জঙ্গলমহল-সহ মাও প্রভাবিত জেলাগুলিতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে পাকা রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। মঙ্গলবার বোলপুরে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, ২৫০ পরিবার থাকলে সে গ্রামেই পাকা রাস্তা করা হবে। তিনি জানান, শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে হস্তশিল্প-সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিটি পঞ্চায়েতে রাজীব সেবা কেন্দ্র বাস্তবায়িত হবে বলে জানান মন্ত্রী। চন্দ্রনাথবাবু বলেন, “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাজ্য সরকার ৬৩০ কোটি টাকা পেয়েছে। আমরা জঙ্গলমহলের ২৫০ পরিবার থাকা গ্রামগুলিতে যোগাযোগ তৈরির জন্য পাকা রাস্তা করা হবে।” মহিলাদের স্বনির্ভর করা এবং বাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী হস্তশিল্প-সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেক পঞ্চায়েতে রাজীব সেবা কেন্দ্র করা হবে। হস্তশিল্প-সহ একাধিক বিষয়ে বাজারের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতার দক্ষিণাপণে যে বিক্রয়কেন্দ্র হয়েছে তাতে বিক্রয়ের পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। চন্দ্রনাথবাবু জানান, ময়ূরেশ্বরের ২ ব্লকে ১ লক্ষ ২৫ হাজার আমগাছ লাগানো হয়েছে। |