অসুস্থতা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে ধৃত আরামবাগের প্রাক্তন বিধায়ক, সিপিএম নেতা বিনয় দত্ত হাসপাতালে ভর্তি হতে অস্বীকার করলেন। চিকিৎসার জন্য তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে আনা হলেও তিনি চিকিৎসকদের জানিয়ে দেন, ‘‘জেলের মধ্যেই আপনারা আমার চিকিৎসার ব্যবস্থা করুন। হাসপাতালে আমি থাকব না।’’ এর পরে পুলিশ তাঁকে ফের জেলে ফিরিয়ে নিয়ে যায়।
জেলা প্রশাসন সূত্রের খবর, আরামবাগের বাইশ মাইল এলাকায় একটি ঘটনায় থানায় সিপিএম এবং তৃণমূল অভিযোগ-পাল্টা অভিযোগ করে। সাম্প্রতিক অতীতের ওই ঘটনায় পুলিশ তৃণমূলের দু’জনকে গ্রেফতার করলেও প্রথমে সিপিএমের কাউকে গ্রেফতার করতে পারেনি। ওই ঘটনায় আরামবাগের প্রাক্তন বিধায়ক বিনয় দত্ত-সহ অন্যান্য সিপিএম কর্মীদের বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগ ছিল। শেষ পর্যন্ত, বিজয়া দশমীর রাতে আরামবাগ থানার পুলিশ বিনয়বাবুকে গ্রেফতার করে। আদালত তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেয়।
আদালতে এখন পুজোর ছুটি থাকায় বিশেষ আদালত চলছে। একই পরিস্থিতি হাইকোর্টেও। জেলা সিপিএম নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের ‘চাপে’ পুলিশ আঁটঘাট বেঁধেই বিনয়বাবুকে ধরার জন্য পুজোর সময়টিকে বেছে নিয়েছে, যাতে ১৪ দিনের আগে তিনি জামিনের আবেদন করার সুযোগ না পান। জেলা পুলিশের এক পদস্থ কর্তা অবশ্য বলেন, “আইন নিজের পথেই চলছে। এফআইআর-এর ভিত্তিতেই ওই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। এর নেপথ্যে অন্য কোনও কারণ খোঁজার যৌক্তিকতা নেই।” বিনয়বাবু হাসপাতালে ভর্তি হতে না চাওয়ার ঘটনায় আরামবাগের প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসু বলেন, “একতরফা ভাবে পুলিশের সাজানো মামলায় পুলিশের মুখের উপর উপযুক্ত জবাব দিয়েছেন বিনয়বাবু। আমরা বামপন্থীরা অন্যায়ের কাছে মাথা নোয়াতে শিখিনি।”
জেলা প্রশাসন সূত্রের খবর, ধৃত প্রাক্তন বিধায়ক দাবি করেছিলেন, তাঁর ব্যক্তিগত চিকিৎসক জেলে এসে তাঁকে ‘ইনস্যুলিন’ ইঞ্জেকশন দিয়ে যান। কিন্তু সে ক্ষেত্রে প্রশাসনের বিশেষ অনুমতি প্রয়োজন। তা ছাড়াও, জেল-হাজতে থেকে সরকারি চিকিৎসক বাদে বাইরের চিকিৎসককে দিয়ে ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে আইনের প্রশ্নটিও জড়িত। প্রাথমিক ভাবে বিনয়বাবুকে তাঁরই পরিচিত এক ব্যক্তি দু’দিন ওই ইঞ্জেকশন দেন। সোমবার শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য বিনয়বাবুকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ইঞ্জেকশন দেওয়া নিয়ে টানাপোড়েন এড়াতে সরকারি চিকিৎসকরা তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দেন। কিন্তু বেঁকে বসেন প্রাক্তন বিধায়ক। |