। সংস্থার শিল্পীরা সেখানে লোকসংগীত পরিবেশন করেন। গত ২৭ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানে লোকসংস্কৃতির বিশিষ্ট গবেষক সুধীর চক্রবর্তী লোকসংগীতের বিবর্তন নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন।
|
‘পাঠভবন’ |
|
বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠান। |
শতাধিক খুদে পড়ুয়া নিজেদের শিল্প-প্রতিভা তুলে ধরল বহরমপুর রবীন্দ্রসদন উপচে পড়া বড়দের ভিড়ের সামনে। শারীরিক কসরত থেকে নৃত্যনাট্য, সমবেত নৃত্য, সমবেত সংগীত পরিবেশন ও রাষ্ট্র বন্দনার মাধ্যমে নিজেদের শিল্প-প্রতিভার বিকাশ ঘটায়। গত ২৮ সেপ্টেম্বর বহরমপুরের ‘পাঠভবন’ নামের শিশুশিক্ষা প্রতিষ্ঠানের ৫ বছর থেকে ১০ বছর বয়সের ছেলেমেয়েরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান |
|
রঘুনাথগঞ্জে রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের অনুষ্ঠান।-অর্কপ্রভ চট্টোপাধ্যায়। |
সরস্বতী শিশুমন্দিরের শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে। গত ৩০ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানে নাচগান ছাড়াও নাট্যনুষ্ঠানের আয়োজন করা হয়। পরদিন ওই রবীন্দ্রভবনেই রঘুনাথগঞ্জের শ্রীরামকৃষ্ণ শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা বাৎসরিক মিলনোৎসবের আয়োজন করে। সেখানে ওই ছাত্রছাত্রীরা নাচগান ও নাটক পরিবেশন করে।
|
‘ভরসা থাকুক’ |
করিমপুর পান্নাদেবী কলেজের সামনে অস্থায়ী মঞ্চ গড়ে সেখানে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান পরিবেশ করে ‘ভরসা থাকুক’ নামের স্থানীয় একটি সংস্থা। মহালয়া উপলক্ষে আয়োজিত গত ২৭ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠান শুরু হয় সকাল ৬টায় বৃক্ষরোপন দিয়ে। তার পর ‘বসে আঁকো’ প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় স্থানীয় ও বহিরাগত শিল্পীরা ভক্তিগীতি, রবীন্দ্র সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। |
|