কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ দেখতে কমিটি কংগ্রেসে
কশো দিনের কাজ-সহ কেন্দ্রের অনুদানে চলা প্রকল্পগুলির রূপায়ণে নজর রাখতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একটি নজরদারি কমিটি গড়ল কংগ্রেস হাইকম্যান্ড। বিধায়ক অজয় দে-র নেতৃত্বে ১৫ জন সদস্যের ওই কমিটিতে রয়েছেন সাংসদ দীপা দাশমুন্সি, অমিতাভ চক্রবর্তী-সহ প্রদেশ কংগ্রেসের তিন সাধারণ সম্পাদক প্রমুখ।
ডিসেম্বরে বুড়ারিতে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনের মঞ্চ থেকেই সনিয়া গাঁধী রাজ্যে রাজ্যে এই কমিটির গঠনের প্রস্তাব দিয়েছিলেন। টু-জি কাণ্ডে তখন সবে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তিতে আঁচ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন সেই আশঙ্কা এখন অনেকটাই বাস্তব। এই অবস্থায় সনিয়া-রাহুলের কৌশল হল, ইউপিএ-র প্রধান সমাজকল্যাণমূলক প্রকল্পগুলির যথাযথ রূপায়ণ। এবং সে জন্য সামগ্রিক ভাবে কংগ্রেস কর্মীদের সক্রিয় করা। যাতে এই বার্তা যায় যে, একশো দিনের কাজ, স্বাস্থ্য বিমা, বার্ধক্য পেনশনের মতো প্রকল্প কেন্দ্রের কংগ্রেস সরকার প্রণয়ন করেছে। সেগুলি রূপায়ণেও কংগ্রেস আন্তরিক। কংগ্রেস নেতৃত্বের মতে, এই সব প্রকল্পের সুফল গ্রাম ও শহরের মানুষের কাছে পৌঁছলে কংগ্রেসের জনভিত্তি অটুট রাখা যাবে। কারণ দিনের শেষে আম-আদমির দৈনন্দিন সমস্যার কতটা সুরাহা হল সেটাই নির্ণায়ক বিষয় হবে ভোটে। ঠিক যে ভাবে গত লোকসভা ভোটে কৃষি-ঋণ মকুব, একশো দিনের কাজ প্রকল্প কংগ্রেসের অনুকূলে সোনা ফলিয়েছিল বলে তাঁরা মনে করেন। দলীয় সূত্রে এ-ও বলা হচ্ছে, যে সব রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে সেখানে প্রদেশ কংগ্রেসের সংগঠনের তরফে নজরদারি কমিটি প্রকল্প রূপায়ণের ত্রুটিগুলি ধরিয়ে দেবে। প্রতি মাসে রিপোর্ট পাঠাবে সনিয়া গাঁধীকেও। কংগ্রেস যেখানে বিরোধী আসনে রয়েছে সেখানে প্রকল্প রূপায়ণে ত্রুটি হলে তারা আন্দোলন করবে। একমাত্র শরিক-শাসিত রাজ্য এখন একটাই। তা হল পশ্চিমবঙ্গ। এ ক্ষেত্রে দলের একাংশের আশঙ্কা রয়েছে যে পশ্চিমবঙ্গে নজরদারি কমিটি-র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারের সংঘাত তৈরি হতে পারে। তবে এআইসিসি-র এক নেতার কথায়, সংঘাতের পরিস্থিতি এড়িয়েই নজরদারি কমিটি কাজ করবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.