নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কাল, শুক্রবার পুণেতে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্ল্যাকবার্ন রোভার্সের বিরুদ্ধে খেলবে পুণে এফ সি। এই প্রথম ভারতের মাঠে খেলবে কোনও ই পি এল ক্লাব। চোটের জন্য ঐতিহাসিক ম্যাচ খেলা হচ্ছে না সুব্রত পালের।
ব্ল্যাকবার্নের অবস্থা ভাল নয়। লিগে তারা সাতটি খেলে পাঁচটি হেরেছে। লিগ তালিকায় এখন ১৯ নম্বরে। রব উঠে গিয়েছে, কোচ স্টিভ কিনকে ছাঁটাই করার। পুণেতে খেলতে এসে ক্লাব মালিক ভেঙ্কিস সংস্থার ভেঙ্কটেশ রাওয়ের সঙ্গে কথা বলবেন কোচ কিন। এটা রুটিন কথা, না, তাঁকে ছাঁটাই করার প্রক্রিয়া শুরু হবে, এ নিয়ে গবেষণা শুরু হয়েছে। |
পুণে বিমানবন্দর থেকে বেরোচ্ছেন ব্ল্যাকবার্ন রোভার্সের ফুটবলাররা। বুধবার। ছবি: এএফপি |
কিন নিজে মনে করছেন, ভারতে তাদের অভিজ্ঞতা ই পি এলে আবার ভাল জায়গায় ফিরতে সাহায্য করবে।
পুণে এফ সি এই ম্যাচটার জন্যই ডুরান্ড কাপে পুরো দল পাঠায়নি। কোচ ডেরিক পেরিরাও দিল্লি না গিয়ে সিনিয়রদের সঙ্গে প্র্যাক্টিস করছেন পুণেতে। সব বিদেশিই থেকে গিয়েছেন। দিল্লিতে ১৩ জন দল নিয়ে যান সহকারী কোচ নরবার্ট গঞ্জালভেস। ভাঙা দল নিয়ে তারা ১-১ ড্র করল পুণেএফসির সঙ্গে। পুণে কোচ ডেরিক পেরিরা পুণে থেকে ফোনে বললেন, “যে কোনও ভারতীয় ক্লাব প্রথম ইপিএল দলের সঙ্গে খেলছে। এটা গর্বের ব্যাপার। প্রধান লক্ষ্য হবে, শিক্ষা নেওয়া। চেষ্টা করব, সেরাটা দিতে।”
ব্ল্যাকবার্ন পুণেতে এসেছে বেশ কয়েকজন তারকা ছাড়া। কেউ গেছেন দেশের হয়ে খেলতে। কেউ চোট নিয়ে বসে। তারকাদের মধ্যে রয়েছেন মিশেল সালগাদো, ক্রিস্টোফার সাম্বা, রায়ান নেলসন, আয়েগবেনি ইয়াকুবু, ডেভিড ডান। |