ছাত্রকে মারধরে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করা হল। পুলিশ জানিয়েছে, ঘটনাটি জুলাই মাসের। কাঁচরাপাড়া হাইস্কুলের ছাত্র সুব্রত গুহ কাঁচরাপাড়া আর জি টাইপ এলাকায় গৃহশিক্ষকের কাছে পড়তে যেত। পড়া না পারায় অজয় দাস নামে ওই গৃহশিক্ষক তাকে বেদম মারেন বলে অভিযোগ সুব্রতর বাবা বিপুলবাবুর। বুধবার পুলিশের কাছে অজয়বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু ঘটনার এত দিন পরে কেন অভিযোগ? বিপুলবাবুর দাবি, ‘‘ঘটনার পর ছেলে অসুস্থ হয়ে পড়ে। চোখের চিকিৎসার জন্য চতুর্দিকে হন্যে হয়ে ছুটেছি। আগেই অভিযোগ করতাম। কিন্তু প্রথমে মীমাংসার কথা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম, মীমাংসা দূরঅস্ত, উল্টে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। তাই অভিযোগ জানিয়েছি।’’ অজয়বাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, ‘‘আমাকে ফাঁসানো হচ্ছে।’’
|
অষ্টমীর সন্ধ্যায় বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে ক্যানিং। ফলে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে যায়। মাথায় হাত পড়ে পুজো-উদ্যোক্তাদের। অষ্টমীর সন্ধ্যায় এ ভাবে আচমকা বিদ্যুৎ বিভ্রাটে জেরবার হয় পুলিশও। তারা বিদ্যুৎ বন্টন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। ক্যানিং হাসপাতাল পাড়া সর্বজনীন পুজো কমিটির সভাপতি অর্ণব রায়ের ক্ষোভ, “বিদ্যুৎ বন্টন কর্তৃপক্ষ ত্রিশ হাজার টাকা অগ্রিম নিয়েছে। অথচ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চরম উদাসীন।” মহকুমাশাসক শেখর সেন বলেন, “দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ ছিল না। দফায় দফায় বন্ধ ছিল।” বিদ্যুৎ বন্টন কোম্পানির ডিভিশনাল ইঞ্জিনিয়ার সুখেন্দু সরকারের অবশ্য দাবি, “মিনিট পনেরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।” যান্ত্রিক গোলযোগের কারণেই এমনটা হয়েছে বলে তাঁর দাবি।
|
ম্যাটাডোরের ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার স্বরূপনগরের হঠাৎগঞ্জ বাজারের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম অনুপ প্রামাণিক (৩২)। বাড়ি স্বরূপনগরের খলিসা গ্রামে। এ দিন সকাল ১১টা নাগাদ তিনি বাইকে চেপে ব্যবসার কাজে হঠাৎগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা ম্যাটাডরটি বাইকটিকে ধাক্কা মেরে পালায়।
|
বুধবার সন্ধ্যায়, বারুইপুর এলাকা থেকে অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত টুকান দাসের (২২) বাড়ি বারুইপুর থানার নতুনপাড়ায়। তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। |