নিকাশি নালা পরিষ্কার করাকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন হয়েছেন এক ব্যক্তি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামে। মৃতের নাম শম্ভু ধোলে (৪৫)। মুগুর দিয়ে পিটিয়ে মারা হয় তাঁকে। শম্ভূবাবুকে খুনের অভিযোগে নিরঞ্জন ঘোষ নামে এক ব্যক্তি এবং তাঁর দুই ছেলে মনোরঞ্জন ও বাপিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দিন রাত ১২টা নাগাদ শম্ভুবাবু তাঁর বাড়ির কাছে নিকাশি নালা পরিষ্কার করছিলেন। এই নিয়ে তাঁর সঙ্গে প্রতিবেশী নিরঞ্জনবাবুর পরিবারের সঙ্গে বিবাদ বাধে। নিরঞ্জনবাবু তাঁর দুই ছেলেকে সঙ্গে নিয়ে শম্ভুবাবুকে মুগুর দিয়ে পেটাতে থাকেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় শম্ভুবাবুর। তাঁর মেয়ের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।
|
লোডশেডিংয়ে নাজেহাল জনতা ভাঙচুর চালালো রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির দফতরে। অবরোধ করা হল জিটি রোড। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে। শ্রীরামপুরে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। দুর্গাপুজো মিটতেই ফের একই পরিস্থিতি। মঙ্গলবার, লক্ষ্মীপুজোর দিনও দফায় দফায় লোডশেডিংয়ে জেরবার হতে হয় মানুষকে। সন্ধের দিকে ক্ষিপ্ত মানুষজন জড়ো হন ইএসআই হাসপাতালের কাছে কোম্পানির অফিসে। বাইরের শেডে ভাঙচুর চলে। গালিগালাজ করা হয় কর্মীদের। অবরোধ করা হয় জিটি রোড। খবর পেয়ে শ্রীরামপুর থানা থেকে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পরিস্থিতি স্বাভাবিক হয়। |