|
|
|
|
পাহাড় এবং জঙ্গলমহল সফরে মমতা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পিঠোপিঠি পাহাড় এবং জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘প্রশাসনিক কাজে ও উন্নয়নমূলক’ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতেই মুখ্যমন্ত্রী জেলা সফরে বেরোচ্ছেন বলে শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে। বস্তুত, নভেম্বর মাসে তাঁর পাহাড় সফরের কর্মসূচি ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশেই তা এগিয়ে আনা হয়েছে। তবে একইসঙ্গে জানানো হয়েছে, সমস্ত কর্মসূচিই ‘পরিবর্তন-সাপেক্ষ’। রাজ্যের পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রীর কাজের গুরুত্বের পরিপ্রেক্ষিতে তা শেষ মুহূর্তে বদলেও যেতে পারে। আজ, শনিবার মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করার চেষ্টা হচ্ছে।
পুজোর ছুটি চললেও এদিন মহাকরণে আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “সোমবার থেকেই জেলা সফর শুরু করছি।” মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে, আপাতত ঠিক আছে, বিমানে বাগডোগরা পৌঁছে সোমবার তিনি সড়কপথে দার্জিলিং পৌঁছবেন। মুখ্যমন্ত্রী এ দিন জানান, দার্জিলিঙে গোর্খা জনমুক্তি মোর্চা বিমল গুরুঙ্গদের একটি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। মমতা বলেন, “বিমলরা ওখানে পর্যটন নিয়ে একটা অনুষ্ঠান করছেন। ওটাতেই যাচ্ছি।” সোম ও মঙ্গলবার তিনি দার্জিলিঙে থাকবেন। সরকারি সূত্রের খবর, দার্জিলিঙে জনস্বাস্থ্য কারিগরি দফতরের বালাসন জল প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। বুধ ও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডুয়ার্স সফর করবেন। সেখানে কোচবিহার ও জলপাইগুড়ির উন্নয়ন নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। হয় বৃহস্পতিবার দুপুরের বিমানে বা ওই দিন রাতে ট্রেনে উঠে শুক্রবার কলকাতায় ফেরার কথা। পাহাড় থেকে নেমেই মুখ্যমন্ত্রী যাবেন জঙ্গলমহলে। পাহাড় সফর এগিয়ে আসায় তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচির কিছু পরিবর্তন হয়েছে। এর আগে ঠিক ছিল, ১৪ অক্টোবর, শুক্রবার তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে এক দলীয় রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন। পর দিন যোগ দেবেন জঙ্গলমহলে একটি সরকারি কর্মসূচিতে। কিন্তু এ দিন মুখ্যমন্ত্রীর যে সফরসূচি জানা গিয়েছে, তা অব্যাহত থাকলে ওই সভার সম্ভাবনা ক্ষীণ। সরকারি সূত্রের খবর, ওই দিন রাতে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর যেতে পারেন। পর দিন, ১৫ অক্টোবর শনিবার তিনি নয়াগ্রাম, গোপীবল্লভপুরে আদিবাসী কল্যাণে কয়েকটি পূর্বঘোষিত সরকারি প্রকল্পের উদ্বোধন করতে পারেন।
আগে ঠিক ছিল, আগামী বুধ এবং বৃহস্পতিবার যথাক্রমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আধিকারিকদের নিয়ে উন্নয়ন মূলক বিভিন্ন কর্মসূচি রূপায়ণে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওই দুই জেলার বৈঠক পিছিয়ে যাচ্ছে। জঙ্গলমহল থেকে ফেরার পর মমতা ওই দু’টি বৈঠক করবেন। সেগুলি হওয়ার কথা যথাক্রমে আগামী ১৯ অক্টোবর, বুধবার এবং ২০ অক্টোবর, বৃহস্পতিবার। তাঁর পাহাড় ও জঙ্গলমহল সফর চলাকালীন দলীয় মন্ত্রী, বিধায়ক ও নেতাদের যার যার এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মমতা। এ দিন মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, কৃষিমন্ত্রী অরূপ রায় প্রমুখ। মমতা তাঁদের প্রত্যেককে বলেছেন, তিনি জেলা সফরে যাচ্ছেন। ওই সময়ে দলের মন্ত্রী-বিধায়করা কেউ যেন তাঁদের এলাকার বাইরে না যান। প্রসঙ্গত, পাহাড় ও জঙ্গলমহলের সফর শেষে মমতার দিল্লিতে জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগদানের কর্মসূচি আছে। আগামী ২২ অক্টোবর দিল্লিতে ওই বৈঠক হবে। মমতার ২১ অক্টোবর রাতে দিল্লি যাওয়ার কথা। ২৩ বা ২৪ অক্টোবর তিনি কলকাতা ফিরতে পারেন। |
|
|
|
|
|