দুর্গা পুজো উপলক্ষে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুলিয়ার বাঘমুণ্ডির লহরিয়া দুর্গা মন্দির কমিটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। তাঁদের পরিচালনায় পুরুষ ও মহিলাদের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। নবমী ও দশমীর দিন পুরুষদের ১৬টি দলের খেলা হয়। গজবুরু ফুটবল দল টাইব্রেকারে ঝাড়খণ্ডের মুরুকডি ফুটবল দলকে ৪-৩ গোলে পরাজিত করে। একাদশীর দিন মহিলাদের প্রদর্শনী ম্যাচে ঝালদার জারগো মহিলা ফুটবল দল বাঘমুণ্ডির বুরদা মহিলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে। খেলাগুলি দেখার জন্য বহু দর্শক ভিড় জমিয়েছিলেন।
|
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের উদ্যোগে মহম্মদবাজার থানার ম্যানেজার পাড়া গ্রামে শুরু হয়েছে ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতা। উদ্যোক্তারা এই প্রতিযোগিতার নাম দিয়েছেন মেগা ফুটবল টুর্নামেন্ট। ৮ অক্টোবর প্রতিযোগিতাটি শুরু হয়েছে। বোলপুর টাউন ক্লাব, রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার, ভাঁড়কাটা উদয়ন ক্লাব, সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশেন, দুমকা সারদা সংস্থা, পুরন্দরপুর কেশরী সঙ্ঘ, আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, চাঁপাডাঙা আদিবাসী ক্লাব এতে যোগ দিয়েছে। প্রথম দিনের খেলায় জয়ী হয় বোলপুর টাউন ক্লাব। বোলপুরের দলটি ১-০ গোলে রামপুরহাট ফুটবল কোচিং ক্লাবকে পরাজিত করে। ১০ অক্টোবর প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় ঝাড়খণ্ডের দুমকা সারদা সংস্থা ১-০ গোলে পুরনন্দরপুর কেশরী সঙ্ঘকে পরাজিত করে। ৯ অক্টোবর সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ও ভাঁড়কাটা উদয়ন ক্লাব মুখোমুখি হয়েছিল। ৪-১ গোলে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন জয়ী হয়েছে। মঙ্গলবার মুখোমুখি হয় আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও চাঁপাডাঙা আদিবাসী ক্লাব। ২-০ গোলে জয়ী হয়েছে আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। ১৪ ও ১৫ অক্টোবর প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা হবে।
|
রামপুরহাট থানার খরুণ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং স্থানীয় উদ্বোধন মিলনী সঙ্ঘের সহযেগিতায় ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জয়ী হয়েছে আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি স্থানীয় মাঠে আমোদপুরের দলটি ১-০ গোলে আয়াষ নেতাজি বয়েজ ক্লাবকে পরাজিত করে। আগামী ১৭ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রামপুরহাট ফুটবল কোচিং সেন্টার ও সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতার ফাইনাল খেলার দিন এখনও ঠিক হয়নি।
|
পাত্রসায়রের জামশোলা ইভনিং স্টার ক্লাব পরিচালিত গ্লোকাল চ্যালেঞ্জার্স ট্রফি ২০১১-র উদ্বোধনী খেলায় জয়ী হল চন্দনকেয়ারি আদিবাসী ক্লাব। রবিবার জামশোলা ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় চন্দনকেয়ারি আদিবাসী ক্লাব ৩-০ গোলে হারিয়েছে বিষ্ণুপুরের শ্যামসুন্দরপুর সেবা সঙ্ঘকে। বিজয়ী দলের পক্ষে গোলদাতারা হলেন নসিদ মাণ্ডি, খোকন হেমব্রম ও নিরঞ্জন টুডু।
|
পাত্রসায়রের হাটকৃষ্ণনগর অন্নপূর্ণা অ্যাথলেটিক ক্লাব পরিচালিত স্পিড ট্রাস্ট চ্যালেঞ্জ ট্রফি-২০১১ নকআউট ফুটবল প্রতিযোগিতার তৃতীয় খেলায় জয়ী হল কলকাতা স্পোটিং ইউনিয়ন। রবিবার হাটকৃষ্ণনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই খেলায় কলকাতা স্পোটিং ইউনিয়ন ৩-০ গোলে হুগলীর ধনিয়াখালি স্মৃতি পলাশি সঙ্ঘকে হারায়।
|
পাত্রসায়র স্পোটিং ইউনিয়নের পরিচালনায় নকুলচন্দ্র দে মেমোরিয়াল উইনার্স ট্রফি ফুটবল প্রতিযোগিতার তৃতীয় খেলায় জয়ী হল সোনামুখীর ধানশিমলা তরুণ সঙ্ঘ। সোমবার পাত্রসায়র ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুরের শ্যামসুন্দরপুর ক্লাবকে টাইব্রেকারে তারা হারিয়ে দেয়। ৩০ সেপ্টেম্বর থেকে এই নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আটটি দল যোগ দিয়েছিল।
|