নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
প্রতি বছরের রঞ্জি চ্যাম্পিয়নের উপর অবশিষ্ট ভারতের শাসন চলছেই। আজ গত মরসুমের রঞ্জিজয়ী রাজস্থানকে ৪০৪ রানে হারিয়ে অবশিষ্ট ভারত ইরানি ট্রফি পেল। এই নিয়ে টানা ছয় বার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে প্রত্যাখ্যাত স্পিনার প্রজ্ঞান ওঝা এ দিন অবশিষ্ট ভারতের বোলিং নায়ক। রাজস্থানের দ্বিতীয় ইনিংসে ৬০ রানে ৪ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। এর পাশাপাশি বরং ধোনির দলে সুযোগ পাওয়া বোলাররাই যেন কিছুটা নিষ্প্রভ। দু’টো করে উইকেট পান পেসার উমেশ যাদব ও লেগস্পিনার রাহুল শর্মা। |
ম্যাচের সেরার ট্রফি নিয়ে শিখর ধাওয়ান।ছবি:পিটিআই |
একটি করে উইকেট অন্য দুই পেসার বিনয় কুমার ও বরুণ অ্যারনের। সেরা প্রজ্ঞান দু’ইনিংস মিলিয়ে ৯ উইকেট পান। রাজস্থান আগের দিনের বিনা উইকেটে ২৮ রান থেকে শুরু করে চা-বিরতির কিছু পরেই ২১৩ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে বিশাল রানে পিছিয়ে পড়ায় অন্তত তার ফলাফলে রাজস্থানের হার অনিবার্য ছিল। দেখার ছিল দেশের তরুণ বোলিং প্রজন্মের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সারা দিন টিকে থেকে রাজস্থানের ব্যাটসম্যানরা ম্যাচে সরাসরি হার এড়াতে পারেন কি না। কিন্তু আট নম্বরে নামা মধুর ক্ষেত্রীর ৫৩ রান ছাড়া কোনও প্রতিরোধ ছিল না রাজস্থানের তরফে। প্রজ্ঞানরা অনায়াসে ইরানি ট্রফি জিতলেন।
সংক্ষিপ্ত স্কোর: অবশিষ্ট ভারত: ৬৬৩ ও ৩৫৪-২ ডিঃ। রাজস্থান: ৪০০ ও ২১৩। |