টুকরো খবর
বন্ধ বিসর্জন
এক সরকারি আবাসনের দুই পুজো কমিটির মধ্যে গণ্ডগোলের জেরে প্রতিমা বিসর্জন দিল না একটি পুজো। নবমীর রাতে একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগে দুই পুজো কমিটিকে নিয়ে নিয়ে বসে পুলিশ। কিন্তু গভীর রাতে ফের এক দল অন্য দলের উপরে হামলা করে। এক জন গ্রেফতার হলেও পরে জামিন পান। প্রতিবাদে একটি পুজো কমিটি প্রতিমা বিসর্জন দেয়নি। খড়দহের রুইয়ায় পুজো কমিটির সদস্যদের উপরে হামলা ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে শুক্রবার সকালে ঘণ্টাখানেক কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ হয়। অভিযুক্তদের এক জনকে গ্রেফতার করা হলে অবরোধ ওঠে। বীজপুরের খাসবাটি পুজোমণ্ডপে মদ খাওয়া নিয়ে দু’পক্ষের হাতাহাতিতে পাঁচ জন জখম হন। এক জন গ্রেফতার হন। বীজপুরের নান্নায় বিসর্জনের সময়ে বাজি ফাটানো নিয়ে স্থানীয়দের মধ্যে মারামারিরতে দু’জন জখম হন। বারাসতের সুকান্ত পল্লিতে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা থেকে কিছু মত্ত যুবক একটি বাড়িতে হামলা করে বলে অভিযোগ। এক জন গ্রেফতার হন।

জাল নোট-সহ গ্রেফতার মন্দিরবাজারে
১৩ হাজার ৫০০ টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজারের পোলেরহাট মোড় থেকে সুবল গায়েন নামে ওই ব্যক্তিকে ধরা হয়। ওই এলাকাতেই তার বাড়ি। ধৃতকে শুক্রবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সুবল পাড়ার একটি দোকানে ৫০০ টাকার নোট ভাঙাতে যান। নোটটি দেখে দোকানদারের সন্দেহ হয়। তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে নোটটি দেখে সুবলকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে সাতটি এক হাজার টাকার এবং ১৩টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত স্বীকার করেছে, সে জাল নোট লেনদেনের কারবার করত। প্রতি ১০ হাজার টাকার জাল নোটের পরিবর্তে তিন হাজার টাকা করে পেত।

ব্যাঘ্র প্রকল্পের কর্মী আত্মঘাতী
বৃহস্পতিবার রাতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এক কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম অভিলাষ মণ্ডল (৫৭)। বাড়ি কোস্টাল থানা এলাকার কুমিরমারি গ্রামে। তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। বৃহস্পতিবার রাতে প্রকল্পের দোবাঁকি ক্যাম্পে ‘ডিউটি’ করছিলেন ওই প্রৌঢ়। শুক্রবার সকালে ঘর বন্ধ দেখে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। দরজা না খোলায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁর দেহ উদ্ধার করে। তদন্তকারী পুলিশ অফিসাররা জানান, অভিলাষবাবু মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। মৃতদেহ ময়না-তদন্তে পাঠায় পুলিশ।

পুকুর পাড়ে যুবকের মৃতদেহ, আটক স্ত্রী
পুকুরের পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলার বিদিরাবাদে। পুলিশ জানায়, মৃতের নাম ইউনূস আলি মোল্লা (৩৪)। পেশায় রংমিস্ত্রী ওই যুবকের বাড়ি রায়দীঘির জটাগ্রামে। মৃতের গলায় ফাঁসের চিহ্ন ছিল। তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান, খুন করে ওই যুবকের দেহ ফেলে দিয়ে যায় আততায়ীরা। তবে, কী কারণে তাঁকে খুন করা হয়েছে, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি। নিহতের প্রথমা স্ত্রী সায়মা বিবিকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।

আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতী গ্রেফতার
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ। বুধবার রাতে জীবনতলার চণ্ডীবাড়ি এলাকা থেকে জাকির মোল্লা নামে ওই দুষ্কৃতী হাতে ধরা পড়ে। তার কাছ থেকে একটি ওয়ান-শটার রিভলভার এবং এক রাউন্ড গুলি পাওয়া যায়।

পথ দুর্ঘটনায় মৃত্যু
বিজয়া দশমীর রাতে গান-বাজনার অনুষ্ঠান শুনে সাইকেলে বাড়ি ফেরার পথে ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। ঘটনাটি ঘটে হাড়োয়ার ভিখারআটি গ্রামে। মৃতদের নাম আজান আলি মোল্লা (২৭) ও ইয়ানবি মোল্লা (৩৭)। ওই গ্রামেই তাঁদের বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জনে একই সাইকেলে ছিলেন। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাড়োয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরে ম্যাটাডর ফেলে চালক পালান। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.