টুকরো খবর
সময় পিছিয়ে লোহার পুলে
ইয়া বড় আকারের সব ডাইনোসর। পাশেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আগুনখেকো ড্রাগন। একটু দূরে লাল চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা ম্যামথ। দূর থেকে দেখলে মনে হয় বুঝি সবগুলিই জ্যান্ত। এই বুঝি গিলে খেতে আসবে। মণ্ডপে ঢুকলে অবশ্য ছোটদেরও ওই ভ্রান্তি দূর হবে। মাটির তৈরি বিশাল প্রাগৈতিহাসিক জন্তু এ বার পুজোয় ছোটদের বিস্তর আনন্দ দেবে বলে মনে করেন আলিপুরদুয়ারের লোহার পুল ক্লাবের সদস্যরা। শহরের ১৬ নম্বর ওয়ার্ডের লোহার পুল ইউনিটের ৬৫ তম পুজোর মন্ডপ এ বার তৈরি হয়েছে প্রাগৈতিহাসকে তুলে ধরতে। মণ্ডপে তৈরি কৃত্রিম পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যাবে ১০-১২টি প্রজাতির জীবজন্তু। পুজো কমিটির সম্পাদক দীপঙ্কর মিত্র জানান, এ বার তাদের পুজোয় প্রাগৈতিহাসিক যুগের খন্ডচিত্র তুলে ধরা হয়েছে। খোলা আকাশের নীচে বিশাল পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যাবে ডায়নোসর, ড্রাগন, ম্যামথ-সহ নানা জীবজন্তুদের। কখনও গুহা থেকে হাড় হিম করা হুংকার দিতে শোনা যাবে সেগুলিকে। মাথা নাড়িয়ে ডাইনোসর কিংবা ম্যামথদের দেখা যাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে। পুজো কমিটির সম্পাদক বলেন, “আশা করছি পুজো মন্ডপে কচিকাঁচারা এলে সহজে যেতে চাইবে না। প্রাগৈতিহাসিক জীবদের দেখে নড়তে চাইবেন না বড়রাও।” ষষ্ঠীর দিন থাকছে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অষ্টমীর দিন প্রায় হাজার দুয়েক মানুষকে পাত পেড়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রাখা হচ্ছে পুজো প্রাঙ্গনে। গত বছরের আলিপুরদুয়ার পুরসভা ও মহকুমা প্রশাসনের তরফে সুষ্ঠু পরিবেশের জন্য এই ক্লাবের পুজো কমিটিকে শারদ সন্মান দেওয়া হয়। এ বারও পুজো মন্ডপ প্রাঙ্গনে দশনার্থীদের বসবার ব্যবস্থা, পানীয় জলের বন্দোবস্ত রাখা হবে। একাদশীতে বেশ বড়মাপের শোভাযাত্রা থাকছে।

আয়োজনে অভিনবত্ব
সেনপাড়া পোস্ট অফিস মোড়ের দেবী প্রতিমা তাই জলন্ত পৃথিবীর ওপরে দাড়িয়ে রয়েছেন। দুর্গার দু’দিকে দুটি অসুর। একটি অসুর হাতে কুঠার নিয়ে গাছ কাটতে উদ্যত। প্রতিমার একপাশে পড়ে রয়েছে বড় বড় গাছ, কুঠারের কোপে একের পর এক বড় বড় গাছগুলিকে মাটিতে শুইয়ে দিয়েছে ‘শক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের’ প্রতীক মহিষাসুর। পৃথিবীকে বাঁচাতে কুঠার হাতে অসুরের বুকে নেমে এসেছে দেবী দুর্গার ত্রিশূল। এই হল সেনপাড়া পোস্ট অফিস মোড়ের পুজো উদ্যোক্তাদের থিম। গত কয়েক বছরে থিমের রূপায়ণে শহরবাসীকে চমকে দিয়েছে এই পুজোর উদ্যোক্তারা। এ বারের পুজো মণ্ডপে প্রবেশ করেই মনে হবে এ যেন অন্য কোনও জগত। সব কিছুই পুড়ে গিয়েছে। বাঁশ, সুপারি গাছ এবং প্লাইউড দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। কোথাও কোনও কাপড় নেই। ছেঁড়া, পোড়া কিছু কাপড় বাতাসে উড়ছে। বাঁশ ও সুপারি গাছের যে কাঠামো রয়েছে তাও ঝলসে গিয়েছে। যেন কোনও প্রাকৃতিক বিপর্যয় মন্ডপের ওপর দিয়ে বয়ে গিয়েছে। পুজো কমিটির মুখপাত্র বিশ্বজিত সরকার বলেন, “আমরা দর্শনার্থীদের অনুভুতিতে ছাপ ফেলতে চাইছি। মণ্ডপে এসে দাঁড়ালেই এক অনাগত বিপর্যয়ের অনুভুতি তৈরি হবে। উষ্ণায়নের ফলে আমাদের চেনা চারপাশের সবুজ কী চেহারা নিতে পারে তাই ফুটিয়ে তোলা হয়েছে। একটি জলন্ত ফাটল ধরা পৃথিবীর প্রতিকৃতির ওপরে দেবী প্রতিমা থাকবে। প্রতিমার চারপাশে পুড়ে যাওয়া, ছেদন করা গাছপালা পড়ে থাকবে। উষ্ণায়ন চলতে থাকলে আমাদের জীবনযাপন, উৎসবও যে বিপন্ন হয়ে পড়বে তা ফুটিয়ে তোলা হয়েছে।” উদ্যোক্তারা জানিয়েছেন, মণ্ডপে ৪০টি মডেলে এই দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হবে। উষ্ণায়ন থেকে বাঁচতে কী করা উচিত এবং কোনটা উচিত নয় তারও প্রদর্শনীও থাকবে।

শহরের উন্নয়নে বরাদ্দ ৫০ লক্ষ
নতুন বোর্ড হওয়ার পর প্রথম মিটিংয়ে জলপাইগুড়ির উন্নয়নে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করল এসজেডিএ। বৃহস্পতিবার শিলিগুড়িতে বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এসজেডিএ চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “জলপাইগুড়ির পুর চেয়ারম্যান অর্থ বরাদ্দের অনুরোধ করেছিলেন। আপাতত ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ি এই দুই শহরের উন্নয়নে সমান নজর দেওয়া হবে।” সিংহদুয়ার সংস্কারে ২৫ লক্ষ টাকা, রাস্তাঘাটের হাল ফেরাতে ৬০ লক্ষ চাওয়া হয়। ৮৫ লক্ষ টাকার মধ্যে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। শিলিগুড়ির রাস্তাঘাটের জন্য এসজেডিএ’র বরাদ্দের কথা আগেই জানানো হয়েছিল। সেই ৫ কোটি টাকা শিলিগুড়ি পুর কর্তৃপক্ষকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা হাসপাতালের জন্য দু’টি জেনারেটরের ব্যবস্থা করবে এসজেডিএ। পুজোয় ট্রাফিক সমস্যা সামলাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। ৭ টি সুলভ শৌচাগার তৈরি করা হবে শিলিগুড়ির শহর এবং লাগোয়া এলাকায়। তার মধ্যে রয়েছে মহানন্দা নদী লাগোয়া ২ এবং ৩ নম্বর ওয়ার্ডে ২ টি শৌচাগার। হাসমিচক থেকে মহানন্দা সেতু লাগোয়া মোড় এবং সেবক মোড় থেকে পানিট্যাঙ্কি মোড় পর্যন্ত ফুটপাথ সংস্কার করে রেলিং লাগানো হবে। মাল্লিগুড়ির চা নিলামকেন্দ্র লাগোয়া রাস্তা হয়ে পোকাইজোত দিয়ে চম্পাসারি মেন রোডে সহজে যাতায়াতের জন্য রাস্তা তৈরি করবে এসজেডিএ। পরিবহণনগরের পরিকাঠামো উন্নয়ন করা হবে। মহকুমা পরিবহণ অফিস সেখানে স্থানান্তর করার কথা। চম্পাসারি এলাকায় একটি কলেজ গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হবে। বেলাকোবায় বাস স্ট্যান্ড তৈরি করা হবে। জলপাইগুড়িতে হলদিবাড়ি যাওয়ার বাসস্ট্যান্ডের কাজও দ্রুত শেষ করা হবে বলে জানানো হয়েছে।

ক্ষতিপূরণের ঘোষণা মেয়রের
শহরের বাসিন্দা ভূমিকম্পে মৃত ব্যক্তির পরিবারদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত। বৃহস্পতিবার তিনি ওই ঘোষণা করেন। মেয়রের ত্রাণ তহবিল থেকে ওই টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি গত ১৯ সেপ্টেম্বর দেশবন্ধুপাড়ায় এনটিএস মোড়ে সোনার দোকানে ডাকাতির সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত ভারতনগরের বাসিন্দা দেবকুমার নন্দীর পরিবারকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। জখম অপর দুই ব্যক্তিকেও চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “শিলিগুড়ির বাসিন্দা ভূমিকম্পে মৃত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। দুই এক দিনের মধ্যেই তাঁদের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে সম্প্রতি শহরে একটি সোনার ডাকাতির ঘটনায় মৃতের পরিবারকে। জখমদের চিকিৎসার খরচের জন্যও আর্থিক সাহায্য করা হচ্ছে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, খালপাড়ার বাসিন্দা বিনোদ অগ্রবাল ভূমিকম্পে দেওয়াল চাপা পড়ে জখম হন। নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিবু হালদার সিকিমে কাজ করতে গেলে ভূমিকম্পে মারা যান। তিনি শিলিগুড়ির বাসিন্দা। অপর দুই ব্যক্তি খোকন শাখারি এবং গুরুদেব সিংহ ভূমিকম্পের ঘটনায় আতঙ্কে অসুস্থ হয়ে মারা গিয়েছেন বলেই পরিবারের লোকেরা জানিয়েছেন। সেই মতো তাঁদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

শিলিগুড়ি শহরে রঙিন হবে রেলিং
পুজোয় শিলিগুড়ি শহরকে সাজিয়ে তুলতে বিধান রোড, হিলকার্ট রোড, বর্ধমান রোডে ডিভাইডারের রেলিং রং করা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে। তবে ভবিষ্যতে ওই কাজ যাতে পুরসভার তরফেই করা হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে বাস চালুর একটি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সেই নির্দেশ দিয়েছেন। রেলিংগুলি প্রায় বছর দশেক রং না হওয়া বিবর্ণ হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “রেলিংয়ের মাঝে বাতিস্তম্ভে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন রয়েছে। তারা যদি বিজ্ঞাপনের জন্য পুরসভাকে টাকা না দেয় তা হলে সেগুলি খুলে ফেলা হোক। বিজ্ঞানপনগুলির টাকায় এর পর পুরসভাকেই রেলিংগুলি রক্ষণাবেক্ষণ করতে হবে।” এ দিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মাকে জানান, রেলিং সংলগ্ন বাস্তিস্তম্ভে যে বিজ্ঞাপন রয়েছে সে ক্ষেত্রে পুরসভা টাকা পাচ্ছে কি না অবিলম্বে তা জানাতে।

বন উন্নয়নের বরাদ্দ বিতরণ
৬৩টি বন সুরক্ষা কমিটির হাতে ৩৯ লক্ষ ৩৬ হাজার ৬৪০ টাকা তুলে দিন বৈকুণ্ঠপুর বন বিভাগ। বৃহস্পতিবার ওই বন বিভাগের সৌরিয়া পার্ক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বন সুরক্ষা কমিটিগুলির হাতে ওই টাকা তুলে দেওয়া হয়। বন সুরক্ষা কমিটিগুলির হাতে ওই টাকা তুলে দেন বনমন্ত্রী হিতেন বর্মন। অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজকুমার মাহাতোলিয়া, বৈকুণ্ঠপুরের ডিএফও ধর্মদেব রাই-সহ অন্যান্য আধিকারিকেরা ছিলেন। ডিএফও বলেন, “বন বিভাগের আয়ের একটি অংশ বন সুরক্ষা কমিটিগুলিকে এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়। সেই টাকাই এ দিন চেক তুলে দেওয়া হয়।” বনমন্ত্রী এ দিন জঙ্গলে নজরদারি বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

১১ বস্তা গম আটক
রেশনের পণ্য পাচারের অভিযোগে ভ্যান রিকশা বোঝাই ১১ বস্তা গম আটক করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর থানার তোড়লপাড়া এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, ওই রেশন দোকানের মালিকের দুই ছেলে এই পাচারের ঘটনায় জড়িত। খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিক মৃণালকান্তি মিত্র বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” রেশন দোকানের মালিক সবিতা দে বলেন, “মিথ্যে অভিযোগ। উদ্বৃত্ত সামগ্রী বাড়িতে আনা হচ্ছিল।”

চোরাই গাড়ি উদ্ধার
দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি চোরাই গাড়ি উদ্ধার করল আমবাড়ি ফাঁড়ির পুলিশ। বুধবার রাতে সেল্টারবাড়ি এলাকা থেকে গাড়িটি উদ্ধার হয়। রাতে গণ্ডার মোড়-সাহুডাঙ্গি সড়কে পুলিশের তল্লাশি চলছিল। তখন পুলিশের নিষেধ না শুনে মালবাহী একটি ছোট গাড়ি পালানোর চেষ্টা করে। তার পরে রাস্তার ধারে গাড়িটি ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

বাঁকুড়ার বাদ্যি
পুজোর কয়েকটা দিন শিলিগুড়ির বাঘা যতীন কলোনির কাঞ্চনজঙ্ঘা অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপে শোনা যাবে বাঁকুড়ার বাজনদারদের বাদ্যি। গত ২ মাস ধরে ওই বাজনদারেরা উত্তরবঙ্গে নানা প্রান্তে অনুষ্ঠান করছেন।

নাবালকের মৃত্যু
বুধবার দুপুরে নিউ জলপাইগুড়ির বাদলগছে পুকুরে স্নান করতে নেমে ডুবে গিয়ে এক নাবালকের মৃত্যু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.