সচিন থেকে দ্রাবিড়সদ্য ইংল্যান্ড সফরে হটস্পটের দুভার্গ্যজনক শিকার হওয়ার পর এই আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকছেই না আসন্ন ভারত-ইংল্যান্ড এক দিনের সিরিজে। সোজা কথায়, ‘ডিসিশন রিভিউ সিস্টেম’ বা ‘ডিআরএস’ ছাড়াই হতে চলেছে ধোনি বাহিনী বনাম কুকের দলের এক দিনের সিরিজের লড়াই।
বল ব্যাটে লেগেছে কি লাগেনি সেটা টিভি আম্পায়ারের রিপ্লে-তে আরও নিখুঁত ভাবে ধরা পড়ার জন্য ‘হটস্পট’ নামক আধুনিক প্রযুক্তিটি যারা বানিয়েছে সেই বিবিজি স্পোর্টস সংস্থার চিফ এক্সিকিউটিভ ওয়ারেন ব্রেনান স্বয়ং হতাশ, ধোনির দলের ইংল্যান্ড সফরে হটস্পটের পারফরম্যান্সে। সঙ্গে অবশ্য তিনি যোগ করেছেন যে, ওই সিরিজের পরে হটস্পট ভারতীয় বোর্ডের সমর্থন পায়নি।
একটি ক্রিকেট ওয়েবসাইট-কে দেওয়া বিশেষ ই-মেল সাক্ষাৎকারে তিনি জানান, ভারতীয় বোর্ড এবং বিবিজি স্পোর্টস এ বছরের গোড়ার দিকে একটি চুক্তিতে পর্যন্ত পৌঁছেছিল যে, এ বার ভারতের ঘরোয়া মরসুমে হটস্পটের ব্যবহার করা হবে। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজও থাকবে। কিন্তু ব্রেনান এখন বলছেন, “ইংল্যান্ডে ভারত সিরিজে হটস্পটের পারফরম্যান্সে এই প্রযুক্তির স্রষ্টা হিসেবে বিবিজি স্পোর্টস হতাশ। ওই সিরিজে রেফারেলের সময় অনেকগুলো পরিস্থিতি তৈরি হয় যেখানে আমরা এই আধুনিক প্রযুক্তির অনেক ভাল পারফরম্যান্স আশা করেছি। সঙ্গে এটাও ঠিক যে, রেফারেল সিস্টেম এবং হটস্পট নিয়ে সম্প্রতি ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের মন্তব্যের পর আমাদের সংস্থা বিবিজি স্পোর্টসের এ-ও মনে হচ্ছে এই আধুনিক প্রযুক্তি বিসিসিআইয়ের সঠিক সমর্থন পাচ্ছে না। সে জন্য ভারতের মাটিতে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে হটস্পট তুলে নিচ্ছি।” ব্রেনানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় বোর্ডের অবশ্য কোনও মন্তব্য নেই। প্রতিক্রিয়া চাইলে বোর্ডের এক মুখপাত্র মন্তব্য করতে চাননি। যদিও অনেকে মনে করছে, আইসিসি-তে বোর্ডের হটস্পট নিয়ে বিরূপ মনোভাবের জেরেই আসন্ন ইংল্যান্ড সিরিজে এই প্রযুক্তি ব্যবহারে কতকটা বাধ্য হয়ে নিষেধাজ্ঞা জারি করা হল। |