|
|
|
|
জঙ্গলমহলে নতুন মুখ |
এক সঙ্গে বদলি ৬৩ জন বিডিও |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্যে এক সঙ্গে ৬৩ জন বিডিওকে বদলি করা হল। এর মধ্যে বেশ কয়েক জন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কাজ করতেন। তাঁদের জায়গায় নতুন অফিসারদের আনা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েক জন বিডিও দায়িত্ব গ্রহণও করেছেন। বাকি কয়েক জন চলতি সপ্তাহের মধ্যেই দায়িত্বভার নেবেন। এক প্রশাসনিক আধিকারিকের বক্তব্য, “অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোটার-তালিকা সংশোধনের কাজ শুরু হবে। ওই সময়ের মধ্যেই নতুনরা দায়িত্ব বুঝে নেবেন।”
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় মোট ১১টি ব্লক রয়েছে। এর মধ্যে ৭টি ব্লকের বিডিওকে বদলি করা হয়েছে। ব্লকগুলি হল লালগড় (বিনপুর-১), বেলপাহাড়ি (বিনপুর-২), সাঁকরাইল, জামবনি, গোপীবল্লভপুর-২, নয়াগ্রাম ও শালবনি। জেলা প্রশাসন সূত্রে খবর, গত ৩০ সেপ্টেম্বর এই সংক্রান্ত নির্দেশ জারি হয়েছে। এর পরেই পুজো শুরু হয়ে যায়। ফলে, অধিকাংশ ব্লকেই নতুন বিডিওরা দায়িত্বভার নিতে পারেননি। জয়েন্ট বিডিওরাই কাজ সামলাচ্ছেন। জেলার দাঁতন-১, পিংলা ও খড়্গপুর-২ ব্লকের বিডিও-ও বদলি হয়েছেন। সূত্রের খবর, ২০০৮ সালের ডবলুবিসিএস অফিসারেরাই জঙ্গলমহলে বিডিও-র দায়িত্বে আসছেন। ইতিমধ্যে তাঁদের একদফা প্রশিক্ষণও হয়েছে। ‘পিছিয়ে পড়া’ এলাকার উন্নয়নে গতি আনতেই রাজ্য সরকার নতুন অফিসার নিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, “সবে শিক্ষানবিশ-পর্ব শেষ করা অফিসারদের মধ্যে কাজ করার তাগিদ বেশি থাকে। জঙ্গলমহলে অনেক উন্নয়ন-কাজই গতি-মন্থরতায় ভুগছে। নতুন অফিসারেরা ব্লকের দায়িত্ব নিলে কাজে গতি আসার সম্ভাবনা।” পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি জঙ্গলমহলের জেলা বাঁকুড়ার ছাতনা, রানিবাঁধ, ইন্দাস ও এবং পুরুলিয়ার ঝালদা-১, মানবাজার-১, মানবাজার-২, বাঘমুন্ডি, পুনচা, জয়পুর, আড়শা, বান্দোয়ানের বিডিও-ও বদলি হয়েছেন।
একটা সময় জঙ্গলমহলে অশান্তি ছিল রোজকার ঘটনা। প্রায় দিনই হিংসাত্মক ঘটনা ঘটত। মাওবাদীদের প্রভাব বাড়ার পর লালগড়ের মতো এলাকায় বেশ কিছু দিন বিডিও অফিস বন্ধ পর্যন্ত থেকেছে। পরে অফিস খুললেও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। কখনও আবার কর্মচারীরাই প্রাণভয়ে অফিস যেতে চাননি। যৌথ বাহিনীর অভিযান শুরুর পর অবশ্য পরিস্থিতি পাল্টাতে শুরু করে। অশান্তির আবহেও বিডিও-অফিসে কাজকর্ম শুরু হয়। কিন্তু তৃণমূলস্তরে প্রশাসনিক অফিসারদের পৌঁছনো তার পরেও বেশ ‘কঠিন’ ছিল। অশান্তির সময়ে কেউই প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে চাইতেন না। লালগড়, বেলপাহাড়ির মতো এলাকায় কাজ করতে হবে শুনলেই অনেকে অন্য কোথাও পোস্টিং পাওয়ার চেষ্টা করতেন।
তবে এখন আতঙ্কের সেই পরিস্থিতি কিছুটা পাল্টাতে শুরু করেছে। দীর্ঘ দিন যাঁরা জঙ্গলমহলে কাজ করেছেন, তাঁদের কিছুটা ‘নিরুপদ্রব’ এলাকায় বদলি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, লালগড়ের বিডিও মানস হালদার বদলি হয়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটায়, বেলপাহাড়ির বিডিও সুনন্দ ভট্টাচার্য বদলি হয়েছেন হাওয়ার বালি-জগাছায়। একই ভাবে সাঁকরাইলের বিডিও মণীশ দাস হাওড়ার বাগনান-১, জামবনির বিডিও বিশ্বনাথ বেরা হাওড়ার সাঁকরাইল, গোপীবল্লভপুর ২-এর বিডিও শ্যামল পাল উত্তর ২৪ পরগনার মিনখাঁয় বদলি হয়েছেন। |
|
|
|
|
|