স্মৃতি ফুটবলে জয়ী হাওড়ার দল
নিজস্ব সংবাদদাতা • আউশগ্রাম |
এড়াল অঞ্চল ফ্রেন্ডস ইউনিয়ন পরিচালিত সুধীরকুমার মণ্ডল, রণজিৎকুমার রাজা স্মৃতি মাহিন্দ্রা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের খেলায় বিজয়ী হল হাওড়া জেলা কোচিং সেন্টার। অভিরামপুর ফুটবল মাঠের খেলায় তারা পাণ্ডুয়া ফুটবল একাদশকে সাডেন ডেথে ৭-৬ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। টাইব্রেকারেও মীমাংসা না হওয়ায় সাডেন ডেথের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হয়। উদ্যোক্তাদের পক্ষে স্বপন ভট্টাচার্য জানান, তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।
|
খুঁটিতে ধাক্কা লেগে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ট্রেনে যাওয়ার সময়ে লাইনের পাশে থাকা খুঁটিতে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার রাতে নবদ্বীপ স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্টুকুমার মণ্ডল (২০)। বাড়ি কাটোয়ার ন’নগর গ্রামে। তিনি কলকাতার একটি রেস্টুরেন্টে কাজ করতেন। মৃতের দাদা পিন্টু মণ্ডল জানান, ট্রেনের ভিতরে মোবাইল ফোনের টাওয়ার না পাওয়ায় বাড়িতে কথা বলার জন্য দরজার কাছে গিয়েছিলেন সন্টু। সেই সময়ে একটি খুঁটিতে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে যান। এ দিন রাত ১০টা নাগাদ রেল পুলিশের এক আধিকারিক টেলিফোনে বিষয়টি বাড়িতে জানান। বুধবার কালনা মহকুমা হাসপাতালে দেহটির ময়না-তদন্ত করানো হয়েছে। |