টুকরো খবর
পুজোয় বন্ধ কলকাতার উড়ান
পুজোর মাস জুড়েই কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা বন্ধ থাকায় উপক্রম হয়েছে। ৪ অক্টোবর থেকে টানা ৩১ অক্টোবর পর্যন্ত ওই রুটের সমস্ত বুকিং বন্ধ রাখার ব্যাপারে টিকিট সরবরাহের দায়িত্বে থাকা সংস্থার কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন নর্থ-ইস্ট শাটল কর্তৃপক্ষ। কোচবিহার থেকে কলকাতা উড়ান চালুর দায়িত্বে থাকা ওই বেসরকারি বিমান পরিবহণ সংস্থার ডিরেক্টর ক্যাপ্টেন শোভা মানি বৃহস্পতিবার কোচবিহারে এসে গোটা বিষয়টি জানিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠকও করেন। তবে ক্যাপ্টেন শোভা মানি বা জেলাশাসক কেউ-ই সংবাদমাধ্যমের কাছে ওই ব্যাপারে খোলসা করে কিছু বলতে চাননি। নর্থ-ইস্ট শাটলের ডিরেক্টর ক্যাপ্টন শোভা মানি বলেন, “কিছু সমস্যা রয়েছে ঠিকই। তবে এখনই তা নিয়ে কিছু বলতে চাই না। পরিস্থিতি পর্যালোচনার পর যা বলার বলব।” কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “অনিয়মিত বিমান চালুর জন্য কিছু টেকনিক্যাল সমস্যার কারণ দেখিয়েছেন শাটল কর্তৃপক্ষ। নিয়মিত উড়ান চালানোর জন্য আমরা সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছি। দেখা যাক।” এএআই ও ওই বিমান সংস্থার টিকিট বিক্রির দায়িত্বে থাকা কোচবিহারের সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৫ সেপ্টেম্বর গুয়াহাটি-কোচবিহার-কলকাতা রুটে বাণিজ্যিকভাবে উড়ান চালু করে শাটল কর্তৃপক্ষ। সপ্তাহে ৪ দিন উড়ান চালানোর সূচিও দেওয়া হয়। কিন্তু নানা অজুহাতে বেশির ভাগ তিনই উড়ান চলেনি। সম্প্রতি শাটল কর্তৃপক্ষ ৪ অক্টোটর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টিকিট বুকিং বন্ধ রাখার নির্দেশ পাঠান। ওই সংস্থার কর্মকর্তা প্রসূন বর্ধন বলেন, “শাটল কর্তারা ৪-৩১ অক্টোবর পর্যন্ত কোচবিহার-কলকাতা উড়ানের টিকিট বিক্রি সময় চাইছি। ১ নভেম্বর থেকে নিয়মিতভাবে উড়ান চালু হচ্ছেই।” এএআইয়ের পূর্বাঞ্চলের অধিকর্তা গৌতম মুখোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। শাটল সূত্রের খবর, বিমান ও পাইলটের সমস্যায় বিপাকে পড়েছেন কর্তৃপক্ষ। পরিস্থিতি সামলানো নিয়ে অনিশ্চয়তার জেরেই বুকিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আদিবাসীদের বিক্ষোভ
প্রকৃত আদিবাসীদের তফসিলি শংসাপত্র দেওয়ার দাবিতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় জেলাশাসকের দফতরে টানা ৩ ঘণ্টা বিক্ষোভ দেখাল বিভিন্ন আদিবাসী সংগঠন। বীরসা সেবাইত সমিতি, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ-সহ একাধিক সংগঠনের কয়েক হাজার সদস্য তির, ধনুক নিয়ে বিক্ষোভ দেখান। জেলা প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি আয়ত্বে আসে। আন্দোলনকারীদের অভিযোগ, যাঁরা আদিবাসী নন, তাঁদেরও সংশাপত্র দেওয়া হচ্ছে। সাওতালি ভাষার শিক্ষক নিয়োগ না-করায় প্রাথমিক স্কুলগুলিতে সমস্যা হচ্ছে। সাঁওতাল এডুকেশন কাউন্সিলের নামে মাধ্যমিক পাশের ভুয়ো সংশাপত্র দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের তরফে গোপাল মুর্মু, বিমল এক্কারা বলেন, “বহু বার পুলিশ এবং প্রশাসনের কর্তাদের বলেও কাজ হয়নি। এ বার ব্যবস্থা না-হলে প্রশাসন অচল করে দেওয়া হবে।” জেলাশাসক পাশাং নরবু ভুটিয়া অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

অবরোধ
পাটের দাম না-পেয়ে চাষিদের বিক্ষোভে ফের উত্তাল হয়ে উঠল বালুরঘাট। বৃহস্পতিবার সকাল থেকে বালুরঘাটের কামারপাড়া এবং পতিরাম হাটে পাঠ চাষিদের দফায় দফায় বিক্ষোভ এবং রাজ্য সড়ক অবরোধের জেরে হিলি ও গঙ্গারামপুর রুটের সমস্ত বাস ও বহির্বাণিজ্যের ট্রাক আটকে পড়ে। দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধের জেরে ক্ষুব্ধ চালকেরা রাস্তায় গাড়ি রেখে পাল্টা অবরোধে নামলে তুমুল উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যান বালুরঘাটের বিডিও পঙ্কজ তামাং। আইসি’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পাটের দাম নির্ধারণে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করে চাষিদের অবরোধ ও বিক্ষোভ চলতে থাকে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ধরে বালুরঘাট-হিলি সড়কে কামারপাড়ায় অবরোধ করার পরে বিডিও’র আশ্বাসে উত্তেজনা কমে। স্বাভাবিক হয় যান চলাচল। ক’দিন আগে পাট চাষিদের আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে বালুরঘাটের জলঘর হাট এলাকা। প্রতি কুইন্টাল ১৭১৯ টাকা বা তার বেশি দরে পাটের দাম পাচ্ছিলেন চাষিরা। এ দিন বালুরঘাটের কামারপাড়া হাটে প্রতি কুইন্টাল পাটের দাম ২১০০-২২০০ টাকা থেকে নেমে যায় ১৬০০ টাকায়।

শিশুর মৃত্যু
পুকুরের জলে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ইসালমপুর থানার ফার্ম কলোনিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃত শিশুর নাম ঈশিতা দাস। এ দিন বিকালে কলোনির কয়েকজন একটি রিকশা ভ্যানে চেপে ঘুরে বেড়াচ্ছিল। পুকুরের কাছে হঠাইতেই ভ্যানটি পুকুরে উল্টে পড়ে। বাকিরা উঠতে পারলেও ঈশিতা জলের গভীরে তলিয়ে যায়। বাসিন্দারা তল্লাশি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

দুর্বল বাড়ি নিয়ে সতর্কতা
প্রবল ভূমিকম্প এলাকা (জোন ফাইভ) বলে চিহ্নিত কোচবিহার শহরের সমস্ত দুর্বল ও বেআইনি বাড়ি চিহ্নিত করে সর্তকতামূলক ব্যবস্থা নিতে উদ্যোগী হল পুরসভা। সাম্প্রতিক ভূমিকম্পের জেরে ভবিষ্যতের বিপদের আশঙ্কা এড়ানোর কথা মাথায় রেখেই এবার দুর্গাপুজোর পর ওই বাড়ি চিহ্নিতকরণের কাজে নামবে পুরসভা কর্তৃপক্ষ। বুধবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান কংগ্রেসের বীরেন কুণ্ডু বলেন, “পুজোর পর শহরের সমস্ত দুর্বল ও বেআইনি বাড়ি চিহ্নিতকরণের কাজ শুরুর বিষয়টিও রয়েছে। বাড়ি চিহ্নিতকরণের পর সব কিছু খতিয়ে দেখে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়া হবে।”

পথ দুর্ঘটনায় মৃত্যু
দুটি বাইকের সংঘর্ষে এক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম অপর জন। বুধবার বিকালে গোয়ালপোখর থানার লালকুড়ি এলাকায় ঘটনাটি ঘটে। জখম আরোহীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম নরেন্দ্রনাথ দাস (৪২)।

ভিডিও কনফারেন্স
কোচবিহারে বসে হাওড়ার শিক্ষকদের ক্লাস করছে ছাত্রীরা। সম্প্রতি মহাত্মা গাঁধী গার্লস হাইস্কুলের ছাত্রীদের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ক্লাসের ব্যবস্থা চালু হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, বেলুড় মঠের সহযোগিতায় অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রীরা ওই ক্লাস করার সুযোগ পাচ্ছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.