লক্ষ টাকার প্যান্ডেল, কুমোরটুলির প্রতিমা সব মিলিয়ে একই জাঁকজমক দেখা গেল খালনার লক্ষ্মীপুজোয়। রাতভর লক্ষ্মীপ্রতিমা ও মণ্ডপ দেখার ভিড় উপচে পড়ে বাগনানের এই এলাকায়।
আমরা সকল ক্লাব এ বার কটকের পোড়া রাজবাড়ির আদলে মণ্ডপ গড়েছে। প্রতিমার অঙ্গসজ্জা তাক লাগিয়ে দেওয়ার মতো।
ক্লাবের সদস্য অনুপ হাজরা জানালেন, লক্ষ্মীপুজো উপলক্ষে দু’রাতের উৎসবে তাঁদের বাজেট লক্ষাধিক টাকা। পুজো প্রাঙ্গণে বিশাল মেলা বসে। মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। |
পশ্চিম খালনার যাদব সমিতি এবং ইয়ং কর্নার ক্লাবের সদস্য উজ্জ্বল ঘোষ এবং রাজা রায় জানালেন, যাদব সমিতির পুজো এ বার ৮৩ বছরে পড়ল। ইয়ং কর্নারের এ বার ১২৭ তম বর্ষ। গ্রামের কিছু পরিবারের চাঁদাতেই লক্ষাধিক টাকার দু’টি পুজো সম্পন্ন হয় বলে তাঁদের দাবি।
রুমানিয়ার রাজবাড়ির আদলে প্যান্ডেল গড়ে এ বার তাক লাগিয়ে দিয়েছে হরিসভার আমরা সবাই ক্লাব। দেড়শো বছর পেরনো খুদিরায়তলা সর্বজনীন এ বার বানিয়েছে বিবেকানন্দ রকের মন্দিরের আদলে মণ্ডপ। এই সংগঠনের সদস্য প্রাণগোপাল রায় জানান, পাড়ার ছেলেরা মিলেই অসাধারণ এই মণ্ডপ গড়েছে। দু’দিনের মেলা বসে এই পুজোকে কেন্দ্র করেও। |