• হিন্দু-মুসলিম একসঙ্গে মেতে ওঠেন রায়গঞ্জের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বীরনগরের সাহা পরিবারের পুজোয়। আয়োজন থেকে ভোগ বিতরণ, এমনকী প্রতিমা বিসর্জন সবকিছুতেই পরিবারের সদস্যদের পাশাপাশি বাসিন্দারা অংশগ্রহণ করেন। পুজোর চারদিন সাহা মণ্ডপ মিলনমেলায় পরিণত হয়। পুজোর উদ্যোক্তা তথা ওষুধ ব্যবসায়ী সুজিত সাহা বলেন, “আমাদের পুজো বাসিন্দাদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য ধরে রেখেছে। যা আজকালকার হিংসা ও হানাহানির যুগে বিরল। জাতি, ধর্ম, নির্বিশেষে বাসিন্দাদের সহযোগিতা ও অংশ গ্রহণ ছাড়া আমাদের পরিবারের পুজোর কথা ভাবাই পাওয়া যায় না।” স্থানীয় জয় রায় বলেন, “জাতি, ধর্ম ছাড়াও রাজনৈতিক বিভেদ দূরে সরিয়ে রেখে পুজোর চারদিন কয়েকশো বাসিন্দা সাহা পরিবারের পুজোয় মেতে উঠেন।
• পুজোয় দর্শনার্থীদের সুরক্ষার জন্য আলিপুরদুয়ার মহকুমায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়ন করা হল। মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল জানান, ফালাকাটা, জয়গাঁ, আলিপুরদুয়ার, বারভিশা, বীরপাড়া-সহ গুরুত্বপূর্ণ এলাকায় পুজোর বাজারের ভিড়ে চুরি ছিনতাই রুখতে নজর রাখছেন পুলিশ কর্মীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে মোটর বাইক ও গাড়িতে চেকিং চলছে। বিষয়টি নিয়ে মহকুমার সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।
• প্রথা মেনে দীর্ঘ কয়েক বছর ধরে মা দুর্গার ভৈরবী মূর্তিকে পুজো করে আসছেন আলিপুরদুয়ার জংশন শিববাড়ির সদস্যরা। শিববাড়ি চেঁচাখাতার পুজো কমেটির সম্পাদক সুভাশিস সরকার জানান, পুজো ৫৬ বছরে পড়ল। বাঘ ছাল পরা মা দুর্গার ভৈরবী মুর্তিকে তাঁরা রীতি মেনে এ বারেও আরাধনা করবেন। শিবমন্দির প্রাঙ্গনে প্রথম থেকে এই পুজো হয়ে আসায় মা দুর্গার ভৈরবী মূর্তিকেই পুজো করে আসছেন স্থানীয় মানুষরা। মন্ডপসজ্জায় কাল্পনিক মন্দির।
• ধুবুরি কালীবাড়ির শারদোৎসব এ বার ৮২ বছরে পা দিল। নাটমন্দিরে একচালার প্রতিমা গড়ে পুজো হবে। পুদো হয় বৈষ্ণব মতে। প্রতিমার পরনে ঢাকাই সাজ। মহাষ্টমীতে অঞ্জলি দেবেন অন্তত হাজার পাঁচেক মানুষ। পুজোর কয়েকদিন এলাকার ছেলেমেয়ে এবং মহিলাদের নিয়ে রয়েছে নানা প্রতিযোগিতা। ট্রাস্টি বোর্ডের সম্পাদক নিখিল রায় জানান, বৈষ্ণব মতে নিয়মনিষ্ঠার পুজো হয়।
• কবিগুরুর সহজপাঠকে থিম করে এ বারে পুজোর আয়োজন করেছেন দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির মিতালী সঙ্ঘের উদ্যোক্তারা। লোকায়ত শিল্পের আদলে দেবী প্রতিমা তৈরি হয়। ষষ্ঠীকে দুঃস্থদের বস্ত্র বিতরণ রয়েছে। চন্দননগরের আলোকসজ্জা। কুশমণ্ডী সর্বজনীনের প্রতিমায় সাবেকিয়ানা নজর কাড়বে। বাঘরাইতলার প্রতিমা ডাকের সাজে।
• হোয়াইট হাউসের আদলে মণ্ডপ। সঙ্গে ডাকের সাজে সাবেকি প্রতিমা ও চন্দননগরের আলোকসজ্জার আয়োজন করে এ বছর দুর্গাপুজোয় চমক দিতে চলেছে রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন। প্রতিবছর রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলার নজর কাড়ে এ পুজো। এ বার বাজেট ধরা হয়েছে ৮-৯ লক্ষ টাকা। বাঁশ, কাঠ, প্লাইবোর্ড ও থার্মোকল দিয়ে হোয়াইট হাউসের আদলে ৫০ ফুট উঁচু ও ১২০ ফুট চওড়া পুজো মণ্ডপ গড়ে তোলার কাজ শুরু করেছেন কলকাতার মণ্ডপ শিল্পীরা।
• শিলিগুড়ির ৪৪ নম্বর ওয়ার্ডের পরেশনগরের অগ্নিশিখা ক্লাবের পুজো এ বার ৩১ বছরে পড়ল। মনোরম মণ্ডপ, ছিমছাম প্রতিমায় এখানে পুজো হয়। মূল বৈশিষ্ট্য হল স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ। দশমীতে সিঁদূর খেলাও নজর কাড়বে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.