একাত্তর বয়স হবে আর দিন পনেরো বছর পরেই। এই বয়সেও পেশাদার ফুটবলে প্রত্যাবর্তন করতে পারেন পেলে। নেইমার, গান্সোদের সঙ্গে। মেসি-ফাব্রেগাসদের বিরুদ্ধে।
পেলের প্রিয় ক্লাব স্যান্টোস ২০১১ বিশ্ব ক্লাব কাপে যোগ্যতা অর্জন করেছে। সেখানে তাঁকে নামানোর চেষ্টাচালাচ্ছেন কর্তারা। অল্প সময়ের জন্য হলেও। প্রাথমিক কথা হয়েছে। এখন কর্তারা তাঁকে চূড়ান্ত রাজি করানোরচেষ্টায়। জাপানে ডিসেম্বরে ওই টুর্নামেন্টে খেলছে মেসির বার্সেলোনা।
আসলে স্যান্টোসের আগামী বছর শতবর্ষ। সেই জন্য তাদের লক্ষ্য বিশ্ব ক্লাব কাপ জয়। কর্তারা চেষ্টা করছেন, দুইতারকা নেইমার ও গান্সোকে রেখে দিতে। ইউরোপে না যাওয়ার অনুরোধ করেছেন তাঁদের। ক্লাব প্রেসিডেন্ট রিবেরো কোচ রামালহোকে রাজি করিয়ে ফেলেছেন পেলের জায়গা দেওয়ার জন্য। দশ নম্বর জার্সিটাও রাখা হচ্ছে পেলের জন্য। “পেলে তিনবার দেশের হয়ে বিশ্বকাপ জিতেছে। ক্লাবের হয়ে জিতেছে দু’বার। দুটোতেই তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে ওঁর। ও প্রাথমিক ভাবে রাজি ছিলেন। ফিট হওয়ার জন্য ট্রেনিং করতেও পিছপা হবে না। এখন শুধু চূড়ান্ত মতের অপেক্ষা,” বলেছেন স্যান্টোস প্রেসিডেন্ট। |