ঠিক যে ভাবে দক্ষিণ কলকাতার পুজোর ভিড় বেহালা পেরিয়ে পৌঁছে যাচ্ছে শহরতলির হরিদেবপুর-ঠাকুরপুকুরে, সে ভাবেই উত্তরের ভিড়টাকে কিছু দিন ধরেই টানছে লেকটাউন, দমদম পার্কের কিছু পুজো।
শ্রীভূমি, লেকটাউন, দমদম পার্কের মণ্ডপগুলোতে যেমন ভিড় জমছে পঞ্চমী থেকেই। ভিড় সামলাতে হিমশিম অবস্থা। শ্রীভূমিতে মহাকাশ যানে চেপে মা দুর্গা, লেকটাউন নেতাজি স্পোর্টিং ক্লাবে মধুবনী শিল্পীদের আঁতুরঘর, দমদম পার্ক তরুণ সঙ্ঘে বাঁশি আর মন্দিরার কোলাজ কিংবা লেকটাউন অধিবাসীবৃন্দের পরিবেশ সচেতনতার থিম দেখতে রাত তিনটেতেও জনতার ঢল।
পুজোর দিনগুলোয় উত্তর শহরতলিতে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে স্বেচ্ছাসেবক-সহ চার শতাধিক কর্মী কাজ করেছেন বলে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ জানিয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে না আসায় তাঁরা নিজেরাই স্বেচ্ছাসেবক নিয়োগ করে ভিড় সামলাচ্ছেন বলে জানিয়েছেন পুজোকর্তারা। |
শ্রীভূমির মণ্ডপ। —নিজস্ব চিত্র |
অন্য দিকে, বরাহনগরে ঘোষপাড়া বন্ধুদল মণ্ডপে অক্ষরধাম মন্দির ও পিতলের প্রতিমা, লেকভিউ পার্ক সর্বজনীনে নারকেল গাছের মণ্ডপ-প্রতিমা দেখতে উপচে পড়া ভিড়। বেলঘরিয়া-কামারহাটিতে অবশ্য সাবেক পুজোর চল বেশি। তবু কয়েকটি থিমপুজো ভিড় টেনেছে। ব্যারাকপুর পুর এলাকাতেও পঞ্চমী থেকে ভিড়। শীতলামন্দির সমাজের পুজোয় আদিবাসী শিল্পকলা, আনন্দপুরী সি রোডে গীতগোবিন্দের চিত্রাবলী ও রাজস্থানি পুতুল, উত্তর আনন্দপুরী সর্বজনীনে কেরলের আরানমুলার পার্থসারথি মন্দির দেখতে লাইন পড়েছে ভোর রাতেও। |